নিয়ন্ত্রণে আসেনি শামীম টেক্সটাইল মিলের আগুন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গাজীপুর সদর উপজেলার ভবানীপুর এলাকার শামীম টেক্সটাইল মিলের তুলার গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল সোমবার দিবাগত রাত ১২টায় এ আগুন লাগে। ফায়ার সার্ভিসের পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছে বলে জানিয়েছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক আব্দুল্লাহ আল আরেফীন। প্রায় ১০ ঘণ্টাতেও আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসেনি। তবে আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না বলে জানান তিনি।

গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-সহকারী বলেন, সোমবার দিবাগত রাত ১২টার দিকে আগুন লাগার খবর পেয়ে শ্রীপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।

আগুনের মাত্রা বাড়তে থাকায় পরে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ও শ্রীপুর ফায়ার সার্ভিসের আরও একটি ইউনিটসহ মোট পাঁচটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন এখন যে অবস্থায় আছে তা অন্য কোথাও ছড়াতে পারবে না। তবে সকাল সোয়া ১০টা পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আসেনি। এ ঘটনায় কোনো হতাহত ও আগুন লাগার কারণ জানাতে পারেননি তিনি।

শামীম টেক্সটাইল মিলের পরিচালক আবুল খায়ের মানিক বলেন, প্রাথমিকভাবে সাড়ে ৩শ থেকে ৪শ কোটি টাকার বেশি ক্ষয়-ক্ষতি হয়েছে বলে ধারণা করছি। পূর্ণাঙ্গ হিসাব করলে ক্ষয়-ক্ষতির পরিমাণ আরো বাড়তে পারে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে জেনেক্স; ২য় নাভানা ফার্মা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে জেনেক্স ইনফোসিস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ২২ কোটি ২২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা নাভানা ফার্মা লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৮ কোটি ৫৫ লাখ টাকার।

বাংলাদেশ শিপিং করপােরেশন লিমিটেড ১৫ কোটি ৩৬ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  বসুন্ধরা পেপার মিলসের ১২ কোটি ৫২ লাখ, সী পালর্স রিসোর্টর ১১ কোটি ৯০ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ২৯ লাখ , আমরা নেটএয়াকর্সের ১০ কোটি ৯৭ লাখ, ওরিয়ন ফার্মার ৬ কোটি ৬১ লাখ, ইষ্টার্ণ হাউজিং লিমিটেডের ৮ কোটি ৩৭ লাখ ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের ৬ কোটি ৯৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. জেনেক্স ইনফোসিস
  2. নাভানা ফার্মা
  3. বাংলাদেশ শিপিং করপােরেশন
  4. বসুন্ধরা পেপার মিলস
  5. সী পালর্স রিসোর্ট
  6. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
  7. আমরা নেটএয়াকর্স
  8. ওরিয়ন ফার্মা
  9. ইষ্টার্ণ হাউজিং
  10. পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

দিনশেষে সূচক বাড়লেও কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কার্যদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২১২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.০৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২০০ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৩৪ কোটি ৩ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪১৬ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৪টির, আর দর অপরিবর্তিত আছে ২৪০টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মা, বাংলাদেশ শিপিং করপােরেশন, বসুন্ধরা পেপার মিলস, সী পালর্স রিসোর্ট, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স, আমরা নেটএয়াকর্স, ওরিয়ন ফার্মা, ইষ্টার্ণ হাউজিং ও পদ্মা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩১৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৮টির, কমেছে ২৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮২টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ২ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ৩২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস ও চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম এক বছরে সর্বনিম্ন

স্টকমার্কেটবিডি ডেস্ক ;

বিশ্ব বাজারে এক বছরে সর্বনিম্ন পর্যায়ে পৌঁছেছে জ্বালানি তেলের দাম। চীনে লকডাউনের বিরুদ্ধে বিক্ষোভের জেরে বিশ্ব বাজারে এই প্রভাব পড়েছে বলে গণমাধ্যমের প্রতিবেদনে দাবি করা হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, চলতি বছরের জানুয়ারির শুরু থেকে প্রথমবারের মতো ব্রেন্ট ক্রুড (অপরিশোধিত) জ্বালানি তেলের দাম কিছুটা কমে ব্যারেল প্রতি ৮১ মার্কিন ডলারের নিচে নেমে গেছে।

কারণ ব্যবসায়ীরা আশঙ্কা করেছিলেন যে, চীনের অস্থিরতা অর্থনৈতিক প্রবৃদ্ধিতে প্রভাব ফেলবে। সূত্র: সিএনএন, দিস ইজ মানি ইউকে

স্টকমার্কেটবিডি.কম////

বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের ঝণমান প্রকাশ

 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বাংলাদেশ বিল্ডিং সিস্টেমস লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে ক্রেডিট রেটিং ইনফরমেশন অ্যান্ড সার্ভিসেস লিমিটেড (সিআরআইএসএল। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

২০২২ সালের ৩০ জুন পর্যন্ত কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমাণ এ+’এসেছে। আর স্বল্প মেয়াদি ঋণমাণ এসটি৩ এসেছে।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও চলতি বছরের ৩০ সেপ্টেস্বর পর্যন্ত আর্থিক তথ্য উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/বি

এক্সিম ব্যাংকের সম্পদের পূণ:মূল্যায়ন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের কোম্পানি এক্সিম ব্যাংক লিমিটেড নিজেদের স্থায়ী সম্পদের পূন:মূল্যায়ন করেছে। সম্প্রতি ব্যাংকটি নিজেদের জমি ও ভবনের পূন:মূল্যায়ন করেছে বলে জানা গেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই সূত্রে জানা যায়, ব্যাংকটি স্থায়ী সম্পদের মূল্য আগের চেয়ে ১৪৫,২৬,৮৮,৯৫৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করেছে। যা ইতোমধ্যে অডিট কোম্পানির নিকট তুলে ধরেছে।

এই পূন:মূল্যায়নে ব্যাংকটির এসব সম্পদের মূল্য দাঁড়িয়েছে ৫৫৮,১৫,৭০,১০৮ টাকা, যা আগে ছিল ৪১২,৮৮,৮১,১৫০ টাকা।

ব্যাংকটির এই সম্পদের পূণ:মূল্যায়ন করেছে এমআরএইচ ডে এন্ড কো:.

স্টকমার্কেটবিডি.কম/

আলিফ ইন্ডাস্ট্রিজের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আলিফ ইন্ডাস্ট্রিজ লিমিটেডের বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হয়েছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএমটি আগামী ২৪ ডিসেম্বর বেলা ২:৩০ টায় অনুষ্ঠিত হবে। পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমটির সময় অনিবার্যকারণ বশত পরিবর্তন করা হয়। এজিএমটি অনলাইনে অনুষ্ঠিত হবে।

এর আগে এই এজিএম তারিখ ও সময় নির্ধারণ করা হয় ২৯ ডিসেম্বর । তবে এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/

গ্লোবাল হ্যাভি কেমিক্যালসের লভ্যাংশ ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি গ্লোবাল হ্যাভি কেমিক্যালস লিমিটেড শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ ও ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সোমবার (২৮ নভেম্বর) অনুষ্ঠিত বোর্ড সভায় ৩০ জুন ২০২২ সালের জন্য এ লভ্যাংশ ঘোষণা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৭ টাকা। এ সময় কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদের পরিমাণ (এনএভি) দাঁড়িয়েছে ৫৩.৬৮ টাকা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) ডিজিটাল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। এ জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৮ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এ

২ ও ৫ টাকার নতুন নোট বাজারে আসছে মঙ্গলবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাজারে আসছে বঙ্গবন্ধুর প্রতিকৃতি সংবলিত দুই ও পাঁচ টাকার নতুন নোট। সিনিয়র অর্থসচিব ফাতিমা ইয়াসমিনের সই করা নতুন মুদ্রিত নোট মঙ্গলবার বাজারে ছাড়া হবে।

অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগ জানিয়েছে, মঙ্গলবার প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস থেকে এই নোটগুলো ইস্যু করা হবে। পরে পর্যায়ক্রমে বাংলাদেশ ব্যাংকের অন্যান্য কার্যালয় এবং বাণিজ্যিক ব্যাংকগুলোর কাউন্টার থেকেও নতুন এই দুই নোট ইস্যু করা হবে।

তবে নতুন দুই টাকার নোটে অর্থসচিবের সইটাই শুধু নতুন।
দুই ও পাঁচ টাকা মূল্যমানের কারেন্সি নোটের রং, পরিমাপ, জলছাপ, ডিজাইন ও অন্যান্য নিরাপত্তা বৈশিষ্ট্য বর্তমানে প্রচলিত নোটের অনুরূপ থাকবে। নতুন মুদ্রিত নোটের পাশাপাশি বর্তমানে প্রচলনে থাকা দুই ও ৫ পাঁচ টাকা মূল্যমানের কাগুজে নোট ও ধাতব মুদ্রা যুগপৎ চালু থাকবে।

স্টকমার্কেটবিডি.কম///