বাংলালিংকের আয় ও ফোর–জি গ্রাহক বেড়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক :

মোবাইল অপারেটর প্রতিষ্ঠান বাংলালিংকের বার্ষিক আয় আগের বছরের চেয়ে ১৪ দশমিক ৪ শতাংশ বেড়েছে। একই সঙ্গে প্রতিষ্ঠানটির ফোর–জি গ্রাহকও বেড়েছে সাড়ে ২৪ শতাংশ।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বাংলালিংক এসব তথ্য জানিয়েছে। বাংলালিংক বলছে, তাদের বার্ষিক আয় বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ১৫০ কোটি টাকায়। প্রতিষ্ঠানটি তাদের এই আয় বৃদ্ধির কারণ হিসেবে বলছে ফোর–জি গ্রাহক সংখ্যার উল্লেখযোগ্য বৃদ্ধি। তাদের ফোর–জি গ্রাহক ২৪ দশমিক ৫ শতাংশ বৃদ্ধি পেয়ে ২ কোটি ফোর-জি গ্রাহকে পৌঁছেছে।

এ ছাড়া তাদের ‘ডিজিটাল অপারেটর ১৪৪০’ কৌশলের মাধ্যমে প্রতি মিনিটে গ্রাহকদের সঙ্গে যুক্ত থাকা এবং দেশব্যাপী নেটওয়ার্কের উল্লেখযোগ্য সম্প্রসারণও আয় বৃদ্ধিতে ভূমিকা রেখেছে। তাদের টাওয়ার সংখ্যা বেড়ে হয়েছে ১৬ হাজারের বেশি। বাংলালিংকের গ্রাহক সংখ্যা ৪ কোটি ৩৫ লাখ।

বাংলালিংক জানায়, ডিজিটাল সেবায় সক্ষমতা বাড়াচ্ছে বাংলালিংক। বাংলালিংকের মাইবিএল সুপার অ্যাপ দেশের টেলিকম খাতের প্রথম সুপার অ্যাপ, যা অন্য মোবাইল অপারেটরের গ্রাহকেরাও ব্যবহার করতে পারবেন। অ্যাপটি ব্যবহারে মানুষের প্রাত্যহিক জীবন আরও সহজ করেছে। গুগল প্লে স্টোরের লাইফস্টাইল বিভাগে শীর্ষ স্থান অর্জন করেছে মাইবিএল সুপার অ্যাপ। ২০২৩ সালের চতুর্থ প্রান্তিকে এই অ্যাপের মাসিক সক্রিয় ব্যবহারকারীর সংখ্যা ছিল প্রায় ৮০ লাখ।

বাংলালিংকের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) এরিক অস বলেন, উদ্ভাবন, বিশ্বাস ও মানসম্মত সেবা প্রদানের কারণেই বাংলালিংক দুই অঙ্কের প্রবৃদ্ধি অব্যাহত রাখতে পেরেছে। গ্রাহকদের অগ্রাধিকার দিয়ে, ডিজিটাল অপারেটর কৌশলের মাধ্যমে বাংলাদেশের ডিজিটাল সেবা খাতে আরও নতুন মাত্রা যোগ করার আশা প্রকাশ করেন।

স্টকমার্কেটবিডি.কম/////

পান্ডা বন্ড ছাড়বে পাকিস্তান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

অর্থনৈতিক সংকট মোকাবিলায় নতুন বন্ড ছাড়বে পাকিস্তান। পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী বলেছেন, চীনের বিনিয়োগকারীদের কাছে ৩০০ মিলিয়ন বা ৩০ কোটি ডলার সমমূল্যের পান্ডা বন্ড বিক্রি করা হবে। এটি হবে বছরের প্রথম পান্ডা বন্ড। সেই সঙ্গে আবারও আইএমএফের ঋণ চাইছে পাকিস্তান।

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী মুহাম্মদ আওরঙ্গজেব শুক্রবার ইসলামাবাদে নিজ কার্যালয়ে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, পাকিস্তান এখন ইউয়ানভিত্তিক বন্ড বিক্রি করতে পারলে অর্থায়নের উৎস বহুমুখী হবে। সেই সঙ্গে বিনিয়োগকারীরাও নতুন বাজারের সন্ধান পাবেন। ব্লুমবার্গের সূত্রে এই খবর দিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

মুহাম্মদ আওরঙ্গজেবের মতে, চীনা বিনিয়োগকারীদের কাছে এই বন্ড বিক্রির সম্ভাবনা আরও আগেই খতিয়ে দেখা উচিত ছিল। তিনি আরও বলেন, চীনের বন্ড বাজার বিশ্বের দ্বিতীয় বৃহত্তম ও গভীরতম। তাই পান্ডা বন্ড দেশের জন্য সবচেয়ে ভালো বিষয় বলেও তিনি মনে করেন। কারণ হিসেবে তিনি বলেন, পাকিস্তান ইতিমধ্যে ডলার ও ইউরোভিত্তিক বন্ড বিক্রি করেছে।

পাকিস্তানের নতুন অর্থমন্ত্রী বলেছেন, প্রাথমিকভাবে ২৫০ থেকে ৩০০ মিলিয়ন বা ২৫ থেকে ৩০ কোটি ডলার সমমূল্যের পান্ডা বন্ড বিক্রি করা হবে। এরপর নতুন বন্ড ছাড়া হতে পারে।

স্টকমার্কেটবিডি.কম////

সামিট পাওয়ারের ২য় প্রান্তিকের প্রতিবেদন প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত জ্বালানী ও শক্তি শিল্প খাতের কোম্পানি সামিট পাওয়ার কোম্পানি লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হয়েছে। ডিএসই সূত্রে তথ্য জানা গেছে।

রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে পরিচালনা বোর্ড।

আর্থিক প্রতিবেদন সূত্রে জানা যায়, এই প্রান্তিকে (অক্টোবর-ডিসেম্বর, ২৩) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ০.৮২ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.৭৬ টাকা।

এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৩৯.৭৭ টাকা। যা ২০২৩ সালের ৩০ জুন ছিল ৩৮.০২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এইচ আর টেক্সটাইলের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত বস্ত্র খাতের কোম্পানি এইচ আর টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ মার্চ আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ১১:৩০টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এশিয়াটিক ল্যাবের মূল্য সংবেদনশীল তথ্য নেই

এশিয়াটিক ল্যাবরেটরিজের লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত রসায়ন ও ঔষুধ খাতের কোম্পানি এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের সাম্প্রতিক সময়ে শেয়ার দর বাড়ার পেছনে কোনো মূল্য সংবেদনশীল তথ্য নেই বলে জানিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

শেয়ারটির দর বাড়ার কারণ জানতে চাইলে কোম্পানিটির পক্ষ থেকে ঢাকা স্টক এক্সচেঞ্জকে (ডিএসই) এ কথা জানানো হয়েছে।

জানা যায়, গত ১৯ মার্চ শেয়ার দর ছিল ৪০.৮০ টাকা। গতকাল ২৪ মার্চ সর্বশেষ তা ৪৯.৭০ টাকায় সর্বশেষ লেনদেন হয়েছে।

কোম্পানিটির শেয়ারের এ দর বাড়াকে অস্বাভাবিক বলে মনে করছে ডিএসই। সম্প্রতি দর বাড়ার পেছনে মূল্য সংবেদনশীল কোন তথ্য কি তা জানতে চায় ডিএসই।

এ সময় এশিয়াটিক ল্যাবরেটরিজ লিমিটেডের পক্ষ থেকে জানানো হয়েছে, সম্প্রতি শেয়ারটির দর বৃদ্ধির পেছনে মূল্য সংবেদনশীল অপ্রকাশিত কোন তথ্য তাদের কাছে নেই।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এমারেল্ড ওয়েলের ৩৬ লাখ শেয়ার বিক্রির ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানির এমারেল্ড ওয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার বিক্রির ঘোষণা দিয়েছে কোম্পানিটি। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, মিনোরী বাংলাদেশ লিমিটেড নামে এই পরিচালক ৩৬ লাখ ৬৬ হাজার ৫০০ শেয়ার চলমান বাজার দরে বিক্রয় করবেন।

কোম্পানিটির হাতে মোট ৩ কোটি ৫২ লাখ ২৫ হাজার ৪টি শেয়ার রয়েছে। এসব শেয়ারের মধ্যে থেকে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রি করা হবে।

তারা ঘোষণার ৩০ কার্যদিবসের মধ্যে ব্লক মার্কেটে এই শেয়ার বিক্রয় সম্পন্ন করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি