Day: May 8, 2025
Un-audited Financial Statements of Munno Ceramic Industries Limited.
Price Sensitive Information of Orion Infusion Limited
Price Sensitive Information of Orion Pharma Limited
Financial Statements of Navana Pharmaceuticals PLC.
Price Sensitive Information of Navana Pharmaceuticals PLC.
ফাইন ফুডসের ক্যাটাগরি পরিবর্তন
স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফাইন ফুডস লিমিটেড ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। এই কোম্পানি সমাপ্ত অর্থবছরে ১০ শতাংশ লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে। মঙ্গলবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
গত বছর ২০২৪ সালের ৩০ জুন সাড়ে ১০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়ে ‘বি’ থেকে ‘এ’ ক্যাটাগরিতে উন্নীত হয়েছে।
আগামীকাল ২৯ জানুয়ারি এর লেনদেন নতুন ক্যাটাগরিতে হবে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
লেনদেনের শীর্ষে খান ব্রাদার্স; ২য় স্থানে এডিএন টেলিকম
স্টকমার্কেটবিডি ডেস্ক :
সপ্তাহের চতূর্থ দিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে খান ব্রাদার্স। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, এদিন কোম্পানিটির ১২ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে এডিএন টেলিকমের শেয়ার লেনদেন হয়েছে ১০ কোটি ২৯ লাখ টাকা।
ব্র্যাক ব্যাংকের ৭ কোটি ২৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।
লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- ওরিয়ন ইনফিউশনের ৬ কোটি ৭৬ লাখ, মিডল্যান্ড ব্যাংকের ৬ কোটি ৭৫ লাখ, এশিয়াটিক ল্যাবরেটরিজের ৫ কোটি ৪৫ লাখ, এমজেএল বিডির ৪ কোটি ৯৯ লাখ, ফরইষ্ট নিটিংর ৪ কোটি ৯৫ লাখ, মালেক স্পিনিংর ৪ কোটি ৯৩ লাখ ও ষ্টার্ণ লূব্রিকেন্টসের ৪ কোটি ৭০ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।
স্টকমার্কেটবিডি.কম/এসবি
- খান ব্রাদার্স
- এডিএন টেলিকম
- ব্র্যাক ব্যাংক
- ওরিয়ন ইনফিউশন
- মিডল্যান্ড ব্যাংক
- এশিয়াটিক ল্যাবরেটরিজ
- এমজেএল বিডি
- ফরইষ্ট নিটিং
- মালেক স্পিনিং
- ইষ্টার্ণ লূব্রিকেন্টস।
দিনশেষে সূচকের সাথে কমেছে লেনদেন
স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের চতূর্থ দিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৩.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫ হাজার ১১২ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.৯৫ পয়েন্ট কমে অবস্থান করছে ১১৩৭ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.৬৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩১৪ কোটি ১৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৩২৮ কোটি ৩১ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯৫টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১২৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ২০৬টির আর অপরিবর্তিত আছে ৬৫টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – খান ব্রাদার্স, এডিএন টেলিকম, ব্র্যাক ব্যাংক, ওরিয়ন ইনফিউশন, মিডল্যান্ড ব্যাংক, এশিয়াটিক ল্যাবরেটরিজ, এমজেএল বিডি, ফরইষ্ট নিটিং, মালেক স্পিনিং ও ইষ্টার্ণ লূব্রিকেন্টস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সূচক সিএএসপিআই সূচক ৪৩.২৪ পয়েন্ট কমে অবস্থান করছে ১৪ হাজার ৩৩২ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৬৯টির, কমেছে ৯৭টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৫টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪ কোটি ১ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ১০ কোটি ২৮ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি