দিনশেষে সূচকের সাথে লেনদেন অনেকটা কমেছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে অনেকটা কম হয়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন ও সূচক কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৯.৯৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৫২৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২.৬৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪২৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৬.৬৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২৩৫৬ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৩৬০ কোটি ৭৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৬৯১ কোটি ৫৬ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৭৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১১৫টির, আর দর অপরিবর্তিত আছে ১৩৯টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল রিকুইজিটি, নাহি এলুমিনাম কম্পোজিট প্যানেল, লাফার্জ হোলসিম বিডি, শাইনপুকুর সিরামিকস, ইষ্টার্ণ হাউজিং, আইএফআইসি ব্যাংক ও ওরিয়ন ইনফিউশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৬১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯ হাজার ১৯৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৯০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১০টির, কমেছে ৮১টির ও দর অপরিবর্তিত রয়েছে ১১০টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৭ কোটি ৯২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছিল ৪১ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

ঋণমান PSI হিসেবে প্রকাশ করতে হবে : বিএসইসি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) তালিকাভুক্ত কোম্পানিগুলোর ঋণমানসংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। এখন থেকে তালিকাভুক্ত কোম্পানির ঋণমান পাওয়ার পর তাত্ক্ষণিকভাবে সেটি মূল্যসংবেদনশীল তথ্য (পিএসআই) হিসেবে প্রকাশ করতে হবে। গতকাল বিএসইসির পক্ষ থেকে এ-সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে।

বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম স্বাক্ষরিত প্রজ্ঞাপন অনুসারে, জীবন বীমা কোম্পানিগুলোকে ক্রেডিট রেটিং কোম্পানির মাধ্যমে প্রতি দুই বছরে একবার ঋণমান করতেই হবে।

কোম্পানির ওয়েবসাইটের পাশাপাশি স্টক এক্সচেঞ্জের কাছে ঋণমানের তথ্য বিতরণের জন্য পাঠাতে হবে। বিনিয়োগকারীদের স্বার্থ ও শেয়ারবাজারের উন্নয়নে জারি করা এ প্রজ্ঞাপন অবিলম্বে কার্যকর হবে বলে জানিয়েছে বিএসইসি।

জীবন বীমা খাতের কোম্পানি বাদে তালিকাভুক্ত সব কোম্পানিকে বছর শেষ হওয়ার ছয় মাসের মধ্যে ঋণমান প্রকাশ করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম///

সাউথ বাংলা ব্যাংকের ২ কোটি শেয়ার বিক্রি সম্পন্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান সাউথ বাংলা এগ্রিকালচার এন্ড কমার্স ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা শেয়ার বিক্রয় সম্পন্ন
করেছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মাকসুদুর রহমান নামে এই উদ্দ্যোক্তা ব্যাংকটির ২ কোটি ৪ লাখ ৯০ হাজার ৫৮৪ শেয়ার বিক্রয় করলেন। তার হাতে ব্যাংকটির মোট ২ কোটি ৫৮ লাখ ৭৭ হাজার ৭৩৯টি শেয়ার ছিল।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই উদ্দ্যোক্তা উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

ঢাকা ব্যাংকের পরিচালক স্ত্রীর শেয়ার নিবেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান ঢাকা ব্যাংক লিমিটেডের একজন উদ্দ্যোক্তা পরিচালক শেয়ার গ্রহণের ঘোষণা দিয়েছেন। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, মোহাম্মদ হানিফ নামে এই পরিচালক ব্যাংকটির ৭ লাখ ৮৭ হাজার ৪৭৮টি শেয়ার গ্রহণ করবেন।

তিনি এসব শেয়ার তার স্ত্রী রওশন আরা হানিফের নিকট হতে উপহার স্বরুপ গ্রহণ করবেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে পাবলিক মার্কেট হতে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

শ্রীলঙ্কাকে আরও ৪ কোটি ডলার সহায়তা দিচ্ছে যুক্তরাষ্ট্র

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নজিরবিহীন অর্থনৈতিক সংকটে বিপর্যস্ত শ্রীলঙ্কাকে আরও ৪ কোটি ডলার সাহায্যের ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্র।

গতকাল শনিবার রাজধানী কলম্বোর বাইরে স্থানীয় কৃষক প্রতিনিধিদের সঙ্গে সাক্ষাতের পর এ ঘোষণা দেন ইউএস এইডের প্রশাসক সামান্থা পাওয়ার।

কৃষি মৌসুমে সার ও অন্যান্য উপকরণ কেনার জন্য এই অর্থ দিচ্ছে যুক্তরাষ্ট্র। এর আগে নিম্ন আয় কৃষকদের জন্য ৬০ লাখ ডলার সহায়তার ঘোষণা দিয়েছিল যুক্তরাষ্ট্র।
বৈদেশিক মুদ্রার সংকটের কারণে শ্রীলঙ্কায় খাদ্য, জ্বালানি ও ওষুধপত্রের মতো নিত্য প্রয়োজনীয় পণ্য দুষ্প্রাপ্য হয়ে উঠছে। এ ছাড়া সরকার রাসায়নিক সারের নিষিদ্ধ করে জৈব সারে জোর দেয়ার পর কৃষি উৎপাদন কমে গিয়েছে অর্ধেকের বেশি।

বিশ্ব স্বাস্থ্য সংস্থার দেয়া তথ্য মতে, শ্রীলঙ্কার ৩০ শতাংশ অর্থাৎ ৬০ লাখ মানুষ খাদ্য সংকটে ভুগছে। সামান্থা পাওয়ার এ সফরে তাদের জন্য মানবিক সাহায্যের প্রয়োজনীতা তুলে ধরেন। তার মতে, ঘোষিত ৪ কোটি ডলার অন্তত ১০ লাখ কৃষককে পরবর্তী কৃষি মৌসুমে সাহায্য করবে।

স্টকমার্কেটবিডি.কম///

অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান চালাবে সিআইডি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হুন্ডি বা অর্থপাচার রোধ, অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম এবং বৈধ মানি এক্সচেঞ্জের অনুনোমোদিত কার্যক্রম নিয়ে একটি সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১১ সেপ্টেম্বর) রাজধানীতে পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) হেডকোয়ার্টার্সে এ সভা অনুষ্ঠিত হয়। পরে সংবাদমাধ্যমে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

অবৈধ মানি এক্সচেঞ্জের তলিকা দেয়া এবং তাদের অবৈধ কার্যক্রম সম্পর্কে তথ্য দেয়ার বিষয়ে মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন প্রতিশ্রুতি দেয়। এছাড়া সভায় অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে তথ্য সংগ্রহ করে সিআইডি অভিযান চালাবে বলেও সংস্থার প্রধান মোহাম্মদ আলী মিয়া সবাইকে আশ্বস্ত করেন।

‘মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ’ এর সঙ্গে এ সমন্বয় সভায় সভাপতিত্ব করেন সিআইডি প্রধান মোহাম্মদ আলী মিয়া। সভায় অবৈধ হুন্ডি ব্যবসা, বৈধ এবং অবৈধ মানি এক্সচেঞ্জের কার্যক্রম সম্পর্কে বিস্তারিত আলোচনা হয়। আলোচনা শেষে অবৈধ মানি এক্সচেঞ্জের বিরুদ্ধে অভিযান পরিচালনার জন্য মানি চেঞ্জার্স অ্যাসোসিয়েশন সিআইডিকে সর্বাত্মক সহযোগিতা করার প্রতিশ্রুতি দেয়।

স্টকমার্কেটবিডি.কম///

ডিএসইর প্রশ্নের জবাব দিলো ন্যাশনাল টি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুষাঙ্গিক খাতের ন্যাশনাল টি দৈনিক ‘প্রথম আলো’ পত্রিকায় প্রকাশিত সংবাদের ব্যাখ্যা জানিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, প্রথম আলোতে কোম্পানির মূল্য সংবেদনশীল তথ্য ক্যাপিটাল ইস্যু নিয়ে খবর প্রকাশিত হয়।৭ সেপ্টেম্বর ডিএসই ন্যাশনাল টি কোম্পানিকে এ সংক্রান্ত একটি চিঠি পাঠায়। কোম্পানিটি ইতোমধ্যে শেয়ার ক্যাপিটাল বৃদ্ধি সংক্রান্ত একটি খবর নিয়ন্ত্রক সংস্থাকে জানিয়েছে।

কোম্পানিটি জানিয়েছে পত্রিকায় প্রকাশিত খবরটি ভিন্ন, ন্যাশনাল টির প্রকাশিত তথ্য থেকে। প্রকাশিত সংবাদের সাথে কোম্পানির কোনো যোগাযোগ নেই।

স্টকমার্কেটবিডি.কম///