Day: May 8, 2025
Price Sensitive Information of Nahee Aluminum Composite Panel PLC.
Un-audited Financial Statements of Index Agro Industries Limited.
এসকে ট্রিমসের সাবেক এমডি মতিউরকে জেলগেটে জিজ্ঞাসাবাদ
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত এসকে ট্রিমস ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সাবেক এমডি ছাগলকাণ্ডে আলোচিত জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সাবেক কর্মকর্তা মতিউর রহমানকে জেলগেটে তিনদিন জিজ্ঞাসাবাদের অনুমতি পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
দুদকের মামলায় সোমবার শুনানি শেষে এ আদেশ দেন ঢাকার মেট্রোপলিটন সিনিয়র স্পেশাল জজ জাকির হোসেন গালিব।
প্রসঙ্গত, গত ৬ জানুয়ারি মতিউর রহমান ও তার পরিবারের বিরুদ্ধে ৩টি মামলা দায়ের করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এর মধ্যে একটি মামলায় গত ২১ জানুয়ারি মতিউরের ৭ দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়েছে।
মামলাটিতে দুর্নীতি দমন কমিশনে দাখিলকৃত সম্পদ বিবরণীতে অসৎ উদ্দেশ্য মিথ্যা ও ভিত্তিহীন তথ্য প্রদান করার অভিযোগ আনা হয়েছে। মামলার এজাহারে মতিউরের বিরুদ্ধে ১ কোটি ২৭ লাখ ৬৬ হাজার ২১৬ টাকা মূল্যের সম্পদের তথ্য গোপন এবং অসাধু উপায়ে জ্ঞাত আয়ের উৎসের সঙ্গে অসংগতিপূর্ণ ৫ কোটি ২৮ লাখ ৭৫ হাজার ৯৩৯ টাকা মূল্যের সম্পদের মালিকানা অর্জনের অভিযোগ আনা হয়েছে।
এ ঘটনায় দুর্নীতি দমন কমিশনের উপপরিচালক মো. আনোয়ার হোসেন বাদী হয়ে মামলা দায়ের করেছেন। মামলায় দুর্নীতি দমন কমিশন আইন, ২০০৪ এর ২৬(২) ও ২৭ (১) ধারা এবং দুর্নীতি প্রতিরোধ আইন, ১৯৪৭ এর ৫(২) ধারায় অভিযোগ আনা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম////
এবার হলমার্ক ঋণ কেলেঙ্কারি মামলায় এস কে সুর গ্রেপ্তার
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির ঘটনায় অর্থপাচারের অভিযোগে করা মামলায় বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর এস কে সুর চৌধুরীকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে আজ সোমবার ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট পার্থ ভদ্র এ আদেশ দেন।
সম্পদ বিবরণী জমা না দেওয়ায় দুদকের ২০২৪ সালের ২৩ ডিসেম্বরের মামলায় গত ১৪ জানুয়ারি গ্রেপ্তার করা হয় এস কে সুরকে।
গতকাল দুর্নীতি দমন কমিশন (দুদক) বাংলাদেশ ব্যাংকে তার লকার থেকে ১.০৫ কেজি স্বর্ণ ও ১ লাখ ৬৯ হাজার ৩০০ ডলার, ৫৫ হাজার পাউন্ড এবং ৭০ লাখ টাকার স্থায়ী আমানতের রসিদ জব্দ করে।
সাত বছর আগে হলমার্ক গ্রুপের বিরুদ্ধে সাড়ে ১৩ কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে করা মামলায় তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন করে সিআইডি।
দুদকের ২০১৮ সালের ২৬ ডিসেম্বরের ওই মামলার এফআইআরে এস কে সুরের নাম না থাকলেও, সিআইডির আর্থিক অপরাধ ইউনিটের তদন্ত কর্মকর্তা পরিদর্শক সায়েদুর রহমান তার আবেদনে বলেন, হলমার্ক গ্রুপের ঋণ কেলেঙ্কারির সময় এস কে সুর বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর ছিলেন। তাই, ওই মামলায় তাকে গ্রেপ্তার দেখানো প্রয়োজন। আজ এস কে সুরের পক্ষে আদালতে কোনো আইনজীবী ছিলেন না।
হলমার্ক গ্রুপের কর্মচারী তুষার আহমেদ, মোহাম্মদ আসলাম উদ্দিন ও সুমন ভূঁইয়ার বিরুদ্ধে ১৩ কোটি ৫০ লাখ টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছিল দুদক।
অভিযোগে বলা হয়, ওই অর্থের উৎস পাওয়া যায়নি, তা অবৈধভাবে অর্জন করা হয়েছিল সংগ্রহ করা হয়েছে এবং অর্থের উৎস গোপন করার জন্য স্থানান্তর করা হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম////
মেট্রো স্পিনিংয়ের বোর্ড সভা আহবান
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি মেট্রো স্পিনিং মিলস লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ৩০ জানুয়ারি আহবান করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
এদিন বেলা ৩টায় রাজধানীর উত্তরায় অবস্থিত কোম্পানিটির নিজস্ব অফিসে বোর্ড সভাটি অনুষ্ঠিত হবে। এ সভায় এই বছরের এই প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লেনদেনের শীর্ষে মালেক স্পিনিং; ২য় স্থানে বিচ হ্যাচারি
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে মালেক স্পিনিং। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১১ কোটি ১৫ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে বিচ হ্যাচারির শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ১ লাখ টাকা।
ড্রাগন সোয়েটারের ৯ কোটি ৬৯ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- কেপিপিএলের ৭ কোটি ২১ লাখ, এডিএন টেলিকমের ৭ কোটি ১৯ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৬৪ লাখ, সেন্ট্রাল ফার্মার ৬ কোটি ২৭ লাখ, লাভেলো আইসক্রিমের ৫ কোটি ৯৭ লাখ, এশিয়াটিক ল্যাবের ৫ কোটি ৮৩ লাখ ও ইষ্টার্ণ হাউজিংয়ের ৫ কোটি ৫৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- মালেক স্পিনিং
- বিচ হ্যাচারি
- ড্রাগন সোয়েটার
- কেপিপিএল
- এডিএন টেলিকম
- ওরিয়ন ইনফিউশন
- সেন্ট্রাল ফার্মা
- লাভেলো আইসক্রিম
- এশিয়াটিক ল্যাব
- ইষ্টার্ণ হাউজিং।
দিনশেষে লেনদেন বাড়লেও কমেছে সূচক
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সবগুলো সূচকের সামান্য পতন হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক কমলেও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের দ্বিতীয় দিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১৩০ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.৭৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৫০ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩৪৪ কোটি ৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩১৮ কোটি ৪৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪০টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৮টির আর অপরিবর্তিত আছে ৮১টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – মালেক স্পিনিং, বিচ হ্যাচারি, ড্রাগন সোয়েটার, কেপিপিএল, এডিএন টেলিকম, ওরিয়ন ইনফিউশন, সেন্ট্রাল ফার্মা, লাভেলো আইসক্রিম, এশিয়াটিক ল্যাব ও ইষ্টার্ণ হাউজিং।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ২৯.৭৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৫৩ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৮৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৪টির, কমেছে ১০৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২০টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৩২ কোটি ২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে ১২ কোটি ৮৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে এসিআই লিমিটেড ও পূবালী ব্যাংক।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
এটলাস বাংলাদেশের বোর্ড সভার দিন পরিবর্তন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল শিল্প খাতের কোম্পানি এটলাস বাংলাদেশ লিমিটেড চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভার দিন পরিবর্তন করা হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
আগামী ২৮ জানুয়ারি বেলা ২:৪৫টায় কোম্পানিটির অফিসে অনুষ্ঠিত এই বোর্ড সভা আহবান করা হয়েছে। এর আগে ২৭ জানুয়ারি এই বোর্ড সভাটি আহবান করা হয়।
ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটি চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি