একটি ভালো বাজেট উপহার দিতে চান অর্থমন্ত্রী

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সবার জন্য একটি ভালো বাজেট উপহার দিতে চান অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। তিনি বলেন, কাউকে গরিব করে আমরা কিছু অর্জন করতে চাই না। সবার জন্যই আমরা বাজেটটা করতে চাই।

সংসদের উদ্দেশে যাওয়ার সময় আজ বৃহস্পতিবার গুলশানের বাসা থেকে বেরিয়ে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি। বিকেলে জাতীয় সংসদে ২০২৩-২০২৪ অর্থবছরের বাজেট উপস্থাপন করবেন অর্থমন্ত্রী। এবারের বাজেটের আকার হতে পারে সাত লাখ ৬০ হাজার কোটি টাকা।

আ হ ম মুস্তফা কামাল, নতুন বছরের বাজেটে আমরা উইন উইন সিচুয়েশন চাই। একসময় আমিও গরীব ছিলাম। আমি জানি গরিব হওয়াটা কত কষ্টের।

অর্থমন্ত্রী বলেন, আমি নিজের জন্য বাজেট দিচ্ছি না। এ বাজেট দেশের মানুষের, যেখানে আপানারাও আছেন। আমি বিশ্বাস করি, আমার ভালো লাগলে আপনাদেরও ভালো লাগবে।

বিশ্বে এক রকম সংকটে রয়েছে অর্থনীতি। এমন পরিস্থিতিতে এ বাজেট কতটা উত্তরণে কাজ করবে জানতে চাইলে তিনি বলেন, এ মুহূর্তে বাজেটের কিছু বলা যাবে না। যখন যেটা পরিস্থিতি আসবে, সেটা সামাল দেওয়া হচ্ছে।

স্টকমার্কেটবিডি.কম///

ইমাম বাটনের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি ইমাম বাটন লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে ইমাম বাটন লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

কপারটেকের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি কপারটেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে আর্গুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড (এসিআরএসএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এসিআরএসএল।

স্টকমার্কেটবিডি.কম///

বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

২০২৩-২৪ অর্থবছরের বাজেটের আকার হতে পারে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা। এবার অর্থমন্ত্রীর বাজেট বক্তব্যের প্রতিপাদ্য ‘উন্নয়নের দেড় দশক : স্মার্ট বাংলাদেশের অভিমুখে’। প্রস্তাবিত বাজেট ২৬ জুন অনুমোদন হবে আর ১ জুলাই থেকে নতুন অর্থবছর শুরু হবে।

এবারের বাজেটের ঘাটতি ধরা হয়েছে ২ লাখ ৫৭ হাজার ৮৮৫ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকা; যা মোট জিডিপির ৫ দশমিক ২ শতাংশ।

আজ বৃহস্পতিবার বিকেল ৩টায় প্রস্তাবিত বাজেট পেশ করবেন অর্থমন্ত্রী। এতে স্মার্ট নাগরিক, স্মার্ট অর্থনীতি, স্মার্ট সরকার ও স্মার্ট সমাজ করার কথা তুলে ধরবেন তিনি।

এবারের বাজেটে যেসব পণ্যের দাম কমতে পারে—

যেসব পণ্যের দাম কমতে পারে

মাংস : এবারের বাজেটে মাংস ও মাংসজাত পণ্যকে নিত্যপণ্যের ক্যাটাগরিতে আনার প্রস্তাব আসতে পারে।

দেশীয় বৈদ্যুতিক এলইডি বাল্ব ও সুইচ-সকেট : দেশীয় উৎপাদনকে আরও উৎসাহিত করতে আমদানি শুল্ক ও সম্পূরক শুল্ক ২০-২৫ শতাংশ শুল্ক রয়েছে। বাজেটে ওই ১০-৫ শতাংশ কমানোর প্রস্তাব আসছে।

মিষ্টিজাতীয় পণ্য : মিষ্টির ওপর ভ্যাট ১৫ শতাংশ থেকে কমিয়ে সাড়ে ৭ শতাংশ করা হচ্ছে। এর সঙ্গে মিষ্টিজাতীয় আরও কিছু প্যাকেটজাত পণ্যেও ভ্যাট কমানো হচ্ছে।

অভিজাত বিদেশি পোশাক : আসন্ন বাজেটে অভিজাত বিদেশি কাপড় আমদানির ওপর শুল্ক কমানো বা অব্যাহতি দেওয়া হতে পারে।

ই-কমার্সের ডেলিভারি চার্জ : বর্তমানে ই-কমার্স প্রতিষ্ঠানগুলোকে তাদের বিক্রির ওপর ৫ শতাংশ হারে মূল্য সংযোজন কর (মূসক), ডেলিভারি চার্জের ওপর ১৫ শতাংশ হারে ভ্যাট, বাড়ি ভাড়ার ওপর ৫ শতাংশ হারে ভ্যাট প্রদান করতে হয়।

এ ছাড়া বাজেটে শুল্ক ছাড়ের কারণে স্থানীয় পর্যায়ে উৎপাদিত কৃষি যন্ত্রপাতি ও যন্ত্রপাতি তৈরির সরঞ্জামের দামও কমার সম্ভাবনা রয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

এসোসিয়েটেড অক্সিজেনের নতুন সিএস মোস্তাফিজুর রহমান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের নতুন কোম্পানি সচিব হিসাবে (সিএস) নিয়োগ পেয়েছেন মো: মোস্তাফিজুর রহমান। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোস্তাফিজুর রহমানকে নিয়োগ দেওয়া হয়েছে।

আগামী ৪ জুন থেকে এসোসিয়েটেড অক্সিজেন লিমিটেডের নতুন কোম্পানি সচিব হিসাবে দ্বায়িত্বপ্রাপ্ত হবেন।

স্টকমার্কেটবিডি.কম/এ

বিএসইসিতে বড় রদবদল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান ও কমিশনারদের দায়িত্বে ব্যাপক রদবদল হয়েছে। গতকাল বুধবার বিএসইসির সহকারী পরিচালক (প্রশাসন) মো: নিজাম উদ্দিন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ পদায়ন করা হয়।

চেয়ারম্যান এবং কমিশনারদের দপ্তর: নতুন অফিস আদেশ অনুযায়ী বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল ইসলাম দায়িত্বে থাকবেন- এডমিন অ্যান্ড ফাইন্যান্স বিভাগ, কমিশন’স সেক্রেটারীয়েট বিভাগ এবং ডেরিভেটিভ বিভাগ।

কমিশনার মো: আব্দুল হালিম দায়িত্বে থাকবেন- মার্কেট এবং মধ্যস্থতাকারী বিষয়ক বিভাগ, মার্কেট ইন্টেলিজেন্স এবং তদন্ত বিভাগ।

কমিশনার ড. শেখ শামসুদ্দিন আহমেদ দায়িত্বে থাকবেন- ইস্যুকারী কোম্পানি বিষয়ক বিভাগ, কর্পোরেট ফাইন্যান্স বিভাগ, আর্থিক সাক্ষরতা বিভাগের প্রধান এবং একাউন্টেট বিভাগ।

কমিশনার ড. মো: মিজানুর রহমান দায়িত্বে থাকবেন- ইনভেস্টমেন্ট ম্যানেজম্যান্ট বিভাগ, আর এ্যান্ড ডি বিভাগ, আইসিটি বিভাগ, অভ্যন্তরীণ নিরীক্ষা ও কমপ্লায়েন্স বিভাগ। কমিশনার ড. রুমানা ইসলাম দায়িত্বে থাকবেন- আইন বিভাগ এবং এনফোর্সমেন্ট ডিভিশন।

নির্বাহী পরিচালকদের দায়িত্ব: মো. হাসান মাহমুদ (কর্পোরেট ফাইন্যান্স), মো. আনোয়ারুল ইসলাম (মার্কেট অ্যান্ড ইন্টারমেডিরিজ অ্যাফেয়ার্স), মো. সাইফুর রহমান (ইস্যুয়ার কোম্পানি অ্যাফেয়ার্স), মো. আশরাফুল ইসলাম (আইসিটি), এটিএম তারিকুজ্জামান (ফাইন্যান্সিয়াল লিটারেসি), মো. মাহবুবুল আলম (অ্যাডমিন অ্যান্ড ফাইন্যান্স, কমিশনস সেক্রেটারিয়েট), মাহবুবের রহমান চৌধুরী (আইন), কামরুল আনাম খান (ইন্টার্নাল অডিট অ্যান্ড কমপ্লায়েন্স, চিফ অ্যাকাউন্ট্যান্ট বিভাগ), মোহাম্মদ রেজাউল করিম (ইনভেস্টমেন্ট ম্যানেজমেন্ট, ডেরিভেটিভস বিভাগ ও মুখপাত্র), মোহাম্মদ শফিউল আজম (আর অ্যান্ড ডি), রিপন কুমার দেব নাথ (মার্কেট ইন্টিলিজেন্স অ্যান্ড ইনভেস্টিগেশন), মীর মোশাররফ হোসাইন চৌধুরী (এনফোর্সমেন্ট)।

স্টকমার্কেটবিডি.কম///

বাটা সু’র ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত চামড়া শিল্প খাতের কোম্পানি বাটা সু লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ক্রেডিট রেটিং এজেন্সি অফ বাংলাদেশ লিমিটেড (সিআরএবি)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএএ’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-১’।

২০২২ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৯মে পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে সিআরএবি।

স্টকমার্কেটবিডি.কম///

নাভানা ফার্মার মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে নাভানা ফার্মাসিউটিক্যালস লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

প্রগতি লাইফের শেয়ার দর বাড়ার কোনো তথ্য নাই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেডের শেয়ারের দর বাড়ার কোনো কারণ নেই। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সাম্প্রতিক অস্বাভাবিক হারে শেয়ার দর বাড়ার কারণ জানতে চাইলে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কে কোনো ধরণের মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে কোম্পানিটি ।

শেয়ারটির অস্বাভাবিক দর বাড়ার পেছনে কারণ জানতে চেয়ে গত ডিএসই নোটিস পাঠায়। এর জবাবে প্রগতি লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড জানায়, কোনো রকম মূল্য সংবেদনশীল তথ্য ছাড়াই শেয়ারটির দর বাড়ছে।

স্টকমার্কেটবিডি.কম/এম

সোনালী আঁশের বোর্ড সভা আহবান 

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত পাট শিল্প খাতের কোম্পানি সোনালী আঁশে লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৫ জুন আহবান করা হয়েছে ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির ৩১ মার্চ ২০২৩ সালের তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা ৪:৩০ টায় রাজধানীতে কোম্পানিটির নিজস্ব অফিসে অনুষ্ঠিত এ সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম////