আন্তঃনগর ট্রেনে যুক্ত হলো পণ্যবাহী নতুন লাগেজ ভ্যান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ রেলওয়ের আন্তঃনগর ট্রেনে আনুষ্ঠানিকভাবে যুক্ত হতে যাচ্ছে নতুন লাগেজ ভ্যান। রেলের আয় বাড়ানোর উদ্দেশ্যে নিয়ে চীন থেকে ১২৫টি রেফ্রিজারেটর ও নন-রেফ্রিজারেটর লাগেজ ভ্যান কিনেছে রেলওয়ে কর্তৃপক্ষ।

প্রাথমিকভাবে ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যের ১৬টি ট্রেনে ১৬টি লাগেজ ভ্যান যুক্ত করা হবে।

রবিবার (২৪ সেপ্টেম্বর) সকাল ১০টায় দেশের প্রধান ঢাকা রেলওয়ে স্টেশনে প্রান্তিক জনগোষ্ঠীর উৎপাদিত কৃষিপণ্য ও অন্যান্য মালামাল পরিবহনের সুবিধার্থে আন্তঃনগর ট্রেনে আধুনিক লাগেজ ভ্যান সংযোজনের শুভ উদ্বোধন করেন রেলপথ মন্ত্রী মো. নূরুল ইসলাম সুজন।

রেলওয়ের তথ্যমতে লাগেজ ভ্যান সুবিধা পাওয়া ১৭ ট্রেনে।

স্টকমার্কেটবিডি.কম/

ইমাম বাটন ইন্ডাস্ট্রিজের নতুন সিএস জামিল হোসেন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি ইমাম বাটন ইন্ডাস্ট্রিজ লিমিটেডের ভারপ্রাপ্ত নতুন কোম্পানি সেক্রেটারি (সিএস) নিয়োগ পেয়েছেন মোঃ জামিল হোসেন। ডিএসই সূত্রে এসব তথ্য জানা যায়।

সূত্র জানায়, সম্প্রতি অনুষ্ঠিত এক বোর্ড সভায় কোম্পানিটির নতুন সিএস হিসাবে মোঃ জামিল হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে।

আজ ২৪ সেপ্টেম্বর হতে এই নতুন সচিব কোম্পানিটির দ্বায়িত্ব পালন করবেন।

স্টকমার্কেটবিডি.কম////

ওয়ালটনের নতুন চমক সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের ফ্রিজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

স্থানীয় বাজারে দেশের সুপারব্র্যান্ড ওয়ালটনের নতুন চমক হচ্ছে এক দরজা বিশিষ্ট সিঙ্গেল ডোরের অলরাউন্ডার মডেলের রেফ্রিজারেটর। ছোট পরিবার থেকে শুরু করে ব্যাচেলর, ফার্মেসি, হাসপাতাল, হোটেল, রিসোর্ট, রেস্টুরেন্ট, দোকনে ব্যবহার উপযোগি ওয়ালটনের এই মডেলের রেফ্রিজারেটর।

গাজীপুরের চন্দ্রায় ওয়ালটন হেডকোয়ার্টার্সে অত্যাধুনিক রেফ্রিজারেটর ম্যানুফ্যাকচারিং প্ল্যান্টে তৈরি করা হচ্ছে ৫০ লিটার থেকে ২২৫ লিটার পর্যন্ত বিভিন্ন ধারণক্ষমতার সিঙ্গেল ডোর ফ্রিজ। অন্যান্য মডেলের তুলনায় এই ফ্রিজের ব্যবহারযোগ্য জায়গা অনেক বেশি। এই ফ্রিজে নরমাল অংশ রয়েছে ৯০ শতাংশ এবং ডিপ অংশ ১০ শতাংশ। একই সাইজের রেগুলার ফ্রিজের তুলনায় ওয়ালটনের এই ফ্রিজ ৩০ শতাংশ বেশি বিদ্যুৎ সাশ্রয়ী।

ওয়ালটন রেফ্রিজারেটরের চিফ বিজনেস অফিসার তোফায়েল আহমেদ জানান, দক্ষিণ এশিয়ার দেশগুলোতে সিঙ্গেল ডোর ফ্রিজের মার্কেট শেয়ার প্রায় ৭৫ শতাংশ। এ প্রেক্ষিতে এই অঞ্চলের বাজারে ব্যাপক পরিমান সিঙ্গেল ডোর ফ্রিজ রপ্তানি করেছে ওয়ালটন। এটিকে বলা চলে ওয়ালটনের সর্বোচ্চ রপ্তানিকৃত ফ্রিজের মডেল। তার প্রত্যাশা- স্থানীয় বাজারেও ক্রেতাদের কাছে হট কেকে পরিণত হবে ওয়ালটন সিঙ্গেল ডোর ফ্রিজ।

ওয়ালটন ফ্রিজের রিসার্চ অ্যান্ড ইনোভেশন বিভাগের প্রধান আজমল ফেরদৌস বাপ্পী জানান, সিঙ্গেল ডোর ফ্রিজে ব্যবহার করা হচ্ছে ‘সিলভার ক্লিন++’ প্রযুক্তি। যা ফ্রিজের খাবারে ক্ষতিকর ব্যাকটেরিয়া অনুপ্রবেশ স্বয়ংক্রিয়ভাবে প্রতিরোধ করে। এই ফ্রিজের কম্প্রেসারে ব্যবহার করা হচ্ছে সম্পূর্ণ পরিবেশবান্ধব জ৬০০ধ রেফ্রিজারেন্ট ও অপটিমাইজড কুলিং সার্কিট। ফলে এতে বিদ্যুৎ সাশ্রয় হয় ব্যাপক।

বাজারে বর্তমানে ওয়ালটনের রয়েছে ৪টিরও বেশি বৈচিত্র্যময় ডিজাইনের ১০টির অধিক মডেলের সিঙ্গেল ডোর ফ্রিজ। এসব ফ্রিজের দাম পড়বে ১৪ হাজার ৯৯০ টাকা থেকে ৩০ হাজার টাকার মধ্যে। ১ বছরের রিপ্লেসমেন্ট ওয়ারেন্টিসহ এই ফ্রিজের কম্প্রেসারে ১২ বছরের গ্যারান্টি সুবিধা পাচ্ছেন ক্রেতারা। আইএসও সনদপ্রাপ্ত সার্ভিস ম্যানেজমেন্টর আওতায় ওয়ালটন ফ্রিজের গ্রাহকরা দেশব্যাপী ৮৩টি সার্ভিস সেন্টার থেকে দ্রুত সর্বোত্তম বিক্রয়োত্তর সেবা পাচ্ছেন।

স্টকমার্কেটবিডি.কম////

কারখানায় আরো ১৫০ কোটি টাকা বিনিয়োগ করবে বিএটিবিসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি বৃটিশ আমেরিকান ট্যোবাকো বাংলাদেশ কোম্পানি (বিএটিবিসি) লিমিটেডের পরিচালনা বোর্ড সাভারের কারখানায় আরো ১৫০ কোটি টাকা বিনিয়োগ করার সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সম্প্রতি এক বোর্ড সভায় কোম্পানিটির এই বিনিয়োগ সিদ্ধান্ত অনুমোদন দেয় পরিচালকরা। এই অর্থ দিয়ে কোম্পানিটির কারখানার স্বক্ষমতা ও শ্রমিকদের সুযোগ সুবিধা বৃদ্ধি করা হবে।

এই খাতে মোট ব্যয় ধরা হয়েছে আনুমানিক ১৫০ কোটি টাকা। নিজেদের তহবিল ছাড়াও ব্যাংক হতে এই অর্থ সংগ্রহ করা হবে।

নতুন এই বিনিয়োগ সম্পন্ন হলে কোম্পানিটির ব্যবসা ও মুনাফা বাড়বে বলে দাবি করছেন কোম্পানিটির পরিচালনা বোর্ড।

২০২২ সালের প্রথম দিকে কোম্পানিটির এই কারখানায় ৫৭৪ কোটি টাকা বিনিয়োগ করেছিল। যা সে বছর ২২ মার্চ ডিএসইতে জানানো হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/বি

নারায়নগঞ্জে ৬৭ ডেসিমল জমি কিনবে অলিম্পিক

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও সহযােগী শিল্প খাতের কোম্পানি অলিম্পিক ইন্ডাস্ট্রিজ লিমিটেড নারায়নগঞ্জ জেলায় কারখানা সংলগ্ন মোট ৬৭ ডেসিমল জমি ক্রয় করবে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সম্প্রতি কোম্পানির পরিচালনা বোর্ডের সভায় জমি ক্রয়ের সিদ্ধান্তটি নেয়া হয়েছে।

ডিএসই জানিয়েছে, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ নারায়নগঞ্জে সোনারগাওয়ে লোলাতি নামক স্থানে ৩৭ ডেসিমল জমি কিনবে। যার মূল্য ২ কোটি ৯২ লাখ ৫০ হাজার টাকা। জমিটির রেজিস্ট্রেশন খরচ ধরা হয়েছে ১৩ লাখ ৪১ হাজার টাকা।

একই স্থানে আরেক দাগে আরো ৩০ ডেসিমল জমি ক্রয়ের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। এই জমিটির রেজিস্ট্রেশন খরচসহ দাম ধরা হয়েছে ১ কোটি ৫৮ লাখ ৬৭ হাজার টাকা।

স্টকমার্কেটবিডি.কম///

দেশ জেনারেল ইন্স্যুরেন্সের মূল্য সংবেদনশীল তথ্য নেই

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের প্রতিষ্ঠান দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের শেয়ার দর অস্বাভাবিকভাবে বাড়ার কোনো ধরণের মূল্য সংবেদনশীল অপ্রকাশিত তথ্য নেই। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা যায়।

সম্প্রতি শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

গত ১০ সেপ্টেম্বর এই শেয়ারটির দাম ছিল ৩২.৮০ টাকা। গত ২১ সেপ্টেম্বর এই শেয়ারটির দর বেড়ে ৪০.৯০ টাকা দাঁড়িয়েছে।

প্রতিষ্ঠানটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। তবে দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় দেশ জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, দর বৃদ্ধির পেছনে মূল্যসংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম////

ইনটেক লিমিটেডের ২০২২ সালের বোর্ড সভা ১ অক্টোবর

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আইটি শিল্প খাতের কোম্পানি ইনটেক লিমিটেডের ২০২২ সালের বাৎসরিক বোর্ড সভা আগামী ১ অক্টোবর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন সন্ধ্যা ৬টায় রাজধানীর পল্টনে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩০ জুন শেষ হওয়া ২০২২ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু

মিরাকল ইন্ডাস্ট্রিজের তিন বছরের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি মিরাকল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের তিন বছরের বাৎসরিক বোর্ড সভা আগামী ২৫ সেপ্টেম্বর আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, সেদিন বেলা ৩টায় রাজধানীর তেজগাঁয়ে কোম্পানিটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ২০২১, ২০২২ ও ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ সভায় কোম্পানিটি বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা করা হবে। এছাড়া রেকর্ড ডেট ও এজিএমের দিন ঘোষণা করা হবে।

সর্বশেষ ২০২০ সালে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ প্রদান করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/রাজু