পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৬৬ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আজ ২২ জুন থেকে ৬৬ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত বছরের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর, দশম দফায় ২৬ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ১১ দফায় ১২ জানুয়ারি থেকে ২৬ জানুয়ারি, ১২ দফায় ২৭ জানুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি, ১৩ দফায় ১২ ফেব্রুয়ারি থেকে ২৬ ফেব্রুয়ারি, ১৪ দফায় ২৭ ফেব্রুয়ারি থেকে ১২ মার্চ, ১৫ দফায় ১৩ মার্চ থেকে ২৫ মার্চ, ১৬ দফায় ৩১ মে থেকে ১৪ জুন, ১৭ দফায় ১৫ জুন থেকে ২৯ জুন ১৮ দফায় ৩০ জুন থেকে ১৪ জুলাই, ১৯ দফায় ১৫ জুলাই থেকে ২৯ জুলাই, ২০ দফায় ৩০ জুলাই থেকে ১৩ আগস্ট, ২১ দফায় ১৪ আগস্ট থেকে ২৮ আগস্ট এবং ২২ দফায় ২৯ আগস্ট থেকে ১০ সেপ্টেম্বর, ২৩ দফায় ১৩ সেপ্টেম্বর হতে ২৭ সেপ্টেম্বর আর ২৪ দফায় ২৮ সেপ্টেম্বর হতে ১২ অক্টোবর আর ২৫ দফার ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ২৬ দফায় ২৮ অক্টোবর হতে ১২ নভেম্বর, ২৭ দফায় ১৪ নভেম্বর হতে ২৬ নভেম্বর, ২৮ দফায় ২৭ নভেম্বর হতে ১১ ডিসেম্বর, ২৯ দফায় ১১ ডিসেম্বর হতে ২৬ ডিসেম্বর, ৩০ দফায় ২৭ ডিসেম্বর হতে ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি, ৩২ দফায় ২৮ জানুয়ারি হতে ১০ ফেব্রুয়ারি, ৩৩ দফায় ১১ ফেব্রুয়ারি হতে ২৫ ফেব্রুয়ারি ও ৩৪ দফায় ২৬ ফেব্রুয়ারি ১২ মার্চ, ৩৫ দফায় ১৩ মার্চ হতে ২৫ মার্চ, ৩৬ দফায় ২৮ মার্চ থেকে ১২ এপ্রিল ও ৩৭ দফায় ১৩ এপ্রিল থেকে ২৭ এপ্রিল, ৩৮ দফায় ২৮ এপ্রিল থেকে ১১ মে, ৩৯ দফায় ১২ মে থেকে ২৭ মে, ৪০ দফায় ২৮ মে থেকে ১০ জুন, ৪১ দফায় ১১ জুন থেকে ২৫ জুন, ৪২ দফায় ২৭ জুন ১১ জুলাই, ৪৩ দফায় ১২ জুলাই থেকে ২৬ জুলাই, ৪৪ দফায় ২৭ জুলাই থেকে ১০ আগষ্ট, ৪৫ দফায় ১১ আগষ্ট থেকে ২৫ আগষ্ট, ৪৬ দফায় আগামী ২৬ আগষ্ট থেকে ৯ সেপ্টেম্বর, ৪৭ দফায় আগামী ১০ সেপ্টেম্বর ২৫ সেপ্টেম্বর, ৪৮ দফায় ২৬ সেপ্টমে্বর হতে ৯ অক্টোবর, ৪৯ দফায় ১০ অক্টোবর হতে ২২ অক্টোবর, ৫০ দফায় ২৩ অক্টোবর হতে ৭ নভেম্বর, ৫১ দফায় ৮ নভেম্বর হতে ২৩ নভেম্বর, ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর, ৫৪ দফায় ২৪ ডিসেম্বর হতে ৭ জানুয়ারি, ৫৫ দফায় ৮ জানুয়ারি হতে ২২ জানুয়ারি, ৫৬ দফায় ২৩ জানুয়ারি হতে ৬ ফেব্রুয়ারি, ৫৭ দফায় ৭ ফেব্রুয়ারি হতে ২০ ফেব্রুয়ারি, ৫৮ দফায় ২২ ফেব্রুয়ারি ৮ মার্চ, ৫৯ দফায় ৯ মার্চ থেকে ২৩ মার্চ, ৬০ দফায় ২৪ মার্চ থেকে ৭ এপ্রিল, ৬১ দফায় ৮ এপ্রিল থেকে ২১ এপ্রিল, ৬২ দফায় ২৩ এপ্রিল থেকে ৭ মে, ৬৩ দফায় ৮ মে থেকে ২২ মে, ৬৪ দফায় ২৩ মে থেকে ৬ জুন, ৬৫ দফায় ৭ জুন থেকে ২১ জুন এবং ৬৬ দফায় ২২ জুন থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/এস

পাওনা টাকা ফেরত চেয়ে প্রতারণার স্বীকার ওয়াটা কেমিক্যালসের এমডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভুয়া কোম্পানি খুলে প্রতারণা করে অর্থ আত্মসাতের অভিযোগে ইতিমধ্যে কারাগারে রয়েছেন হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজের মালিক জিয়াউদ্দিন জামান। তার প্রতারণার চিত্র দেশের বিভিন্ন গণমাধ্যম বিশেষ করে টিভি চ্যানেলে অনুসন্ধানী প্রতিবেদন আকারে উঠে এসেছে (নিউজের নিচে লিঙ্ক দেওয়া হলো)। আর কোন কিছু বুঝে ওঠার আগেই এই প্রতারক চক্রের কবলে পড়ে গেছেন যমুনা কনস্ট্রাকশনের মালিক মো: নজরুল ইসলাম। তিনি শেয়ারবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছেন।

তথ্যানুসন্ধানে জানা যায়, হাইটেক সিরামিক ইন্ডাস্ট্রিজের মালিক জিয়াউদ্দিন জামান বিভিন্ন ভুয়া কোম্পানি চালু করে বড় বড় প্রজেক্ট দেখিয়ে শেয়ার বিক্রির মাধ্যমে জনগনের কাছ থেকে অর্থ সংগ্রহ করে। সেই সুবাদে ওয়াটা কেমিক্যাল লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মো: নজরুল ইসলাম তার মালিকানাধীন কোম্পানি যমুনা কনস্ট্রাকশন লিমিটেডের নামে হাইটেক সিরামিকসে বিনিয়োগ করে।

পরবর্তীতে যখন মো: নজরুল ইসলাম জানতে পারেন হাইটেক সিরামিকস একট নাম সর্বস্ব ভুয়া কোম্পানি তখন তিনি পাওনা টাকা ফেরতের জন্য জিয়াউদ্দিন জামানের সঙ্গে যোগাযোগ করেন। কিন্তু পাওনা টাকা ফেরত না পেয়ে এক পর্যায়ে জিয়াউদ্দিন জামানের বিরুদ্ধে তিনি মামলা দায়ের করেন। জিয়াউদ্দিন জামান পাওনা টাকা পরিশোধ না করে উল্টো নজরুল ইসলামকে ফাঁসানোর জন্য ভিন্ন পথ অবলম্বন করেন। তিনি যমুনা কনস্ট্রাকশন লিমিটেডের ভুয়া প্যাড বানিয়ে নতুন প্রজেক্ট দেখিয়ে অগ্রণী ব্যাংকের কাছ থেকে ঋণ গ্রহণ করেন। অগ্রণী ব্যাংক যমুনা কনস্ট্রাকশনের নামে চেক ইস্যু করায় সেই চেক পাওনা পরিশোধ হিসেবে মো: নজরুল ইসলামকে প্রদান করে জিয়াউদ্দিন জামান। মো: নজরুল ইসলাম তার পাওনা টাকার আংশিক (১৪ কোটি ৩ লাখ টাকা) ফেরত পায়।

কিন্তু পরবর্তীতে অগ্রণী ব্যাংক তাদের পাওনা দাবি করতে গেলে মো: নজরুল ইসলামকে ফাঁসিয়ে দেয় জিয়াউদ্দিন জামান। এজন্য অর্থ আত্নসাতের মিথ্যা মামলাও দায়ের করা হয়। মামলা দায়েরের পর গতকাল ২০ জুন জামিনের জন্য আদালতে হাজির হলে ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর তার জামিন আবেদন বাতিল করে কারাগারে পাঠান।

এ ব্যাপারে জানতে চাইলে ওয়াটা কেমিক্যালসের চীফ ফিন্যান্সিয়াল অফিসার (সিএফও) সাংবাদিকদের জানান, আমাদের কোম্পানির (ওয়াটা কেমিক্যালস) ব্যবস্থাপনা পরিচালকের যমুনা কনস্ট্রাকশন লিমিটেড নামে ব্যক্তিগত কোম্পানি রয়েছে। সেই যমুনা কনস্ট্রাকশনের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের হওয়ায় তিনি কারাগারে রয়েছেন। এটার সঙ্গে ওয়াটা কেমিক্যালসের কোন সম্পর্ক নেই।হাইটেক সিরামিকসের মালিক জিয়াউদ্দিন জামানের প্রতারণার শিকার হয়ে আমাদের এমডি জেলে রয়েছেন। এক্ষেত্রে ওয়াটা কেমিক্যালসে কোন প্রভাব পড়বে কিনা এমন প্রশ্নের জবাবে তিনি জানান, ওয়াটা কেমিক্যালস করপোরেট গভর্ন্যান্স মেনে পরিচালিত হয়। তাই কোম্পানির ব্যবসা পরিচালনায় এ ঘটনা কোন প্রভাব ফেলবে না। যেহেতু একটি মিথ্যা মামলায় আমাদের এমডি মহোদয় আইনী জটিলতায় পড়ে গেছেন; আশা করি খুব শিগগিরই এই জটিলতা কেটে যাবে বলে জানান তিনি।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্সের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ জুন আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর মতিঝিলে বিমাটির নিজেদের প্রধান ভবনে এ বোর্ড সভা অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) আইন-২০১৫ এর ১৬/১ অনুযায়ী, এ বোর্ড সভায় গত ৩১ মার্চ শেষ হওয়া ২০২২ অর্থবছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করবে বিমাটির পরিচালনা বোর্ড।

সভাশেষে বিমাটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভ শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বারভিডার সভাপতি ডন ও মহাসচিব শহীদুল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস্ ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের (বারভিডা) সভাপতি হিসেবে মো. হাবিব উল্লাহ ডন ও মহাসচিব হিসেবে শহীদুল ইসলাম নির্বাচিত হয়েছেন।

সভাপতি ও মহাসচিব দুজনই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। তারা ২০২২-২৪ মেয়াদের দায়িত্ব পালন করবেন। মঙ্গলবার বারভিডা থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

মো. হাবিব উল্লাহ ডন এ নিয়ে চারবার বারভিডার সভাপতি নির্বাচিত হলেন। সভাপতি ও মহাসচিবের পাশাপাশি সংগঠনটির সহ-সভাপতি ও কার্যনির্বাহী সদস্য নির্বাচন করা হয়েছে।

সংগঠনের সহ-সভাপতি ১, ২ ও ৩ পদে নির্বাচিত হয়েছেন মো. আসলাম সেরনিয়াবাত, রিয়াজ রহমান ও মো. গিয়াস উদ্দিন চৌধুরী। কার্যনির্বাহী কমিটির অন্য পদগুলোতে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

যুগ্ম মহাসচিব পদে বেলাল উদ্দিন চৌধুরী, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আনিছুর রহমান ও যুগ্ম কোষাধ্যক্ষ পদে মো. সাইফুল আলম নির্বাচিত হয়েছেন।

এছাড়া ডা. হাবিবুর রহমান খান অর্গানাইজিং সেক্রেটারি, মো. জসিম উদ্দিন পাবলিকেশন অ্যান্ড পাবলিসিটি সেক্রেটারি, মো. আব্দুল আউয়াল প্ল্যানিং অ্যান্ড ডেভেলপমেন্ট সেক্রেটারি, জুবায়ের রহমান কালচারাল সেক্রেটারি নির্বাচিত হয়েছেন।

স্টকমার্কেটবিডি.কম////

কার্ডের মাধ্যমে টিসিবির পণ্য বিক্রি শুরু হচ্ছে আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য বিক্রি কার্যক্রম শুরু হচ্ছে আজ বুধবার থেকে। দেশের এক কোটি নিম্ন আয়ের মানুষকে কম দামে পণ্য দিতে ব্যাপক প্রস্তুতি নিয়ে মাঠে নামছে সরকারের এ প্রতিষ্ঠানটি। এবার ভিন্ন ব্যবস্থায় বিক্রি করা হবে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল—এই তিন পণ্য। ফেয়ার ফ্যামিলি কার্ডের মাধ্যমে পণ্য বিক্রি করা হবে।

