সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের সাউথইস্ট ব্যাংকের ক্রেডিট রেটিং সম্পন্ন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, ক্রেডিট রেটিং ইনফর্মেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল) রেটিংস অনুযায়ী সাউথইস্ট ব্যাংকের দীর্ঘমেয়াদী রেটিং হয়েছে ‘এএ’ এবং স্বল্পমেয়াদী রেটিং হয়েছে ‘এসটি-২’।

৩১ ডিসেম্বর ২০২১ সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই রেটিং নির্ণয় করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম

গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডের আবেদন ১৭ আগস্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে আসার অপেক্ষায় থাকা আইসিবি এএমসিএল সিএমএসএফ গোল্ডেন জুবিলি মিউচ্যুয়াল ফান্ডটির প্রাথমিক গণপ্রস্তাবের আবেদন গ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে। ফান্ডটিতে আবেদন গ্রহণ শুরু হবে ১৭ আগস্ট যা চলবে ২৪ আগস্ট পর্যন্ত। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) গত ২৮ জুন এই ফান্ডর প্রসপেক্টাস অনুমোদন করেছে । ফান্ডটির প্রাথমিক আকার ১০০ কোটি টাকা।

ফান্ডটির উদ্যোক্তা ক্যাপিটাল মার্কেট স্ট্যাবিলাইজেশন ফান্ড (সিএমএসএফ) ও আইসিবি অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেড (আইসিবি এএমসিএল)।

স্টকমার্কেটবিডি.কম///

আল-আরাফাহ ব্যাংকের উদ্যোক্তার শেয়ার হস্তান্তরের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান আল-আরাফাহ ইসলামী ব্যাংক লিমিটেডের উদ্যোক্তা মোহাম্মদ হারুন শেয়ার হস্তান্তর করার ঘোষণা দিয়েছেন।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, মোহাম্মদ হারুন তার কাছে থাকা ২ কোটি ১৪ লাখ ২২ হাজার ২২৪ টি শেয়ারের থেকে উপহার হিসাবে ১ কোটি ৫৯ লাখ ৮৩ হাজার টি শেয়ারের মালিকানা হস্তান্তর করবেন তার ছেলে কোম্পানির সাধারণ শেয়ারহোল্ডার আনোয়ার হোসেনকে ।

এই উদ্যোক্তা আগামী ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ঢাকা স্টক এক্সচেঞ্জের অনুমোদন সাপেক্ষে ছেলেকে হস্তান্তর করবেন উদ্যোক্তা মোহাম্মদ হারুন ।

স্টকমার্কেটবিডি.কম///

সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ডের মুনাফা ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বন্ড সিটি ব্যাংক পারপেচ্যুয়াল বন্ড প্রথম অর্ধবার্ষিকে বিনিয়োগকারীদের প্রাপ্য লভ্যাংশ (রিটার্ন) ঘোষণা করেছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এ সময়ের জন্য এই বন্ডের বিনিয়োগকারীরা ৯ দশমিক ৫৮ শতাংশ হারে মুনাফা পাবেন। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৯ আগস্ট।

স্টকমার্কেটবিডি.কম//