বাংলাদেশের শ্রম খাতের অগ্রগতি যুক্তরাষ্ট্রকে জানানো হবে : বাণিজ্য সচিব

বাণিজ্যসচিব তপন কান্তি ঘোষ।

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশের শ্রম খাতে উন্নয়নের অগ্রগতি নিয়ে খুব দ্রুতই যুক্তরাষ্ট্রকে অবহিত করবে সরকার।

সোমবার স্টেক হোল্ডারদের সঙ্গে এক সভা শেষে বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব তপন কান্তি ঘোষ সাংবাদিকদের এ কথা জানান।

শ্রম খাত নিয়ে বাংলাদেশের গৃহীত জাতীয় কর্মপরিকল্পনায় যে ঘাটতি আছে সভায় সেগুলো মূল্যায়ন করা হয়।

বাণিজ্য সচিব বলেন, প্রচলিত আইনে একটি কারখানায় কমপক্ষে ২০ শতাংশ শ্রমিক ট্রেড ইউনিয়ন চাইলে তার অনুমোদন দেয়া হতো।

যুক্তরাষ্ট্র বলেছে, ১০ শতাংশ শ্রমিকের আগ্রহ থাকলেই ট্রেড ইউনিয়নের সুযোগ দিতে হবে। সংশোধিত আইনে ১৫ শতাংশ শ্রমিকের মতামতের ভিত্তিতে ট্রেড ইউনিয়নের সুযোগ দেয়া হয়েছে। এছাড়া বেপজার কারখানায় ট্রেড ওয়েলফেয়ার এসোসিয়েশন করার যে বিধি আছে, যুক্তরাষ্ট্র তা পরিবর্তন করে সরাসরি ট্রেড ইউনিয়ন করার বিধান রাখতে বলেছে। সুবিধাভোগীদের মতামত নিয়ে এ বিষয়ে সিদ্ধান্ত দেয়া হবে বলেও জানান বাণিজ্য সচিব।

সভায় উপস্থিত ছিলেন শ্রম সচিব মো. এহছানে এলাহী, এফবিসিসিআই সভাপতি মাহবুবুল আলম, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, বিকেএমইএ’র ভারপ্রাপ্ত সভাপতি মো. হাতেম প্রমুখ।

তপন কান্তি ঘোষ আরও বলেন, কারও দয়ায় নয়, পণ্যের গুণগত মান, আন্তর্জাতিক চাহিদা ও শ্রমিক অধিকার রক্ষা করেই তৈরি পোশাক রফতানি করছে বাংলাদেশ।

ইউরোপীয় ইউনিয়নের দ্বিবার্ষিক মূল্যায়ন রিপোর্টে অনুযায়ী বাংলাদেশের শ্রম আইনে ও শ্রম অধিকারের বিষয়গুলো বেশ কিছু পালন হয়েছে। তবে তারা চায় আরও অগ্রগতি হউক।

স্টকমার্কেটবিডি.কম////

হামিদ ফেব্রিকসের এজিএমের সময় পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি হামিদ ফেব্রিকস লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) সময় পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএমটি সকাল ১১টার পরিবর্তে বেলা ৩:৩০টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের সময়টি অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

আগামী ২৮ ডিসেম্বর এই এজিএমটি তারিখ নির্ধারণ করা হয়েছে, যা অপরিবর্তিত থাকবে। কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় পরিবর্তন হয়নি।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ভোক্তা ঋণের সুদ সাড়ে ১১ শতাংশ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

চলতি মাসে ভোক্তা ঋণের সুদহার হবে প্রায় সাড়ে ১১ শতাংশ। প্রতি মাসের শুরুতে ‘স্মার্ট’ তথা সিক্স মান্থ মুভিং এভারেজ রেট অব ট্রেজারি বিলের হার জানিয়ে দিচ্ছে বাংলাদেশ ব্যাংক।

সর্বশেষ নভেম্বরে স্মার্ট রেট বেড়ে দাঁড়ায় ৭ দশমিক ৭২ শতাংশে। বাংলাদেশ ব্যাংকের নিয়ম অনুযায়ী, অক্টোবরে ‘স্মার্ট’ হারের সঙ্গে এখন সর্বোচ্চ ৩ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন বা সুদ যোগ করে ডিসেম্বরে ঋণ দিতে পারবে ব্যাংক।
অন্যদিকে ৫ দশমিক ৭৫ শতাংশ হারে মার্জিন যোগ করতে পারে ব্যাংকবহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানগুলো। অবশ্য একবার সুদহার কার্যকর করা হলে পরবর্তী ছয় মাসে তা আর পরিবর্তন করা যায় না।

নিয়ন্ত্রণহীন মূল্যস্ফীতি সামাল দিতে ধারাবাহিক ঋণের সুদহার বাড়াচ্ছে কেন্দ্রীয় ব্যাংক। ফলে চলতি বছরের আগস্ট, সেপ্টেম্বর, অক্টোবর ও নভেম্বরের পর ডিসেম্বর মাসেও বাড়ছে ব্যাংক ঋণের সুদহার।

স্টকমার্কেটবিডি.কম//