সৌ‌দির স‌ঙ্গে বাণিজ্য-বিনিয়োগ বৃদ্ধির আহ্বান ডেপুটি স্পিকারের

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সৌদি আরবের সঙ্গে বাংলাদেশের দ্বিপাক্ষিক সম্পর্ক বৃদ্ধির পাশাপাশি ব্যবসা বাণিজ্য ও বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানিয়েছেন জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শামসুল হক।

বুধবার (২০ সেপ্টেম্বর) রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসে এক মতবিনিময় সভায় এ আহ্বান জানান তিনি।

ডেপুটি স্পিকার বাংলাদেশ দূতাবাসের বঙ্গবন্ধু চত্বরে প্রবাসীদের সেবা প্রদান পরিদর্শন করেন ও সেবা নিতে আসা প্রবাসীদের সঙ্গে কুশল বিনিময় করেন। এছাড়া তিনি পাসপোর্ট উইং-এর সেবা প্রদান প্রত্যক্ষ করেন এবং দূতাবাসে স্থাপিত বঙ্গবন্ধু কর্নার পরিদর্শন করেন।

শামসুল হক রিয়াদস্থ বাংলাদেশ দূতাবাসের সার্বিক ব্যবস্থাপনা ও সেবা প্রদান পদ্ধতি পরিদর্শন করে সন্তোষ প্রকাশ করেন। তিনি রাষ্ট্রদূত ও দূতাবাসের সব কর্মকর্তাদের আন্তরিক ধন্যবাদ জানান।

এসময় শামসুল হক রেমিট্যান্স যোদ্ধা প্রবাসীদের সার্বিক সুখ শান্তি কামনা করেন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়ার প্রত্যয়ে প্রবাসীদের অবদান কৃতজ্ঞচিত্তে স্মরণ করেন।

স্টকমার্কেটবিডি.কম////

বিনিয়োগ পরিবেশ উন্নত করতে বলল যুক্তরাষ্ট্র

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশকে বিনিয়োগ পরিবেশ আরও উন্নত করতে বলেছে যুক্তরাষ্ট্র। এ দেশে ব্যবসা করা মার্কিন কোম্পানিগুলো যাতে তাদের মুনাফা দ্রুত ফেরত নিতে পারে সে বিষয়ে সরকারকে তাগিদ দিয়েছে। এ ছাড়া শ্রমিকদের যাপিত জীবনের মানোন্নয়নে বেতন-ভাতা বাড়িয়ে একটি নতুন ওয়েজবোর্ড ঘোষণা করার জন্যও সরকারকে তাগিদ দিয়েছে দেশটির বাণিজ্য দফতরের প্রতিনিধি।

গতকাল ঢাকায় অনুষ্ঠিত দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ বিষয়ে আলোচনার জন্য গঠিত সহায়তা ফোরাম টিকফার বৈঠকে এসব বিষয়ে তাগিদ দেয় যুক্তরাষ্ট্র। বিপরীতে যুক্তরাষ্ট্রে তৈরি পোশাক রপ্তানিতে শুল্ক সুবিধা, যুক্তরাষ্ট্রের উন্নয়ন তহবিল থেকে অনুদান পাওয়ার জন্য বাংলাদেশের নাম তালিকাভুক্তিকরণ, এনার্জি খাত ছাড়াও বাংলাদেশের ম্যানুফ্যাকচারিং ও শিল্প খাতে যুক্তরাষ্ট্রের নতুন বিনিয়োগ এবং এলডিসি উত্তরণে ডব্লিউটিওর সুবিধা অব্যাহত রাখতে মার্কিন সমর্থন চেয়েছে বাংলাদেশ।

এবারের বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ, অন্যদিকে যুক্তরাষ্ট্রের পক্ষে নেতৃত্ব দেন দেশটির বাণিজ্য দফতর ইউএসটিআর-এর দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী ক্রিস্টোফার উইলস।

বৈঠকে উপস্থিত সূত্রগুলো জানায়, যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে এবার বিনিয়োগ পরিবেশ উন্নতকরণের পাশাপাশি শ্রম ও মেধাস্বত্ব ইস্যুতে জোর দেওয়া হয়েছে। বেশ কয়েকটি মার্কিন কোম্পানি, যারা এ দেশে বিনিয়োগ করেছে-তারা তাদের মুনাফা ফেরত নিতে পারছে না বলে অভিযোগ করেছে ইউএসটিআর প্রতিনিধিরা। তারা বলেছে, মার্কিন কোম্পানিগুলো যেন মুনাফা দ্রুত ফেরত নিতে পারে সে বিষয়ে বিনিয়োগ কর্তৃপক্ষের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত। এ ছাড়া ব্যবসা-বাণিজ্যে মেধাস্বত্ব ও পেটেন্ট আইন কার্যকর করার বিষয়েও চাপ দিয়েছে যুক্তরাষ্ট্র।

স্টকমার্কেটবিডি.কম////

গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদন বাড়াবে ফার্মা এইডস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ফার্মা এইডসের পরিচালনা বোর্ড গ্লাস অ্যাম্পুলের টোল উৎপাদনের জন্য একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির সাথে চুক্তি করার সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, বর্তমানে গ্লাস অ্যাম্পুলের চাহিদা কোম্পানির উৎপাদন ক্ষমতার চেয়ে বেশি। একারণে গ্লাস অ্যাম্পুলের বাড়তি চাহিদা মেটাতে উৎপাদন বাড়াতে চায় কোম্পানিটি। এজন্য একটি প্রাইভেট কোম্পানির সাথে চুক্তির সিদ্ধান্ত নিয়েছে।

আগামী ১ অক্টোবর থেকে ২০২৪ সালের ৩১ মার্চ পর্যন্ত পরীক্ষামূলক সময়ের জন্য এই চুক্তি কার্যকর হবে। ফলাফল সন্তোষজনক হলে চুক্তির মেয়াদ বাড়ানো হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম////

এডিএন টেলিকমের জমি ক্রয়ের সিদ্ধান্ত

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি খাতের কোম্পানি এডিএন টেলিকমের পরিচালনা বোর্ড জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির পরিচালনা বোর্ড গাজীপুর সদরের ২৯ নং কোয়ের মৌজায় ২৩৫ ডেসিমেল জমি ক্রয়ের সিদ্ধান্ত অনুমোদন করেছে।

এই জমি ক্রয়ে কোম্পানিটির ২ কোটি ৩০ লাখ ১১ হাজার টাকা ব্যয় হবে। নিবন্ধনের খরচ এবং প্রয়োজনীয় অনুমোদন সাপেক্ষে অন্যান্য খরচ বাদে এই অর্থ ব্যয় হবে। কোম্পানির ভবিষ্যতে ব্যবসা সম্প্রসারণের উদ্দেশ্যে এই জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে।

স্টকমার্কেটবিডি.কম///

বন্ড ইস্যু করবে এবি ব্যাংক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের প্রতিষ্ঠান এবি ব্যাংকের পরিচালনা বোর্ড ৫০০ কোটি টাকার সাব-অর্ডিনেটেড বন্ড ইস্যুর সিদ্ধান্ত নিয়েছে।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ব্যাংকটি টিয়ার-২ শর্তপূরণে বন্ড ইস্যু করবে। বন্ডের নাম হবে ”এবি ব্যাংক সাব-অর্ডিনেটেড বন্ড-ভি”।

এবি ব্যাংক শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ও বাংলাদেশ ব্যাংকের সম্মতি নিয়ে বন্ড ইস্যু করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম////

ভর্তুকি কমাতে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভর্তুকি কমাতে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধির প্রস্তাব করেছে বিদ্যুৎ বিভাগ। তারা বলেছে, জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে বিদ্যুৎ খাতের ভর্তুকি কমাতে বিদ্যুতের পাইকারি ও খুচরা মূল্য বৃদ্ধি করা প্রয়োজন। পাইকারি মূল্য ইউনিটপ্রতি এক টাকা বাড়ানো হলে বছরে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি কমে আসবে।

বুধবার (২০ সেপ্টেম্বর) জাতীয় সংসদ ভবনে জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির বৈঠকে উত্থাপিত প্রতিবেদনে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

একই বৈঠকে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের (বিপিসি) অন্য এক প্রতিবেদনে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারে মূল্যবৃদ্ধি ও এলসি খোলার জটিলতায় জ্বালানি তেলের মূল্য পরিশোধে দেরি হচ্ছে। এতে বাড়ছে বকেয়ার পরিমাণ। এ অবস্থা চলতে থাকলে দেশের চাহিদা অনুযায়ী জ্বালানি তেল আমদানি বিলম্বিত হওয়ার শঙ্কা রয়েছে।

বিদ্যুৎ বিভাগের প্রতিবেদনে বলা হয়েছে, বিদ্যুৎ খাতে গ্যাসের স্বল্পতা, আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেল ও কয়লার মূল্যবৃদ্ধি এবং ডলারের বিপরীতে টাকার অবমূল্যায়ন হওয়ায়, আইপিপি ও রেন্টাল বিদ্যুৎকেন্দ্র থেকে ক্রয়-বিক্রয়ের পার্থক্য বাবদ চলতি অর্থবছরে ৩৫ থেকে ৩৭ হাজার কোটি টাকা সম্ভাব্য ভর্তুকি বাবদ প্রয়োজন হবে।

স্টকমার্কেটবিডি.কম////

মনোস্পুল পেপারের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ এবং মুদ্রণ শিল্প খাতের কোম্পানি বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেডের দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘বিবিবি’। আর স্বল্পমেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআরএল)।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং চলতি বছরের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআরএল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু