1. ওরিয়ন ইনফিউশন
  2. লাভেলো আইসক্রিম
  3. আইটি কনসালটেন্টস
  4. কহিনুর কেমিক্যালস
  5. এশিয়াটিক ল্যাবরেটরিজ
  6. ফার্ষ্ট প্রাইম মি. ফা
  7. মালেক স্পিনিং
  8. ফার্মা এইডস
  9. বিচ হ্যাচারি
  10. বেস্ট হোল্ডিংস।

শেষ কর্মদিবসে লেনদেন ও সূচকের বড় পতন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে । ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের শেষ কর্মদিবস বৃহস্পতিবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬০.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৫১৮ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১২.২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২১৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১০.১৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৯৭৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫১১ কোটি ৪৩ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০২ কোটি ৭৮ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৯টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৩০০টির আর অপরিবর্তিত আছে ২৭টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়ন ইনফিউশন, লাভেলো আইসক্রিম, আইটি কনসালটেন্টস, কহিনুর কেমিক্যালস, এশিয়াটিক ল্যাবরেটরিজ, ফার্ষ্ট প্রাইম মি. ফা, মালেক স্পিনিং, ফার্মা এইডস, বিচ হ্যাচারি ও বেস্ট হোল্ডিংস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১৬৪.৪৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৮১৫ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২১৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৩৩টির, কমেছে ১৬১টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৬ কোটি ৭ লাখ টাকা। গতকাল বুধবার সেখানে লেনদেন হয়েছে২৬ কোটি ৭ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে ফার্ষ্ট প্রাইম মি. ফা ও খাদ ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

জেনেক্স ইনফোসিসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আইটি শিল্প খাতের কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৫টায় রাজধানীর উত্তরায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

আমরা টেকনোলজিসের বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত আইটি শিল্প খাতের কোম্পানি আমরা টেকনোলজিস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৯ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর বনানীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

সালভো কেমিক্যালসের‌ বোর্ড সভা আহবান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি সালভো কেমিক্যালস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৩ টায় রাজধানীর নবাবপুরে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

একমি পেসটিসাইডসের বোর্ড সভা আহবান

একমি পেস্টিসাইড কোম্পানির লোগো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত রসায়ন ও ঔষুধ শিল্প খাতের কোম্পানি একমি পেসটিসাইডস লিমিটেডের চলতি বছরের তৃতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ এপ্রিল আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিন বেলা ৪ টায় রাজধানীর শ্যামলীতে অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির উক্ত প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

রিজার্ভ ও রাজস্ব বাড়ানোর তাগিদ দিলো আইএমএফ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ৪৭০ কোটি ডলার ঋণ ছাড়ের শর্তে রিজার্ভের বেঁধে দেওয়া লক্ষ্য পূরণে বারবার ব্যর্থ হচ্ছে বাংলাদেশ ব্যাংক। এমনকি বৈশ্বিক পরিবর্তিত পরিস্থিতিতে বাস্তবতার নিরিখে লক্ষ্যমাত্রা কমিয়ে দিলেও কাঙ্ক্ষিত হারে রাজস্ব আহরণ বাড়েনি। এসব কারণে উদ্বেগ প্রকাশ করে আগামী দিনে রিজার্ভ ও রাজস্ব বাড়ানোর তাগিদ দিয়েছে ঢাকা সফররত আইএমএফ প্রতিনিধিদল।

দেশের চলমান অর্থনৈতিক পরিস্থিতিতে ঋণের শর্তগুলো নিয়ে গতকাল বুধবার অর্থ মন্ত্রণালয় ও বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাদের সঙ্গে প্রথম দিনের বৈঠকে এসব পর্যবেক্ষণ তুলে ধরেছে আইএমএফের ডেভেলপমেন্ট মাইক্রোইকোনমিকস ডিভিশনের প্রধান ক্রিস পাপাগেওর্জিউর নেতৃত্বে আসা প্রতিনিধিদল।

বৈঠক সূত্রে জানা গেছে, বাংলাদেশে ঋণ কর্মসূচির আওতায় শর্ত বাস্তবায়ন পর্যবেক্ষণে আসা আইএমএফ মিশন বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে চলতি ও আগামী বাজেটে আরো ব্যয় সংকোচন এবং ভর্তুকি কমিয়ে বাজেট ঘাটতি কমিয়ে আনার পরামর্শ দিয়েছে।

বাংলাদেশে ডলারের বিনিময় হার বাজারভিত্তিক করার প্রক্রিয়ার অংশ হিসেবে ক্রলিং পেগ বাস্তবায়নের অগ্রগতি জানতে চেয়েছে। বর্তমানে কী প্রক্রিয়ায় ডলারের বিপরীতে টাকার মান নির্ধারিত হচ্ছে, সে বিষয়েও বাংলাদেশ ব্যাংকের সঙ্গে আলোচনা করে সংস্থাটি। একই সঙ্গে ক্রমেই দুর্বল অবস্থায় থাকা রিজার্ভ বাড়ানো এবং আর্থিক হিসাবে ঘাটতি কাটিয়ে ওঠার তাগিদ দিয়েছে প্রতিনিধিদল।

‘ক্রলিং পেগ’ হচ্ছে দেশীয় মুদ্রার সঙ্গে বৈদেশিক মুদ্রার বিনিময় হার সমন্বয়ের একটি পদ্ধতি। এই পদ্ধতিতে একটি মুদ্রার বিনিময় হারকে একটি নির্দিষ্ট সীমার মধ্যে ওঠানামা করার অনুমতি দেওয়া হয়। এতে মুদ্রার দর সর্বোচ্চ এবং সর্বনিম্ন নির্ধারণ করা সীমার মধ্যে রাখা হয়। ফলে একবারেই খুব বেশি বাড়তে পারবে না, আবার কমতেও পারবে না।

গতকাল অর্থ বিভাগের বাজেট এবং ট্রেজারি ও ঋণ ব্যবস্থাপনা অনুবিভাগের সঙ্গে বৈঠক করেছে আইএমএফ মিশন। এই বৈঠকে চলতি অর্থবছরের সংশোধিত এবং আগামী অর্থবছরের বাজেট প্রণয়নের ক্ষেত্রে আইএমএফের শর্তের বাস্তবায়ন নিয়ে আলোচনা করা হয়েছে।

চলতি অর্থবছর ও আগামী অর্থবছরের কর জিডিপির অনুপাত ০.৫ শতাংশ বাড়ানোর শর্ত দিয়েছে আইএমএফ। বৈশ্বিক অর্থনৈতিক প্রেক্ষাপট ও জাতীয় নির্বাচন পরিস্থিতির বিবেচনায় শর্ত সহজ করার অনুরোধ জানিয়েছিল বাংলাদেশ। এর পরিপ্রেক্ষিতে তৃতীয় কিস্তির ঋণ ছাড় গত ডিসেম্বরভিত্তিক রিজার্ভ, রাজস্ব আহরণসহ বেশ কিছু লক্ষ্যমাত্রা কমিয়েছিল আইএমএফ।

স্টকমার্কেটবিডি.কম/////

গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা পিছালো

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংকের বাৎসরিক বোর্ড সভার দিন পিছানো হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৮ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর গুলশানে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে এই বোর্ড সভাটি আজ ২৫ এপ্রিল আহবান করা হয়েছিল। অনিবার্যকারণে এই বোর্ড সভার দিন পিছানো হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

একইদিন আরেকটি বোর্ড সভায় ব্যাংকটির চলতি বছরের প্রথম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

এসবিএসি ব্যাংকের বোর্ড সভার দিন পরিবর্তন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান এসবিএসি ব্যাংক পিএলসির বাৎসরিক বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র থেকে জানা যায়, আগামী ২৯ এপ্রিল বেলা ৩টায় রাজধানীর মতিঝিলে ব্যাংকটির প্রধান কার্যালয়ে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে।

এর আগে এই বোর্ড সভাটি আগামী ২৭ এপ্রিল আহবান করা হয়েছিল। অনিবার্যকারণে এই বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে।

আসন্ন বোর্ড সভায় ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লিস্টিং রেগুলেশন ২০১৫ এর ১৯(১) অনুযায়ী ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৩ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

এ বোর্ড সভায় শেয়ারহোল্ডারদের জন্য লভ্যাংশ ঘোষণা করবে ব্যাংকটি। গত বছর ব্যাংকটি ৩.৫০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

গ্লোবাল ইসলামী ব্যাংকের বোর্ড সভা আজ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংকিং খাতের প্রতিষ্ঠান গ্লোবাল ইসলামী ব্যাংক চলতি বছরের প্রথম প্রান্তিকের বোর্ড সভা আজ অনুষ্ঠিত হবে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ব্যাংকটির ২০২৪ সালের ১ম প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

আজ ২৫ এপ্রিল বেলা ৩টায় অনুষ্ঠিত রাজধানী গুলশানে অবস্হিত ব্যাংকটির নিজস্ব ভবনে এই বোর্ড সভাটি আহবান করা হয়েছে।

অনুষ্ঠিত এ সভায় ব্যাংকটির ১ম প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/এসবি