রাজস্ব আহরণ বাড়াতে পূর্ণাঙ্গ অটোমেশন চায় ডিসিসিআই

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সরকারের রাজস্ব আহরণ বাড়াতে পূর্ণাঙ্গ অটোমেশনের বিকল্প নেই। রাজস্ব প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা সম্ভব হলে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের হয়রানিও কমবে। সেই সঙ্গে করজাল আরও সম্প্রসারণ হবে।

গতকাল শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘আয়কর আইন ২০২৩ : করপোরেট করের চ্যালেঞ্জ ও সম্ভাবনা’ শীর্ষক কর্মশালায় বক্তারা এ কথা বলেন।

ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, অনুষ্ঠানের সূচনা বক্তব্যে ঢাকা চেম্বার সভাপতি আশরাফ আহমেদ বলেন, দেশের মোট জনগোষ্ঠীর অনুপাতে করদাতার হার অত্যন্ত কম। ১৭ কোটি মানুষের দেশে মাত্র ৪০ লাখ মানুষ কর প্রদান করে থাকে, যা মোটেও কাম্য নয়।

ডিসিসিআই সভাপতি বলেন, বিদ্যমান রাজস্ব প্রদান প্রক্রিয়া সম্পূর্ণ অটোমেশনের আওতায় আনা গেলে ব্যবসায়ীদের পাশাপাশি ব্যক্তিশ্রেণির করদাতাদের হয়রানি কমবে। সেই সঙ্গে সম্ভাবনাময় নতুন করদাতাদের এ প্রক্রিয়ায় সম্পৃক্তকরণের মাধ্যমে করজাল আরও সম্প্রসারিত হবে।

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) যুগ্ম কমিশনার ওয়াকিল আহমেদ বলেন, ২০২৩ সালে প্রায় ৪ লাখের বেশি করদাতা ই-টিআইএন সার্ভিস ব্যবহারের মাধ্যমে কর প্রদান করেছেন। এর আগের বছর এ সংখ্যা ছিল ২ লাখ ৫০ হাজার। অটোমেশন প্রক্রিয়া করবান্ধব পরিবেশ সৃষ্টি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

এনবিআরের যুগ্ম কমিশনার মুরাদ আহমেদ ব্যবসায়ীদের ই-টিডিএস ব্যবস্থা আরও বেশি হারে ব্যবহারে এগিয়ে আসার আহ্বান জানান। কর্মশালায় প্রবন্ধ উপস্থাপন করেন ডিসিসিআইর কাস্টমস, ভ্যাট অ্যান্ড ট্যাক্সেশন স্ট্যান্ডিং কমিটির উপদেষ্টা স্নেহাশীষ বড়ুয়া। আরও বক্তব্য দেন এনবিআরের দ্বিতীয় সচিব (ট্যাক্স এডুকেশন) বাপন চন্দ্র দাস।

স্টকমার্কেটবিডি.কম/////

২০২৩ সালে ওমরাহ পালনের রেকর্ড

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০২৩ সালে রেকর্ডসংখ্যক দেশি-বিদেশি মুসলিম পবিত্র ওমরাহ পালন করেছেন। গত বছর ওমরাহ মৌসুমে ১৩ কোটি ৫৫ লাখের বেশিসংখ্যক ওমরাহ পালন করেন।

সৌদি আরবের হজ ও ওমরাহবিষয়ক মন্ত্রী ড. তাওফিক আল-রাবিয়াহ জেদ্দায় অনুষ্ঠিত আন্তর্জাতিক হজ ও ওমরাহ সম্মেলনে এ তথ্য জানান।

ড. তাওফিক আল-রাবিয়াহ বলেন, ২০১৯ সালে বিভিন্ন দেশ থেকে সর্বোচ্চসংখ্যক ওমরাহযাত্রী সৌদি আরবে এসেছিলেন। এর সংখ্যা ছিল, ৮.৫ মিলিয়ন। আর ২০২৩ সালে এই সংখ্যা বৃদ্ধি পেয়ে ১৩ কোটি ৫৫ লাখে গিয়ে পৌঁছে। সেই হিসাবে গত বছরের ওমরাহ মৌসুমে অংশগ্রহণের পরিমাণ ৫৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

তিনি আরও জানান, পবিত্র স্থানগুলোর উন্নয়নে ১.৩ বিলিয়ন ডলারের বেশি মূল্যের প্রকল্প গ্রহণ করা হয়েছে। যার মাধ্যমে অবকাঠামোর উল্লেখযোগ্য উন্নয়ন হয়েছে। এর মধ্যে গরমের মৌসুমে মুসল্লিদের জন্য দেড় লাখ নতুন এসি ইউনিট, ১৪ হাজারের বেশি বিশ্রামাগার ও বাথরুমযুক্ত করা হয়।

তাওফিক আল-রাবিয়াহ বলেন, কোনো এজেন্সি বা দূতাবাসের সহযোগিতা ছাড়াই হজ ও ওমরাহযাত্রীদের ভিসা ইস্যু, বুকিংসহ প্রয়োজনীয় সব সেবা দিতে নুসুক অ্যাপ চালু করা হয়। গত বছর বিশ্বের ৬৭টি দেশের হজযাত্রীরা তা ব্যবহার করেন, বিশেষত হজ মিশন না থাকা দেশগুলোর বাসিন্দারা নুসুক অ্যাপের মাধ্যমে সরাসরি হজবিষয়ক সেবা লাভ করছেন। ২০২৪ সালে বিশ্বের ১২৬টি দেশের বাসিন্দারা অ্যাপটি ব্যবহার করতে পারবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৩ লাখ শেয়ার বিক্রি করবে বারাকা পাওয়ার

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি খাতের কোম্পানি বারাকা পাওয়ার লিমিটেডের এক করপােরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

ফিউশন হোল্ডিং লিমিটেড নামে এক করপোরেট পরিচালক ৩ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। এই পরিচালকের হাতে মোট ১ কোটি ৯৭ লাখ ৮৭ হাজার ৯৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক ও ব্লক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

৩ কোম্পানির বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিভিন্ন খাতের ৩টি কোম্পানির চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানি ৩টি হলো – মিথুন নিটিং, তাল্লু স্পিনিং ও বঙ্গজ ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এদিন বেলা সাড়ে ৩ টা হতে সাড়ে ৪ টায় নিজস্ব কার্যালয়ে এই বোর্ড সভা করবে কোম্পানিগুলো।

এই বোর্ড সভায় কোম্পানিগুলোর প্রথম প্রান্তিকের আর্থিক তথ্য বিনিয়োগকারীদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

ওয়ালটন হাইটেকের দেড় লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিজ পিএলসির এক পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এসএম আশরাফুল আলম নামে কোম্পানিটির এক উদ্দ্যোক্তা পরিচালক দেড় ১ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। তার হাতে মোট ৬ কোটি ৫৮ লাখ ৫৫ হাজার ১১১টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিন সাইন টেক্সটাইলের এজিএমের দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি রিন সাইন টেক্সটাইল লিমিটেডের আসন্ন বার্ষিক সাধারণ সভার (এজিএম) দিন পরিবর্তন করা হযেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

কোম্পানিটির আসন্ন এজিএম আগামী ৬ মার্চ বেলা সাড়ে ১০ টায় অনুষ্ঠিত হবে। কোম্পানিটির পরিচালনা বোর্ডের সভায় এই এজিএমের দিন অনিবার্যকারণ কারণ:বশত পরিবর্তন করা হয়।

এর আগে এই এজিএম তারিখ নির্ধারণ করা হয় ২০ জানুয়ারি । তবে কোম্পানিটির এই এজিএম সংক্রান্ত অন্যান্য বিষয় অপরিবর্তিত থাকবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

২১.৮ কিমি দীর্ঘ সেতুর নির্মাণ ব্যয় ১৮ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মহারাষ্ট্রে সমুদ্রের ওপর ২১ দশমিক ৮ কিলোমিটার দীর্ঘ সেতু নির্মাণ করেছে ভারত। যা দেশটির সবচেয়ে বড় সেতু। গতকাল শুক্রবার ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এর উদ্বোধন করেন।

সেতুটির নাম মুম্বাই ট্রান্স হারবার লিংক (এমটিএইচএল), যা দেশটির সাবেক প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর নামে ‘অটল বিহারী বাজপেয়ী সেউরি নব সেবা অটল সেতু’ নামকরণ করা হয়েছে।

১৯৬৩ সাল থেকে এই সেতু নির্মাণের পরিকল্পনা ছিল। তবে বিভিন্ন কারণে তা পিছিয়ে যায়। অবশেষে ২০১৬ সালের ডিসেম্বর মাসে সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন করেন মোদি। করোনা মহামারিকালে সেতুর কাজ কিছুটা স্তিমিত থাকলেও পরবর্তীতে দ্রুত এর কাজ এগুতে থাকে।

জাপানি প্রযুক্তির সহায়তায় সেতুটি তৈরিতে ব্যয় হয়েছে প্রায় ১৭ হাজার ৮৪৩ কোটি রুপি। তবে মুম্বাই মেট্রোপলিটন রিজিওন ডেভেলপমেন্ট অথরিটির (এমএমআরডিএ) মেট্রোপলিটন কমিশনার সঞ্জয় মুখার্জী দ্য হিন্দুকে জানান, সবমিলিয়ে এই প্রকল্প সম্পাদনে ব্যয় হয়েছে প্রায় ২০ হাজার কোটি রুপি।

৬ লেনের সেতুটি মুম্বাইয়ের সঙ্গে নব মুম্বাইয়ের সংযোগ স্থাপন করেছে। সেতুটির ১৬ দশমিক ৫ কিলোমিটার অংশ সমুদ্রের ওপর দিয়ে গেছে।

দ্য হিন্দু জানায়, আগে মুম্বাই থেকে নব মুম্বাইয়ে ৪২ কিলোমিটার সড়কপথ ঘুরে যেতে হতো। তখন সময় লাগতো প্রায় দুই ঘণ্টা। এই সেতু হওয়ার ফলে এখন ২০ মিনিটেই এ দূরত্ব পাড়ি দেওয়া যাবে।

সেতু কর্তৃপক্ষ জানায়, এই সেতুর ওপর ওয়ান-ওয়ের টোল ২৫০ রুপি। গাড়ির সর্বোচ্চ গতিসীমা ঘণ্টায় ১০০ কিলোমিটার। এতে মোটরসাইকেল, রিকশা, অটোরিকশা ও ট্রাক্টর চলবে না।

শনিবার সেতুটি যান চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। কর্তৃপক্ষের আশা, এ সেতু দিয়ে প্রতিদিন ৭০ হাজারের বেশি যান চলাচল করবে।

স্টকমার্কেটবিডি.কম/////