দেশে খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না: পরিকল্পনামন্ত্রী

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান বলেছেন, নতুন বছরে দেশে কোনো অর্থনৈতিক চাপ থাকবে না। এ মুহূর্তে সোনালী ফসলে ভরপুর, দেশে খাদ্য গুদামে চালের জায়গা হচ্ছে না। বাজারে মাছ-মাংসের অভাব নেই।

রবিবার দুপুরে সুনামগঞ্জ বিজিবির এক অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

পরিকল্পনামন্ত্রী বলেন, বাইরের দেশ থেকে বাংলাদেশে কোনো চাল আমদানি করা হবে না। কারণ আমাদের দেশে সোনালী সুন্দর ফসল হয়। প্রাকৃতিক দুর্যোগে আমাদের মাঝে মধ্যে বিপাকে পড়তে হয়। আমাদের মূলকথা একটাই পরিকল্পনা করে এগিয়ে যেতে হবে।

এসময় সুনামগঞ্জ-১ আসনের সংসদ সদস্য মোয়াজ্জেম হোসেন রতন, জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন, বিজিবির ২৮ ব্যাটালিয়নের অধিনায়ক মো. মাহবুবুর রহমান, পুলিশ সুপার এহসান শাহ প্রমুখ।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে আমরা নেট; ২য় বসুন্ধরা পেপার

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে আমরা নেটওয়ার্কস লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৮ কোটি ৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা বসুন্ধরা পেপার মিলস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ১৪ কোটি ৬৮ লাখ টাকার।

জেনেক্স ইনফোসিস লিমিটেড ১২ কোটি ৬৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  চাটার্ড লাইফ ইন্স্যুরেন্সের ১১ কোটি ৪৮ লাখ, সী পার্লস রিসোর্টের ১০ কোটি ৩৯ লাখ, এ্যাডভেন্ট ফার্মার ৯ কোটি ৪৭ লাখ, ই-জেনারেশনের ৮ কোটি ৭০ লাখ , নাভানা ফার্মার ৮ কোটি ২৬ লাখ, ইষ্টার্ণ হাউজিংয়ের ৮ কোটি ৪ লাখ ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ৭ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. আমরা নেটওয়ার্কস
  2. বসুন্ধরা পেপার মিলস
  3. জেনেক্স ইনফোসিস
  4. চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স
  5. সী পার্লস রিসোর্ট
  6. এ্যাডভেন্ট ফার্মা
  7. ই-জেনারেশন
  8. নাভানা ফার্মা
  9. ইষ্টার্ণ হাউজিং
  10. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ডিএসইতে ৩১৩ ও সিএসইতে ৬ কোটি টাকা লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক বাড়লেও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২০.৮১ পয়েন্ট কমে অবস্থান করছে ৬২২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৬.৭১ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৬৩ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১১ পয়েন্ট কমে অবস্থান করছে ২২০৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৩ কোটি ৫৬ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৮৪ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩১৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২২টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৬৪টির, আর দর অপরিবর্তিত আছে ২১৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – আমরা নেটটওয়ার্কস, বসুন্ধরা পেপার মিলস, জেনেক্স ইনফোসিস, চাটার্ড লাইফ ইন্স্যুরেন্স, সী পার্লস রিসোর্ট, এ্যাডভেন্ট ফার্মা, ই-জেনারেশন, নাভানা ফার্মা, ইষ্টার্ণ হাউজিং ও অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৫.৩৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ৩৯৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৩৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৪টির, কমেছে ৩৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ৮ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ৭ কোটি ২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ন্যাশনাল ব্যাংক ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

নাম পরিবর্তন করবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি শেফার্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের নাম পরিবর্তন করা হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির নতুন নাম হবে শেফার্ড ইন্ডাস্ট্রিজ পিএলসি।

সূত্রটি জানায়, কোম্পানিটির নাম পরিবর্তনের পাশাপাশি মেমোরেনডামও পরিবর্তন করবে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

এজন্য শেয়ারহোল্ডারদের সম্মতি নিতে বিষয়টি উত্থাপন করা হবে আসন্ন বার্ষিক সাধারণ সভা (এজিএম)।

অনলাাইনে অনুষ্ঠিত এই ইজিএমের দিন নির্ধারণ করা হয়েছে আগামী ২২ ডিসেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এম

৫.৮০ শতাংশ রিটার্ন দেবে বেক্সিমকো গ্রিন সুকুক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো গ্রিন সুকুক আল-ইস্তানা বন্ড প্রথম বছরের দ্বিতীয় অর্ধবার্ষিকী (২৩ জুন থেকে ২২ ডিসেম্বর, ২০২২) সময়ের জন্য বিনিয়োগকারীদের প্রাপ্য রিটার্ন (মুনাফা) ঘোষণা করেছে। আলোচ্য সময়ের জন্য এই বন্ডে বিনিয়োগের জন্য বিনিয়োগকারীরা ৫.৮০ শতাংশ হারে রিটার্ন বা মুনাফা পাবেন।

রবিবার (৪ ডিসেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বৃহস্পতিবার (১ ডিসেম্বর) অনুষ্ঠিত বন্ডের ট্রাস্টি কমিটির সভায় অর্ধ-বার্ষিকীর জন্য রিটার্ন অনুমোদন করা হয়। মুনাফা প্রাপ্তির যোগ্যতা নির্ধারণে রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর। আর রোববার বেক্সিমকো গ্রিন সুকুকের লেনদেনের ওপর কোনো মূল্যসীমা থাকবে না।

স্টকমার্কেটবিডি.কম/এম