স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত বীমা খাতের কোম্পানি পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
গতকা ল সোমবার অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের ৩১ ডিসেম্বর শেষ হওয়া ২০২৪ সালের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে এই লভ্যাংশ দেয় বিমাটি।
এসময় বিমাটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.৫৪ টাকা। আর শেয়ার প্রতি সম্পদ (এনএভি) দাঁড়িয়েছে ১৪.০৯ টাকা
বিমাটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ১ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে।। আর রেকর্ড ডেট নির্ধারণ হয়েছে ২৯ জুন।
স্টকমার্কেটবিডি.কম/এসবি