দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে সামান্য বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন ও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
ঈদের ছুটির পরে সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২.৮৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৬৬ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২৭ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৫৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ০.২৮ বেড়ে অবস্থান করছে ২২১৩ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৬৫ কোটি ৩৩ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৭১৩ কোটি ১৫ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৫২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৬৮টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭২টির, আর দর অপরিবর্তিত আছে ২১২টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, ইস্টার্ণ হাউজিং, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, আমরা নেটওয়ার্কস, এ্যাপেক্স ফুটওয়ার, সী পার্লস রিসোর্ট এন্ড স্পা, জেনেক্স ইনফোসিস, নাভানা ফার্মাসিউটিক্যালস, শাইন পুকুর সিরামিক্স ও জেমিনী সী ফুড লিমিটেড।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ১০.৭৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৪৫১ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৬০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৪৪টির, কমেছে ৪৪টির ও দর অপরিবর্তিত রয়েছে ৭২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৯ কোটি ৬৭ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ১১ কোটি ৩ লাখ টাকা।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে আমরা নেটওয়ার্ক ও এডিএন টেলিকম লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম//