লেনদেনের শীর্ষে জেনেক্স ইনফোসিস; ২য় জেনেক্স

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ৮৬ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ওরিয়ন ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৬০ কোটি ৬০ লাখ টাকার।

ইষ্টার্ণ হাউজিং লিমিটেড ৬০ কোটি ৩৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  আইটি কনসালটেন্টসের ৪৯ কোটি ১৫ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৪২ কোটি ১৪ লাখ, নাভানা ফার্মার ৪০ কোটি ৫৩ লাখ, লূব-রেফ বিডির ৪০ কোটি ১৯ লাখ, বাংলাদেশ শিপিং করপোরেশনের ২৪ কোটি ৬৪ লাখ, জেএমআই হসপিটাল রিকুইজিটি লিমিটেডের ২৪ কোটি ১২ লাখ ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেডের ২৩ কোটি ৬৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জেনেক্স ইনফোসিস
  2. ওরিয়ন ফার্মা
  3. ইষ্টার্ণ হাউজিং
  4. আইটি কনসালটেন্টস
  5. বসুন্ধরা পেপার মিলস
  6. নাভানা ফার্মা
  7. লূব-রেফ বিডি
  8. বাংলাদেশ শিপিং করপোরেশন
  9. জেএমআই হসপিটাল রিকুইজিটি
  10. আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

দিনশেষে কমেছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। তবে এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন কিছুটা বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬৩৯৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৩৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪০১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১২.৮৭ পয়েন্ট কমে অবস্থান করছে ২২৪৫ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২৩৫ কোটি ৬৫ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৭৫ কোটি ৩১ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৫৪টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯৮টির, আর দর অপরিবর্তিত আছে ২০৮টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, ওরিয়ন ফার্মা, ইষ্টার্ণ হাউজিং, আইটি কনসালটেন্টস, বসুন্ধরা পেপার মিলস, নাভানা ফার্মা, লূব-রেফ বিডি, বাংলাদেশ শিপিং করপোরেশন, জেএমআই হসপিটাল রিকুইজিট মেনুফেকচারিং ও আনোয়ার গ্যালভানাইজিং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৯.০৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৮৭৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৫টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৯টির, কমেছে ৬৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ১২১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২২ কোটি ৮৪ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ২২ কোটি ৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বিজিআইসি ও জেনেক্স ইনফোসিস লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ সাবমেরিন ক্যাবলসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত টেলিকমিউনিকেশন শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস কোম্পানি লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৫ টায় রাজধানীর তেজগাঁও এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

ইনডেক্স এগ্রোর বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিবিধ শিল্প খাতের কোম্পানি ইনডেক্স এগ্রো ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টায় রাজধানীর বাড্ডা এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশও ভুগছে : প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি ডেস্ক :

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিশ্ব অর্থনৈতিক বিপর্যয়ে বাংলাদেশও ভুগছে। আর এই পরিস্থিতিতে মানুষের কথা চিন্তা করে সরকার চাহিদা পূরণের চেষ্টা চালাচ্ছে।

রবিবার রাতে জাতীয় সংসদের ২০তম অধিবেশনে তিনি এসব কথা বলেন।
প্রধানমন্ত্রী বলেন, অনেক উন্নত দেশও হিমশিম খাচ্ছে আজ। বিশ্বজুড়ে বিপর্যস্ত অবস্থা। বাংলাদেশও এর ব্যতিক্রম নয়। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফল আমাদেরও ভোগ করতে হচ্ছে। সারা বিশ্বে এখন ভয়াবহ মূল্যস্ফীতি।

শেখ হাসিনা বলেন, আমরা মানুষের চাহিদা পূরণের চেষ্টা করছি। এরপরও আমাদের ওপর চাপ আসছে। সবকিছুতে ভর্তুকির পরিমাণ বৃদ্ধি পেয়েছে। বাজেট দিয়ে দেশকে ভালোভাবে চালাচ্ছিলাম। ভর্তুকি রেখেছিলাম বাজেটে। কিন্তু মূল্যবৃদ্ধির জন্য চাহিদা বেড়ে গেছে। জ্বালানি তেলসহ সবকিছুতে অতিরিক্ত ভর্তুকি দিতে হচ্ছে। ফলে রিজার্ভেও প্রভাব পড়ছে বলে মন্তব্য করেন শেখ হাসিনা। সূত্র : বিডি প্রতিদিন

স্টকমার্কেটবিডি.কম///

উন্নয়ন প্রকল্পের সমীক্ষাও করতে চায় আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

মেয়াদ ও ব্যয় বৃদ্ধির চক্র থেকে বেরিয়ে এসে উন্নয়ন প্রকল্প সঠিক সময়ে বাস্তবায়নের তাগিদ দিচ্ছে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) সফররত প্রতিনিধিদল। সংস্থাটি প্রকল্পের সমীক্ষা করতে চায় বলেও জানা গেছে।

গত ৩১ অক্টোবর পরিকল্পনাসচিব মামুন আল রশিদের সঙ্গে বৈঠক করে আইএমএফ প্রতিনিধিদল। ওই বৈঠকের নেতৃত্ব দেন আইএমএফের মিশনপ্রধান রাহুল আনন্দ। বৈঠকে পরিকল্পনাসচিবসহ কমিশনের একাধিক কর্মকর্তা উপস্থিত ছিলেন।

বাংলাদেশের উন্নয়ন প্রকল্পের মেয়াদ বাড়ার অন্যতম প্রধান কারণ হচ্ছে প্রকল্পের সমীক্ষা ঠিকমতো না হওয়া এবং সমীক্ষার সঙ্গে প্রকল্পের বাস্তবতার মিল না থাকা। সরকারি সংস্থা আইএমইডিও তাদের বার্ষিক প্রতিবেদনে এ বিষয়ে জোর দিয়েছে।

আইএমএফের সঙ্গে বৈঠকের বিষয়ে পরিকল্পনাসচিব মামুন আল রশিদ বলেন, ‘তারা কোনো শর্ত দেয়নি। তবে তারা আমাদের কাজে সহযোগিতা করার জন্য কিছু প্রস্তাব দিয়েছে। তার মধ্যে অন্যতম হলো উন্নয়ন প্রকল্পের সমীক্ষা করতে চাওয়া। সেই সঙ্গে তারা জলবায়ুবিষয়ক প্রকল্পে কাজ করার আগ্রহ প্রকাশ করেছে। ’

বাংলাদেশ আইএমএফ থেকে ৪৫০ কোটি ডলার ঋণ পাওয়ার আশা করছে। তারই অংশ হিসেবে আইএমএফের প্রতিনিধিদল এর আগে গত ২৬ অক্টোবর ঢাকায় আসে।

আগামী ৯ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে তারা।

গত জুলাই মাসে বাংলাদেশ ঋণ চেয়ে চিঠি পাঠিয়েছিল আইএমএফের কাছে। চলতি মাসে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফের বার্ষিক সভায় ঋণ পাওয়ার ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত পাওয়া গেছে বলে জানিয়েছিলেন কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর আব্দুর রউফ তালুকদার। ওয়াশিংটনে অনুষ্ঠিত বিশ্বব্যাংক-আইএমএফের বার্ষিক সভার এক ফাঁকে এ নিয়ে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নরের নেতৃত্বাধীন দল আইএমএফের সঙ্গে আলোচনাও করে।

আইএমএফের এই সফরের পর দেওয়া প্রতিবেদনের ওপর ভিত্তি করে বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়টি চূড়ান্ত হবে।

স্টকমার্কেটবিডি.কম///

১০০ সেতু উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সারা দেশে একসঙ্গে ১০০ সেতুর উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। আজ সোমবার সকাল ১১টার দিকে গণভবন থেকে প্রধানমন্ত্রী ভার্চুয়ালি এসব সেতুর উদ্বোধন ঘোষণা করেন।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানটির গণভবন প্রান্তে সঞ্চালনা করেন প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস। অনুষ্ঠানে সেতুগুলোর বিস্তারিত তুলে ধরেন সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী।

একশ সেতুর মধ্যে সবচেয়ে বেশি সেতু চট্টগ্রাম বিভাগে ৪৫টি। সবচেয়ে কম কুমিল্লায় একটি সেতু। এ ছাড়া সিলেটে ১৭, বরিশালে ১৪, ময়মনসিংহে ছয়, গোপালগঞ্জ, রাজশাহী ও রংপুরে পাঁচটি করে এবং ঢাকা বিভাগে দুটি সেতু রয়েছে। সব মিলিয়ে সেতুগুলোর মোট দৈর্ঘ্য পাঁচ হাজার ৪৯৪.১৩ মিটার। সরকারের অর্থায়নে নির্মিত এসব সেতুতে ব্যয় করা হয়েছে ৮৭৯ কোটি ৬১ লাখ ৫৭ হাজার টাকা।

দৈর্ঘ্যের বিচারে সবচেয়ে বড় সেতু সিলেটের সুনামগঞ্জের রানীগঞ্জ কুশিয়ারা সেতু। এই সেতুর দৈর্ঘ্য ৭০২.৩২ মিটার। সবচেয়ে ছোট চার সেতু খাগড়াছড়িতে। সেতুগুলো হলো তবলছড়ি সেতু, তাইন্দং সেতু, কৃষি গবেষণা সেতু ও হাতিমারাছড়া সেতু। প্রতিটি সেতুর দৈর্ঘ্য ১৬.৫৯ মিটার করে।

১০০ সেতুর তালিকার সারসংক্ষেপ বিশ্লেষণ করে দেখা যায়, ঢাকা বিভাগের দুই সেতুর মধ্যে একটির দৈর্ঘ্য ১০৩.৪৩ মিটার, আরেকটির দৈর্ঘ্য ৮৫.১৫ মিটার। এই দুই সেতু নির্মাণে খরচ হয়েছে ৫৬ কোটি ৮৫ লাখ ৫২ হাজার টাকা। ময়মনসিংহের ছয় সেতুর দৈর্ঘ্য ৪৯৪.১১ মিটার। এতে ব্যয় হয়েছে ৭৭ কোটি ৮৬ লাখ ৪১ হাজার টাকা। চট্টগ্রাম বিভাগের ৪৫টি সেতুর মোট দৈর্ঘ্য এক হাজার ৯০৭.৬১ মিটার। সর্বনিম্ন দৈর্ঘ্যের চারটি সেতু চট্টগ্রামের খাগড়াছড়িতে অবস্থিত। এসব সেতু নির্মাণে খরচ হয়েছে ২৩৮ কোটি ২৪ লাখ ৫৪ হাজার টাকা। কুমিল্লায় একটি সেতু তৈরিতেই খরচ হয়েছে ১১ কোটি ৯৫ হাজার টাকা।

সিলেটের ১৭টি সেতুর মোট দৈর্ঘ্য এক হাজার ৫৮৭.১৮ মিটার। সর্বোচ্চ দৈর্ঘ্যের সেতুটি সিলেটের সুনামগঞ্জে। এই ১৭ সেতুর নির্মাণ ব্যয় ২৯০ কোটি ৭০ লাখ ৭৩ হাজার টাকা। গোপালগঞ্জে ২১৮.৫৭ মিটার দৈর্ঘ্যের পাঁচ সেতু নির্মাণে খরচ হয়েছে ৩২ কোটি ৫১ লাখ ৬৯ হাজার টাকা। বরিশালে ১৪ সেতুর মোট দৈর্ঘ্য ৫৫৮.৮০ মিটার। এতে খরচ করতে হয়েছে ৯৬ কোটি ৬৩ লাখ ৬০ হাজার টাকা। রাজশাহীর পাঁচ সেতুর মোট দৈর্ঘ্য ১৭৬.৯০ মিটার। এসব সেতু তৈরিতে খরচ হয়েছে ২৮ কোটি ৪৮ লাখ ৫৪ হাজার টাকা। আর রংপুরের ৩০১.৬৪ মিটার দৈর্ঘ্যের মোট পাঁচ সেতু তৈরিরে খরচ হয়েছে ৪৭ কোটি ২৯ লাখ ৫৯ হাজার টাকা।

এই ১০০ সেতুর মধ্য সীমান্ত ও দুর্গম পাহাড়ি এলাকাও রয়েছে। বেশির ভাগ সেতুই স্থানীয় এলাকার নামে নামকরণ করা হয়েছে। এসব সেতু এক প্রকল্পের অধীনে নির্মাণ করা হয়নি। বেশির ভাগ সেতুর দৈর্ঘ্য ছোট হওয়ায় তাতে মাত্র একটি স্প্যান বসেছে। এক স্প্যানের সেতুর সংখ্যা ৬৯টি। সবচেয়ে বড় রানীগঞ্জ কুশিয়ারা সেতুতে ১৫টি স্প্যান রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

শাশা ডেনিমসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি শাশা ডেনিমস লিমিটেডের চলতি বছরের প্রথম প্রান্তিক বোর্ড সভা আগামী ১৩ নভেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর গুলশান এলাকায় অবস্থিত নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির প্রথম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/বি

রফতানি আয়ে ডলারের দাম হবে ১০০ টাকা : এবিবি ও বাফেদা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে বৈদেশিক মুদ্রার সংকট কাটাতে রফতানিকারকদের ডলার প্রতি ১০০ টাকা দেয়ার সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকগুলো। আজ রোববার থেকেই নতুন এ দর কার্যকর হবে। ব্যাংক নির্বাহীদের সংগঠন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশ (এবিবি) এবং বাংলাদেশ ফরেন এক্সচেঞ্জ ডিলারস অ্যাসোসিয়েশনের (বাফেদা) যৌথ সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।

রফতানি ছাড়াও রেমিট্যান্সের পতন ঠেকাতে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছে সংগঠন দুটি। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে প্রবাসীরা বাংলাদেশী ব্যাংকগুলোর এক্সচেঞ্জ হাউজের মাধ্যমে রেমিট্যান্স পাঠালে কোনো ফি দিতে হবে না। আবার সরকারি ছুটির দিনও এক্সচেঞ্জ হাউজগুলো খোলা রাখা হবে।

বাংলাদেশ ব্যাংকের নির্দেশনা মেনে এবিবি ও বাফেদা এসব সিদ্ধান্ত নিয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

দেশের বৈদেশিক মুদ্রাবাজারে ডলারের তীব্র সংকট চলছে। দিন যত যাচ্ছে, সংকটের মাত্রাও তত গভীর হচ্ছে। এর মধ্যেই অক্টোবরে দেশের রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহে ৭ শতাংশের বেশি পতন হয়েছে। এ অবস্থায় ডলারের যোগান বাড়ানোর উপায় খুঁজতে এবিবি ও বাফেদার নেতারা বিকেলে বৈঠকে বসেন। বিকেলে শুরু হওয়া এ বৈঠক সন্ধ্যা সাড়ে ৭টায় শেষ হয়।

এ বিষয়ে বাফেদা চেয়ারম্যান ও সোনালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আফজাল করিম বলেন, বৈদেশিক মুদ্রাবাজারের বিদ্যমান সংকট পর্যালোচনা করতে এবিবি ও বাফেদার যৌথ সভা হয়েছে। সভায় দেশের সামগ্রিক অর্থনীতির পাশাপাশি রফতানি আয় ও রেমিট্যান্স প্রবাহের গতিপ্রকৃতি নিয়ে আলোচনা হয়েছে। এর আগেও ডলার সংকট নিয়ে আমরা বেশ কয়েকবার বৈঠকে বসে বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছিলাম। আগের সিদ্ধান্তগুলো পর্যালোচনার পাশাপাশি আমরা বৈদেশিক মুদ্রার প্রবাহ বাড়াতে নতুন কিছু সিদ্ধান্ত নিয়েছি।

আফজাল করিম বলেন, এখন থেকে রফতানি আয়ের বিপরীতে ব্যাংকগুলো ডলার প্রতি ১০০ টাকা পরিশোধ করবে। প্রবাসীরা যেন ফি ছাড়াই দেশে রেমিট্যান্স পাঠাতে পারে, আমরা সে উদ্যোগও নিয়েছি।

স্টকমার্কেটবিডি.কম///