আবারও বাড়বে গ্যাসের দাম, ঘোষণা আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আবাসিক ও শিল্পসহ সব খাতে গ্যাসের দাম সমন্বয় করে নতুন দাম চূড়ান্ত করেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। আজ রবিবার গ্যাসের নতুন দাম ঘোষণা দেবে বিইআরসি। গতকাল শনিবার এক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় সংস্থাটি।

বিইআরসি সূত্রে জানা যায়, গড়ে প্রায় ১৮ শতাংশের মতো দাম বৃদ্ধির ঘোষণা আসতে পারে।

আবাসিক দুই চুলার গ্রাহকদের ৯৭৫ টাকা থেকে বাড়িয়ে ১০৮০ টাকার মতো হতে পারে।
গ্যাসের দাম বাড়ার যুক্তি হিসেবে পেট্রোবাংলা বলেছে, বিশ্ববাজারে তরলীকৃত প্রাকৃতিক গ্যাসের (এলএনজি) দাম বেড়ে গেছে। যে কারণে স্পট মার্কেট থেকে চড়া দরে এলএনজি আমদানি করতে হচ্ছে। এ জন্য ১১৭ শতাংশ দাম বাড়ানোর প্রস্তাব দেয় পেট্রোবাংলা। তবে বিইআরসি কারিগরি মূল্যায়ন কমিটি ২০ শতাংশ দাম বাড়ানোর পক্ষে মতামত দিয়েছিল গণশুনানিতে।

সর্বশেষ গ্যাসের দাম বৃদ্ধির আদেশে (২০১৯ সালে) পাইকারি দর প্রতি ঘনমিটার ১২.৬০ টাকা করা হয়। ভর্তুকি দিয়ে ৯.৭০ টাকায় বিক্রির নির্দেশ দেয় বিইআরসি। গত মার্চে চার দিনব্যাপী গ্যাসের দাম বৃদ্ধির ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই প্রতিবেদন চূড়ান্ত করে আগামীকাল গ্যাসের নতুন দাম ঘোষণা করা হবে।

অন্যদিকে গত ১৮ মে বিদ্যুতের পাইকারি মূল্যবৃদ্ধির ওপর গণশুনানি অনুষ্ঠিত হয়। সেই প্রতিবেদন চূড়ান্ত করতে কাজ করছে বিইআরসি। চলতি মাসেই বিদ্যুতের পাইকারি নতুন দাম ঘোষণা দিতে পারে বিইআরসি। পাইকারির দাম বাড়ালে খুচরা পর্যায়েও বিদ্যুতের দাম বাড়বে।

স্টকমার্কেটবিডি.কম/

ঢাকা ব্যাংকের ১.৩৫ কোটি শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, খোন্দকার মনির উদ্দিন নামে এই পরিচালক ব্যাংকটির ১ কোটি ৩৫ লাখ শেয়ার ক্রয় করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

সােনালী আঁশের ৩য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সােনালী আঁশ লিমিটেড চলতি বছরের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। এসময় কোম্পানিটির আয় বেড়েছে। ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

শনিবার (৪ জুন) অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়।

আর্থিক প্রতিবেদন অনুযায়ী, এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৭৮ টাকা। গত বছর একই সময়ে শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছিল ০.৪৯ টাকা।

এ বছরের ৯ মাসে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩.০৫ টাকা। গত বছরের এই সময়ে শেয়ার প্রতি আয় হয়েছিল ০.৭৫ টাকা।

এই প্রান্তিকে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ (এনএভি) হয়েছে ২২৮.৭১ টাকা। যা গত বছর ৩০ জুন ছিল ২২৬.২৮ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসআর

ইন্দো বাংলা ফার্মা ২.৬৫ কোটি টাকার জমি কিনবে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষধ খাতের কোম্পানি ইন্দো বাংলা ফার্মাসিটিক্যালস লিমিটেডের পরিচালনা বোর্ড জমি কেনার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২ কোটি ৬৫ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূএ জানায়, এই কোম্পানিটি গাজীপুরের কালিয়াকৈরে কারখানা সংলগ্ন ২.০১ একর বা ২০০ ডেসিমল জমি কিনবে। জমি মূল্য, রেজিস্ট্রেশন ফি ও অন্যান্য ব্যয় বাবধ ধরা হয়েছে মোট ২ কোটি ৬৫ লাখ ৪০ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রাইম ইন্স্যুরেন্সের বোর্ড সভা ৮ জুন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের প্রতিষ্ঠান প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেডের চলতি বছরের ১ম প্রান্তিকের বোর্ড সভা আগামী ৮ জুন আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় প্রতাষ্ঠানটির ৩১ মার্চ ২০২২ সালের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা পৌনে ৩টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় প্রতাষ্ঠানটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এমএম

ম্যারিকো বিডির অন্তবর্তীকালীন লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ম্যারিকো বাংলাদেশ লিমিটেড বিনিয়োগকারীদের জন্য অন্তবর্তীকালীন ৪৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ম্যারিকো বাংলাদেশ লিমিটেড ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত এই অর্ন্তবর্তীকালীন এই নগদ লভ্যাংশ ঘোষণা করেছে।

অর্ন্তবর্তীকালীন লভ্যাংশের জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২৩ জুন ।

স্টকমার্কেটবিডি.কম/এইচ

 

সংসদে আজ শুরু বাজেট অধিবেশন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আজ রবিবার বিকেল ৫টায় স্পিকার শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদের ১৮তম অধিবেশন শুরু হবে। এর আগে করোনা পরিস্থিতিতে কঠোর স্বাস্থ্যবিধি মেনে অনেকটা নিয়ম রক্ষার সংসদ অধিবেশন বসলেও এবার সব কিছু স্বাভাবিক করার উদ্যোগ নেওয়া হয়েছে।

করোনার কারণে আগের দুটি বাজেট অধিবেশনের কার্যদিবস ছিল কম। মহামারিকালে সংসদের অন্য অধিবেশনগুলো ছিল সংক্ষিপ্ত।

সংসদ সদস্যরা পালা করে অধিবেশনে যোগ দিয়েছিলেন। করোনার সংক্রমণ এখনো শেষ না হওয়ায় স্বাস্থ্যবিধি মেনে অধিবেশন চলবে। তবে সংসদ সদস্যরা চাইলে প্রতি কার্যদিবসে সংসদে যোগ দিতে পারবেন।

সাংবাদিকরাও সংসদ ভবনে গিয়ে অধিবেশনের সংবাদ সংগ্রহ করতে পারবেন। সংসদ সচিবালয় সূত্র জানায়, এবার বাজেট অধিবেশন হবে দীর্ঘ। জাতীয় সংসদের কার্যউপদেষ্টা কমিটির বৈঠকে অধিবেশনের মেয়াদ ও কার্যসূচি চূড়ান্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম//