ডরিন পাওয়ার তদন্তে বিএসইসির কমিঠি গঠন

DOREEN-POWERনিজস্ব প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড সিস্টেমস এর সাম্প্রতিক শেয়ার দর বাড়ার কারণ অনুসন্ধানে উপ-পরিচালক মুসতারি জাহান ও শামসুর রহমানের সমন্বয়ে দুই সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করেছে শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।

রবিবার অনুষ্ঠিত বিএসইসির ৫৮৬ তম কমিশন সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। কমিটিকে আগামী ৩০ দিনের মধ্যে তদন্ত প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

প্রাপ্ত তথ্যানুযায়ী, চলতি অক্টোবর মাসের ২১ কার্যদিবসে ডরিন পাওয়ারের শেয়ার দর ৫৪.৯০ টাকা বা ৭৯.৮০ শতাংশ বেড়েছে। এর মধ্যে গত ২ অক্টোবর তারিখে শেয়ার দর ছিল ৬৮.৮০ টাকা। যা সর্বশেষ আজ ৩০ অক্টোবর তারিখে বেড়ে ১২৩.৭০ টাকায় দাড়িয়েছে। মূ

লত লভ্যাংশ ঘোষণা এবং জুলাই-২০১৬ থেকে সেপ্টেম্বর-২০১৬ সময়ে প্রথম প্রান্তিকের সমন্বিত মুনাফা ঘোষণাকে কেন্দ্র করেই হঠাৎ করে ১৭ অক্টোবর থেকে ডরিন পাওয়ারের শেয়ার দর বাড়তে শুরু করে। আর কোম্পানিটির শেয়ার দর অস্বাভাবিক হারে বাড়ার প্রেক্ষিতে এর কারণ অনুসন্ধানের জন্য বিএসইসি তদন্ত কমিটি গঠন করেছে।

ডিএসইর তথ্যানুযায়ী দেখা যায়, গত সপ্তাহের ৫ কার্যদিবসে ডরিন পাওয়ারের ১ কোটি ৮৪ লাখ ৪৫ হাজার ৪৭১টি শেয়ার লেনদেন হয়। যার বাজারমূল্য ১৯৬ কোটি ৮৯ লাখ পাঁচ হাজার টাকা। এ সময়ে ডেরিন পাওয়ারের লেনদেনকৃত শেয়ারের পরিমাণ ছিল বাজারের মোট লেনদেনের ৬.৫২ শতাংশ।

সর্বশেষ সমাপ্ত সপ্তাহে কোম্পানিটির শেয়ার দর এর আগের সপ্তাহের তুলনায় ৫২.৯০ শতাংশ বেড়েছে। গত সপ্তাহের শেষ কার্যদিবস অর্থ্যাৎ বৃহস্পতিবার ডরিন পাওয়ারের ২৭ লাখ ৯৬ হাজার ৯০৭টি শেয়ার মোট ৪ হাজার ১৫০ বার হাতবদল হয়। যার বাজার মূল্য ৩৩ কোটি ৪৮ লাখ ৪১ হাজার টাকা। আর সর্বশেষ আজ রোববার কোম্পানিটির ২৯ লাখ ৭৩ হাজার ২২১ টি শেয়ার মোট ৫ হাজার ২৬৫ বার হাত বদল হয়েছে। যার বাজারমূল্য ৩৭ কোটি ৬৩ লাখ ২০ হাজার টাকা।

প্রসঙ্গত, চলতি বছরের এপ্রিলে শেয়ারবাজারে তালিকাভুক্ত হওয়া বিদ্যুৎ ও জ্বালানী খাতের কোম্পানি ডরিন পাওয়ারের শেয়ার ৮৩ টাকা দরে লেনদেন শুরু হলেও তালিকাভুক্তির ১ মাস পরেই চলতি বছরের মে মাসে কোম্পানিটির শেয়ার দর ৫০.৭০ টাকায় নেমে আসে। এর পর থেকে চলতি অক্টোবর মাসের ১৬ তারিখ পর্যন্ত সময়ে কোম্পানিটির শেয়ার দর ৭০ টাকার মধ্যে সীমাবদ্ধ ছিল।

তবে লভ্যাংশ ঘোষণা ও প্রথম প্রান্তিক প্রকাশকে কেন্দ্র করে হঠাৎ করেই ১৭ অক্টোবর থেকে অস্বাভাবিকভাবে এ কোম্পানির শেয়ার দর বাড়তে থাকে।

স্টকমার্কেটবিডি.কম/এমএ/বিএ

বিনিয়োগকারীদের আবারো হতাশ করলো ম্যাকসন্স ও মেট্রো স্পিনিং

no-dividenedস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে বস্ত্র খাতের কোম্পানি ম্যাকসন্স স্পিনিং ও মেট্রো স্পিনিং বিনিয়োগকারীদের আবারো হতাশ করেছে। এবারো পরিচালনা বোর্ড শেয়ারহোল্ডারদের জন্য কোনো লভ্যাংশ ঘোষণা করেনি। আজ কোম্পানি দুটির পরিচালনা বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

কোম্পানি সূত্রে জানা গেছে, ম্যাকসন্স স্পিনিংয়ের পর্ষদ সভায় ৯ মাসের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন অনুমোদন করা হয়। এ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৯ পয়সা। আলোচিত সময়ে এনএভি হয়েছে ১৯ টাকা ৫০ পয়সা।

২০১৭ সালের ৯ ফেব্রুয়ারি কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে আগামী ৮ ডিসেম্বর।

এদিকে আজকের সভায় শেয়ারহোল্ডারদেরকে কোন লভ্যাংশ দেয়নি মেট্রো স্পিনিংয়ের পরিচালনা পর্ষদ। আলোচিত সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১৮ পয়সা। একই সময়ে এনএভি হয়েছে ১৬ টাকা ১২ পয়সা।

আগামী ১৮ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট নিধারণ করা হয়েছে আগামী ২০ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

এসআইবিএলের তৃতীয় প্রান্তিকে ইপিএস বেড়েছে

siblস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত ব্যাংক খাতের কোম্পানি সোশ্যাল ইসলামী বাংলাদেশ লিমিটেড (এসআইবিএল) তৃতীয় প্রান্তিকের (জুলাই-সেপ্টেম্বর১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী প্রায় ৬৬ শতাংশ ইপিএস বেড়েছে কোম্পানিটির। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, তৃতীয় প্রান্তিকে ব্যাংকটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১.০১ টাকা (সলো)। যা আগের বছরের একই সময়ে ০.৬১ টাকা ছিল। সে হিসেবে কোম্পানির ইপিএস বেড়েছে ০.৪০ টাকা বা ৬৫.৫৭ শতাংশ বেড়েছে।

এছাড়া কোম্পানির শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭.১২ টাকা। যা আগের বছরে একই সময়ে ছিল ১৭.১৬ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

কর্ণফুলি ইন্স্যুরেন্সের ৯ মাসের ইপিএস ৮২ পয়সা

karnaphuli-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি কর্ণফুলি ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেড ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৬) আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটি ইপিএস হয়েছে ৮২ পয়সা।

গত বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা। সেই হিসেবে আলোচ্য সময়ে কোম্পানির ইপিএস বেড়েছে ৮৬ দশমিক ৩৬ শতাংশ।

আজ রোববার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষ এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ৩ মাসে(জুলাই-সেপ্টেম্বর,১৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ২১ পয়সা। গত বছরের একই সময়েও লোকসান ছিল ১৯ পয়সা।

৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৭ টাকা ৬৯ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ১৮ টাকা ৫৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

সোনার বাংলা ইন্সুরেন্সের ইপিএস ১.২৭ টাকা

sonar-smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি সোনার বাংলা ইন্সুরেন্স লিমিটেড ৯ মাসের (জানুয়ারি-সেপ্টেম্বর, ২০১৬) অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে। আলোচ্য সময়ে কোম্পানিটির ইপিএস হয়েছে ১ টাকা ২৭ পয়সা। কোম্পানি সূত্রে এ তথ্য জানা যায়।

গত বছরের একই সময়ে যা ছিল ১ টাকা ২৩ পয়সা।

আজ রোববার কোম্পানির আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হয়। পর্যালোচনা শেষ এ তথ্য জানানো হয়।

সর্বশেষ ৩ মাসে (জুলাই-সেপ্টেম্বর, ১৬) কোম্পানিটির ইপিএস হয়েছে ৪৬ পয়সা। গত বছরের একই সময়ে যা ছিল ৪৪ পয়সা।

৯ মাসে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদমূল্য হয়েছে ১৬ টাকা ১৭ পয়সা।

স্টকমার্কেটবিডি.কম/এমএ

প্রাইম টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

primস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি প্রাইম টেক্সটাইল লিমিটেডের পরিচালনা পর্ষদ শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র জানায়, ৩০ জুন ১৬ সমাপ্ত হিসাব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা শেষে এই লভ্যাংশ দিয়েছে কোম্পানিটি।

আলোচ্য সময়ে কোম্পানিটি শেয়ার প্রতি আয় হয়েছে ১ টাকা ১০ পয়সা। কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ৫১ টাকা ৭ পয়সা।

আগামী ৩১ ডিসেম্বর কোম্পানির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড ডেট ঘোষণা করা হয়েছে ২১ নভেম্বর।

স্টকমার্কেটবিডি.কম/এমএ