ব্লক মার্কেটে ৪ কোম্পানির লেনদেন

blockনিজস্ব প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক একচেঞ্জে (ডিএসই) ব্লক মার্কেটে বুধবার ৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

যে ৪ কোম্পানির ১০ লাখ ৫৯ হাজার ৬৪৫টি শেয়ার লেনদেন হয়েছে তার বাজার দর ৪ কোটি ১৯ লাখ ৯৭ হাজার টাকা।

ব্লক মার্কেটে বিএটিবিসির ১২ হাজার ৬৪৫টি শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার দর ৩ কোটি ১৭ লাখ ১ হাজার টাকা। ফার কেমিক্যালের ২৫ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজর দর ৬ লাখ ৭৫ হাজার টাকা।

গ্লোডেন হার্ভেস্ট এগ্রোর ২২ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজর দর ১৫ লাখ ৪৩ হাজার টাকা। গ্রামীণফোনের ৫০ হাজার শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার দর ১২ লাখ ২১ হাজার টাকা। গ্রীণ ডেল্টা মিউচ্যুয়াল ফান্ডের ১০ লাখ শেয়ার ১ বার লেনদেন হয়। যার বাজার দর ৮৪ লাখ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম

জেমিনি ফুডের ৭০ হাজার শেয়ার বিক্রির ঘোষণা

zeminiস্টকমার্কেট ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি জেমিনি ফুড লিমিটেডের একজন স্পন্সর শেয়ার বিক্রয় করার ঘোষণা দিয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মিসেস আমেনা আহমেদ নামে কোম্পানিটির তিনজন স্পন্সর ৭০ হাজার শেয়ার বিক্রয় করবেন। তার হাতে কোম্পানিটির মোট ৩ লাখ ৫৮ হাজার ৬৫৬ টি শেয়ার রয়েছে।

এ স্পন্সর এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেট বিক্রয় করবে।

আগামী ৩০ কার্যদিবসের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হয়েছে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/এমআর

আরএন স্পিনিংয়ের বোর্ড সভা ২৬ ফেব্রুয়ারি

rnস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি আরএন স্পিনিং লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১২, ২০১৩, ২০১৪ ও ২০১৬ সালের সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
.
কোম্পানিটি এদিন বেলা সাড়ে ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের জন্য ৪ বছরের লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস

আরএন স্পিনিংকে ৩১ মার্চের মধ্যে ৪ বছরের এজিএম করার নির্দেশ

courtনিজস্ব প্রতিবেদক :

আরএন স্পিনিং মিলস লিমিটেডকে ৩১ মার্চের মধ্যে ৪ বছরের এজিএম (বার্ষিক সাধারণ সভা) করা নির্দেশ দিয়েছে হাইকোর্ট। গতকাল সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ আরএন স্পিনিংয়ের চার বছরের এজিএম আগামী ৩১ মার্চের মধ্যে অনুষ্ঠানের নির্দেশনা প্রদান করেছেন। বিচারপতি এম. আর. হাসানের একক বেঞ্চ এ রায় দেন। বিলম্বে এজিএম অনুষ্ঠানে আদালতের অনুমোদন নেয়ার জন্য কোম্পানির আবেদনের পরিপ্রেক্ষিতে এ আদেশ দেয়া হয়েছে। আদালত সূত্রে এ তথ্য জানা গেছে।

এদিকে সময়মতো এজিএম সম্পন্ন করতে না পারায় একসঙ্গে চার বছরের এজিএম অনুষ্ঠানের জন্য আদালতের অনুমতি নেয়ার আইনি বাধ্যবাধকতা থাকায় কোম্পানি কর্তৃপক্ষ হাইকোর্টের কাছে এজিএম অনুষ্ঠানের অনুমতি প্রার্থনা করে। আরএন স্পিনিংয়ের আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত আগামী ৩১ মার্চের মধ্যে এজিএম অনুষ্ঠানের নির্দেশনা দিয়ে বিষয়টির চূড়ান্ত নিষ্পত্তি করেন।

তথ্যানুযায়ী, ২০১২ সালের জানুয়ারিতে আরএন স্পিনিংকে বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি হারে রাইট ইস্যুর অনুমোদন দেয় বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা ইস্যুমূল্যে ওইসময় সাধারণ শেয়ারহোল্ডারদের কাছ থেকে অর্থ উত্তোলন করে কোম্পানিটি। তবে উদ্যোক্তা-পরিচালকরা রাইট শেয়ারের জন্য কোম্পানিতে কোনো টাকা জমা না দিয়েই ব্যাংকের জাল কাগজপত্র জমা দিয়ে বিএসইসিকে জানায়, তারা ওই শেয়ার কিনেছেন। পরবর্তীতে বিএসইসির অনুসন্ধানের জালিয়াতির বিষয়টি প্রমাণিত হয়।

এর পরিপ্রেক্ষিতে ২০১২ সালের ১৯ সেপ্টেম্বর আরএন স্পিনিংয়ের উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি, হস্তান্তর, বন্ধক ও উপহার দেয়ার ওপর নিষেধাজ্ঞা আরোপ করে কমিশন। পরবর্তীতে বিএসইসির সিদ্ধান্তের বিরুদ্ধে আদালতে যায় আরএন স্পিনিং। আদালত বিএসইসির সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করলে পাল্টা মামলা করে নিয়ন্ত্রক সংস্থাও। মামলায় কোম্পানির এজিএমের ওপর নিষেধাজ্ঞা আসে। এর পর থেকে দীর্ঘদিন ধরেই ঝুলে ছিল এ কোম্পানির এজিএম এবং লভ্যাংশ।

বিএসইসির করা এজিএম স্থগিত-সংক্রান্ত মামলায় কোম্পানির লিভ টু আপিলের রায়ে বিষয়টি তদন্ত করে সমাধানের নির্দেশ দেন আদালত। এর পরিপ্রেক্ষিতে বিনিয়োগকারীদের স্বার্থ বিবেচনা করে একটি কমিটি গঠন করে কমিশন।

স্টকমার্কেটবিডি.কম/এম

সিঙ্গার বিডির বোর্ড সভা ২৬ ফেব্রুয়ারি

singerস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি সিঙ্গার বিডি লিমিটেডের বোর্ড সভা আগামী ২৬ ফেব্রুয়ারি আহবান করা হয়েছে। বুধবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় ২০১৬ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সমাপ্ত বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।
.
কোম্পানিটি এদিন বেলা ৩টায় নিজস্ব প্রধান কার্যালয়ে এই বোর্ড সভাটি করবে।

বোর্ড সভায় পরিচালনা বাের্ডের সর্বসম্মতিতে কোম্পানিটি সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদনটি শেয়ারহোল্ডারদের জানিয়ে দিবে। একই সাথে শেয়ারহোল্ডারদের লভ্যাংশ ঘোষণা করতে পারে।

স্টকমার্কেটবিডি.কম/এনএস