1. ইফাদ অটোস
  2. শাহাজিবাজার পাওয়ার কো. লি.
  3. কনফিডেন্ট সিমেন্ট লি.
  4. ডরিন পাওয়ার
  5. সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি.
  6. এমজেএলবিডি
  7. ইউনিক হোটেল এন্ড রিসোর্ট
  8. কেয়া কসমেটিক্স লি.
  9. জেনারেশন নেক্সট টেক্সটাইল
  10. আফতাব অটোস।

আরও কমলো সূচক, লেনদেন ও শেয়ার দর

DSE_CSE-smbdনিজস্ব প্রতিবদেক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) শেয়ার দর ছাড়া সব সূচকের পতন হয়েছে। এদিন সেখানে গতকালের চেয়ে আরও কমেছে সূচক, লেনদেন ও শেয়ারের। একই ধারা বজায় রেখেছে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই)। সব ধরণের মূল্য সূচক ও লেনদেন কমেছে। তবে শেয়ারের দর কিছুটা স্বাভাবিক রয়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

ডিএসই সূত্রে জানা যায়, মঙ্গলবার দিনের শেষে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ৯৬২ কোটি টাকার লেনদেন হয়েছে। যা আগের দিনের চেয়ে ১৮৫ কোটি টাকা কম। গতকাল সোমবার সেখানে ১১৪৭ কোটি টাকার শেয়ার লেনদেন হয়। সেদিন রবিবারের চেয়ে চেয়ে ১১৬ কোটি টাকা কম লেনদেন হয়েছিল।

এদিন ডিএসইতে ডিএসইএক্স সূচক আগের দিনের চেয়ে ৫.১৬ পয়েন্ট কমে অবস্থান করছে ৫৮১৯ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ২.০৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩২২ পয়েন্টে। ডিএসই-৩০ সূচক ১.২১ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৩৪ পয়েন্টে।

আজ অবশ্য গতকালের চেয়ে একটু কম কমেছে কোম্পানির শেয়ার দর। লেনদেন হওয়া মোট ৩৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ১১০ বেড়েছে ৮২টির, কমেছে ১৭৭টির আর অপরিবর্তিত থাকে ৪৪টির দর। গতকাল ৩৩০টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছিল ৮২টির, কমে ২১৪টির আর অপরিবর্তিত থাকে ৩৩ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার দর।

এদিন ডিএসইতে লেনদেনের শীর্ষ ১০ কোম্পানির মধ্যে রয়েছে– ইফাদ অটোস, শাহাজিবাজার পাওয়ার কো. লি., কনফিডেন্ট সিমেন্ট লি., ডরিন পাওয়ার, সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লি., এমজেএলবিডি, ইউনিক হোটেল এন্ড রিসোর্ট, কেয়া কসমেটিক্স লি., জেনারেশন নেক্সট টেক্সটাইল ও আফতাব অটোস।

এদিকে, আজ মঙ্গলবার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন গতকালের চেয়ে কমেছে। দিনশেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) ৫৩ কোটি ৩ লাখ টাকার লেনদেন হয়েছে। যা গতকালের চেয়ে ১০ কোটি ৪৮ লাখ টাকা কম। গতকাল সোমবার এই লেনদেন ৬৩ কোটি ৫১ লাখ টাকা ছিল। সোমবার লেনদেন আগের দিন রবিবারের চেয়ে ১০ কোটি ৬৩ লাখ টাকা কম ছিল।

এদিন সিএসই সার্বিক সূচক সিএএসপিআই ৭১.৯৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৮ হাজার ৫৪ পয়েন্টে। সিএসইতে গতকাল মোট লেনদেন হয় ২৫৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। দিনশেষে শেয়ার দর কমা কোম্পানি গতকালের চেয়ে কম । এদিন দর বেড়েছে ৮৯টির, কমেছে ১৩৫টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৪টির। আর গতকাল মোট লেনদেন হয়েছে ২৬৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার। এর মধ্যে দর বাড়ে ৭৯টির, কমে ১৬৬টির এবং অপরিবর্তিত থাকে ২৪টির।

এদিন সিএসইতে লেনদেনের শীর্ষে ছিল ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক ও বেক্সিমকো ফার্মা ।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ব্রিটিশ আমেরিকান টোব্যাকোর বোর্ড সভা পিছালো

batbcস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত খাদ্য ও আনুসাঙ্গিক খাতের কোম্পানি ব্রিটিশ আমেরিকান টোব্যাকো বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা পিছানো হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। আগামী ২৫ জুলাই আহবান করা হলেও তা পিছিয়ে ২৫ জুলাই করা হয়েছে।

সিমেন্ট খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বিকাল ছয়টায় গুলশানে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

হাইডেলবার্গ সিমেন্টের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

heidelberg-cementস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি হাইডেলবার্গ সিমেন্ট বাংলাদেশ লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সিমেন্ট খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা পৌনে তিনটায় গুলশানে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

ইসলামিক ফাইন্যান্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

islami fস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইসলামিক ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৪ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

সিমেন্ট খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বিকাল তিনটায় মতিঝিলের দিলকুশায় অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

৫৫ হাজার শেয়ার বিক্রয় করবেন উদ্দ্যোক্তা

unionস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ইউনিয়ন ক্যাপিটাল লিমিটেডের একজন উদ্দ্যোক্তা ৫৫ হাজার শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

মো. আবু তাহের নামে আর্থিক প্রতিষ্ঠানের এই উদ্দ্যোক্তার হাতে থাকা ৫ লাখ ৭৭ হাজার ৩১১টি শেয়ারের মধ্যে ৫৫ হাজার শেয়ার বিক্রয় করবেন।

এই উদ্দ্যোক্তা এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করবে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করা হবে বলে আর্থিক প্রতিষ্ঠানটির পক্ষ থেকে জানানো হয়।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

প্রগতি ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা আহবান

progotiস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি প্রগতি ইন্স্যুরেন্স লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৩ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় কারওয়ান বাজার অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

লভ্যাংশ ঘোষণা করবে ন্যাশনাল লাইফ : আজ বোর্ড সভা

boardস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের বোর্ড সভা আজ ১৯ জুলাই আহবান করা হয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৯(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির সর্বশেষ অর্থ বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের এই কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা সাড়ে তিনটায় কারওয়ান নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় শেয়ারহোল্ডারদের জন্য সর্বশেষ ২০১৬ সালরে ৩১ ডিসেম্বর সমাপ্ত বছরের লভ্যাংশ ঘোষণা করবে কোম্পানিটি।

স্টকমার্কেটবিডি.কম/শুভ

পাইওনিয়ার ইন্স্যুরেন্সের ২য় প্রান্তিকের বোর্ড সভা ২৫ জুলাই

PIONEER INSURANCE smbdস্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি পাইওনিয়ার ইন্স্যুরেন্স কোম্পানি লিমিটেডের দ্বিতীয় প্রান্তিকের বোর্ড সভা আগামী ২৫ জুলাই আহবান করা হয়েছে। মঙ্গলবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানা গেছে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (লিস্টিং) রেজুলেশন ২০১৫ এর ১৬(১) ধারা অনুযায়ী, এই বোর্ড সভায় কোম্পানিটির চলতি বছরের ৩০ জুন সমাপ্ত দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

বিমা খাতের কোম্পানিটির বোর্ড সভা এদিন বেলা ৪টায় গুলশানে অবস্থিত নিজস্ব প্রধান কার্যালয়ে অনুষ্ঠিত হবে।

এ সভায় চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের ইপিএস ও ন্যাভসহ অন্যান্য আর্থিক তথ্য শেয়ারহোল্ডারদের জানিয়ে দেওয়া হবে।

স্টকমার্কেটবিডি.কম/মোদক

আইডিবিকে ঋণের সুদহার কমানোর অনুরোধ অর্থমন্ত্রীর

idbবিশেষ প্রতিবেদক :

বিভিন্ন উন্নয়ন প্রকল্পের বিপরীতে ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি) বাংলাদেশকে যে ঋণ দেয়, সেই ঋণের সুদের হার কমানোর অনুরোধ করেছেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। গত মাসে জেদ্দায় আইডিবির বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়ে আইডিবির প্রেসিডেন্ট ড. বেন্দার মোহাম্মদ হাজ্জারকে ঋণের সুদের হার ও শর্ত কমানোর অনুরোধ করেন অর্থমন্ত্রী। একই সঙ্গে সারা দেশে চলমান ১০০টি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগ করতে সৌদি আরবের প্রতি আহ্বান জানান অর্থমন্ত্রী। অর্থমন্ত্রীর অনুরোধে সুদের হার নমনীয় করার পাশাপাশি অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আশ্বাস দেন তিনি। অর্থ মন্ত্রণালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র বলছে, উন্নয়ন প্রকল্পে দুভাবে ঋণ দেয় আইডিবি। বিদ্যুৎ খাতের প্রকল্পে কঠিন শর্তে ঋণ দিয়ে থাকে জেদ্দাভিত্তিক সংস্থাটি। সে ঋণের সুদের হার লন্ডন ইন্টার ব্যাংকের (লাইবর) রেটের আলোকে নির্ধারিত হয়। লাইবরের সঙ্গে আরো ১.৫৫ শতাংশ ঋণের সুদের হার ধরা হয়। লাইবর হার এখন ১ শতাংশ। এর সঙ্গে ১.৫৫ যোগ করে এর সঙ্গে কমিটমেন্ট ফি ০.২৫ শতাংশ ধরে সুদের হার প্রায় ৩ শতাংশের মতো হয়। আর বিদ্যুৎ প্রকল্পের বাইরে শিক্ষা ও স্বাস্থ্য খাতের প্রকল্পে আইডিবির ঋণ দেয় কম সুদে। সে ঋণের সুদের হার দেড় শতাংশ। এর বাইরে তেল আমদানির সময় আইডিবি থেকে ঋণ নিয়ে থাকে সরকার। সে ঋণের সুদের হার পড়ে গড়ে ৫ শতাংশ। তেল আমদানিতে আইডিবি থেকে ঋণ নেওয়ার আগে ‘হার্ড টার্ম লোন কমিটি’ থেকে অনুমোদন নিতে হয়।

ইআরডির কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, বর্তমানে বিশ্বব্যাংকের ঋণের সার্ভিস চার্জ ০.৭৫ শতাংশ। অর্থাৎ ১০০ টাকার সুদের হার ৭৫ পয়সা। জাইকার ঋণের সুদের হার সবচেয়ে কম; ০.১ শতাংশ। এ ছাড়া এশীয় উন্নয়ন ব্যাংকের গড় ঋণের সুদের হার ২ থেকে ৩ শতাংশ। এসব সংস্থার সঙ্গে তুলনা করলে আইডিবির ঋণের সুদের হার বেশি। গত মাসে আইডিবির বোর্ড অব গভর্নরস সভায় যোগ দিয়ে অর্থমন্ত্রী আইডিবির প্রেসিডেন্টের সঙ্গে বৈঠকে ফায়েল খায়ের কর্মসূচির আওতায় উপকূলীয় এলাকায় স্কুল-কাম শেল্টার সেন্টার নির্মাণ করে দেওয়ায় ধন্যবাদ জানান।

অর্থ মন্ত্রণালয় সূত্র জানায়, গত এপ্রিলে জেলা ও উপজেলায় ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শিরোনামের একটি প্রকল্প একনেক সভায় অনুমোদন দেয় সরকার। ওই প্রকল্পে সৌদি আরব ১০০ কোটি ডলার ঋণ দেওয়ার কথা রয়েছে। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ প্রায় আট হাজার কোটি টাকা। বোর্ড অব গভর্নরস সভায় অর্থমন্ত্রী বিষয়টি তুলে ধরে বলেন, ৫৬০টি মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন শিরোনামের প্রকল্পটি একনেক সভায় অনুমোদন পেয়েছে। এ প্রকল্পে অর্থায়ন প্রক্রিয়া ত্বরান্বিত করতে আইডিবির প্রেসিডেন্টকে অনুরোধ করেন অর্থমন্ত্রী।

স্টকমার্কেটবিডি.কম/