ডিলারের মাধ্যমে নির্দিষ্ট সেলস পয়েন্ট থেকে দেওয়া হবে পণ্য। আগামী ৫ জুলাই পর্যন্ত চলবে এই কার্যক্রম। জানা গেছে, ঢাকা সিটি ও বরিশাল সিটিতে কার্ড তৈরির কাজ শেষ না হওয়া এবং কিছু পণ্য এখনো হাতে না পাওয়ার কারণেই এক সপ্তাহ পেছানো হয়েছে বিক্রি কার্যক্রম।

টিসিবি সূত্র জানায়, সারা দেশে এক কোটি দরিদ্র পরিবারকে দুই লিটার তেল, দুই কেজি মসুর ডাল এবং এক কেজি করে চিনি দেওয়া হবে। তবে এই তিন পণ্যের দাম নতুন করে আর বাড়ানো হচ্ছে না।

স্টকমার্কেটবিডি.কম////

এ্যাপেক্স ওয়েভিংয়ের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এ্যাপেক্স ওয়েভিং এন্ড ফিনিশিং মিলস লিমিটেডের শেয়ার দর বাড়ার কোনো কারণ নেই। শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চাইলে কোম্পানি কর্তৃপক্ষ এমনটাই জানায় ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই)। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বাজারবিশ্লেষণে দেখা যায়, সম্প্রতি কোম্পানিটির শেয়ার দর টানা বাড়লে কর্তৃপক্ষ তা অস্বাভাবিক মনে করছে।

ডিএসই সূত্রে জানা গেছে, শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে কোম্পানিটি জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি দেশ জেনারেল ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান ‘এএ’ এবং স্বল্পমেয়াদের ঋণমাণ ‘এসটি-২’। সম্প্রতি এই ঋণমান প্রকাশ করেছে আলফা ক্রেডিট রেটিং লিমিটেড (আলফারেটিং)।

২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ২০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে আলফারেটিং।

স্টকমার্কেটবিডি.কম/বি

আছিয়া সী ফুডসের সাবস্ক্রিপশন শেষ হবে আগামীকাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

এসএমই প্ল্যাটফর্মের জন্য কোয়ালিফাইড ইনভেস্টর অফারের (কিউআইও) অনুমোদন পেয়েছে আছিয়া সী ফুডস লিমিটেড। কোম্পানিটির কিউআইওয়ের সাবস্ক্রিপশন শেষ হবে আগামীকাল ২৩ জুন বেলা ৫ টায়। এই সাবস্ক্রিপশন শুরু হয় গত ১৯ জুন সকাল ১০ টায়। ডিএসই সূত্রে এতথ্য জানা যায়।

শেয়ারবাজার থেকে কোম্পানিটি কিউআইও’র মাধ্যমে প্রতিটি ১০ টাকা মূল্যে ১.৫ কোটি শেয়ার ছেড়ে ১৫ কোটি টাকা উত্তোলন করবে।

গত ৫ এপ্রিল শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) ৮১৯তম কমিশন সভায় কোম্পানিটির কিউআইও অনুমোদন দেওয়া হয়েছে।

বিএসইসির এক বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, কোম্পানির পুঁজি উত্তোলন করে কারখানার যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ এবং ইস্যু ব্যবস্থাপনা খরচ খাতে ব্যয় করবে।

কোম্পানিটির ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত আর্থিক প্রতিবেদন অনুযায়ী শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৮৮ টাকা আর শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭.৬০ টাকা। নিয়মানুযায়ী এই এসএমই প্লাটফর্মে লেনদেনের তারিখ থেকে পরবর্তী ৩ বছর ইস্যুয়ার কোম্পানি বোনাস শেয়ার ইস্যু করতে পারবে না।

আছিয়া সী ফুডস লিমিটেডের ইস্যু ব্যবস্থাপনার দায়িত্বে রয়েছে এএএ ফাইন্যান্স এন্ড ইনভেষ্টমেন্ট লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/