বিবিএস ক্যাবলস লিমিটেড ও বিবিএস ইউনিট-২ লিমিটেড দুটি আলাদা প্রতিষ্ঠান বলে জানিয়েছে শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি বিবিএস ক্যাবলস লিমিটেড। বুধবার ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি কয়েকটি অনলাইন সংবাদপত্রে খবর প্রকাশিত হয় যে, বিবিএস ক্যাবলস ২২০ কেভি ভোল্টটেজ গ্রেড ক্যাবলস উৎপাদন করছে। এ খবর ডিএসইর নজরে এলে গত ২১ আগস্ট ডিএসই বিষয়টির কারণ জানতে বিবিএস ক্যাবলসের কাছে। এর জবাবে কোম্পানিটি জানায়, গত ১৮ আগস্ট বিবিএস ক্যাবলস ইউনিট-২ ও কয়েকটি বিদেশী বিক্রেতাদের মধ্যে যন্ত্রাংশ সরবরাহের চুক্তি হয়।
তবে বিবিএস ক্যাবলস লিমিটেড ও বিবিএস ইউনিট-২ লিমিটেড দুটি আলাদা প্রতিষ্ঠান। বিবিএস ক্যাবলস লিমিটেড আমাদের স্বণামধন্য কোম্পানি। বিশ্ব বিখ্যাত ক্যাবলস যন্ত্রাংশ সরবরাহকারীদের প্রণোদনা ও আকৃষ্ট করা ও বিজ্ঞাপনের উদ্দেশ্যে শুধু আমরা বিবিএস ক্যাবলস লিমিটেডের লোগো ব্যবহার করি। এ বিষয়ে আমরা আইনী প্রক্রিয়ার দিকটার প্রতি অবগত নয়।
উল্লেখ্য, চলতি বছরের ৩১ জুলাই দেশের দুই শেয়ারবাজারে লেনদেন শুরু করেছে বিবিএস ক্যাবলস। কোম্পানিটি শেয়ারবাজারে যাত্রা শুরুর পর থেকে এর শেয়ারদর অস্বাভাবিক হারে বাড়ছে। এর জন্য শেয়ার দর অস্বাভাবিক বাড়ার কারণ খতিয়ে দেখতে ৩ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)।
স্টকমার্কেটবিডি.কম/মোদক