ফাস ফাইন্যান্সের ৫২৩ কোটি টাকা আত্মসাতের তথ্যপ্রমাণ পেয়েছে দুদক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আর্থিক প্রতিষ্ঠান ফাস ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের অর্থ কেলেঙ্কারির অনুসন্ধানে প্রাথমিকভাবে ৫২৩ কোটি টাকা আত্মসাতের তথ্যপ্রমাণ পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। অর্থ আত্মসাতের অভিযোগে গতকাল মঙ্গলবার একটি মামলা করার পর আজ বুধবার আরও ১২টি মামলা চূড়ান্ত করেছে দুদক। আগামীকাল বৃহস্পতিবার এই ১২টি মামলা করা হবে।

দুদক বলছে, প্রাথমিক অনুসন্ধানে তারা নিশ্চিত হয়েছে, অস্তিত্বহীন ১৩টি কাগুজে প্রতিষ্ঠানের নামে ফাস ফাইন্যান্স থেকে ৫২৩ কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে। এর মধ্যে অ্যান্ড বি ট্রেডিং নামের একটি প্রতিষ্ঠানের নামে জাল নথিপত্র তৈরি করে ৪৪ কোটি টাকা আত্মসাৎ করা হয়। প্রতিষ্ঠানটির স্বত্বাধিকারী পি কে হালদারের বন্ধু সুব্রত দাসের স্ত্রী শুভ্রা রানী ঘোষ। এ অভিযোগে গতকাল পি কে হালদার, অ্যান্ড বি ট্রেডিং–এর শুভ্রা রানী ঘোষসহ ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান সিদ্দিকুর রহমান, ভাইস চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, একাধিক পরিচালক, সাবেক এমডি রাসেল শাহরিয়ারসহ ১৩ জন কর্মকর্তার বিরুদ্ধে মামলা করে দুদক। তাঁদের মধ্যে রাসেলকে গতকাল বিকেলে মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।

দুদক সূত্র জানায়, রাসেল ফাস ফাইন্যান্সের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) থাকা অবস্থায় ক্ষমতার অপব্যবহার করে একক স্বাক্ষরেই প্রায় ৫০০ কোটি টাকা ঋণ প্রস্তাব বোর্ডে উপস্থাপন করে অনুমোদন করান। পরে সে টাকা পি কে হালদারের স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানিতে স্থানান্তর করেন। এ বিষয়ে আরও তথ্য উদ্ধারের জন্য রাসেলকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া হয়েছে।

দুদকের জনসংযোগ শাখা জানিয়েছে, ফাস ফাইন্যান্স থেকে অর্থ আত্মসাতের ঘটনায় আজ আরও ১২টি মামলার অনুমোদন দিয়েছে দুদক। ১২টি কাগুজে প্রতিষ্ঠানের ৪৭৯ কোটি টাকা আত্মসাৎ করা হয়। এর মধ্যে ন্যাচার এন্টারপ্রাইজের নামে ৪৫ কোটি টাকা, নিউট্রিক্যালের নামে ৩০ কোটি টাকা, এসএ এন্টারপ্রাইজের নামে ৪২ কোটি টাকা, সুখাদার নামে ৪০ কোটি টাকা, এমটিবি মেরিনের নামে ৪০ কোটি টাকা, হাল ইন্টারন্যাশনালের নামে ৪৫ কোটি টাকা, স্বন্দীপ করপোরেশনের নামে ৪০ কোটি টাকা, দিয়া শিপিংয়ের নামে ৪৪ কোটি টাকা, মুন এন্টারপ্রাইজের নামে ৩৫ কোটি টাকা, বর্ণ নামক প্রতিষ্ঠানের নামে ৩৮ কোটি টাকা, আরবি নামের একটি প্রতিষ্ঠানের নামে ৪০ কোটি টাকা ও মেরিন ট্রাস্ট নামের একটি প্রতিষ্ঠানে নামে ৪০ কোটি টাকা আত্মসাৎ করা হয়।

ইতিমধ্যে ফাস ফাইন্যান্সের চেয়ারম্যান, এমডি ও বোর্ডের সদস্যসহ ১৪ জন কর্মকর্তার বিদেশ গমনের ওপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠানটি থেকে ১ হাজার ৩০০ কোটি আত্মসাতের অভিযোগ রয়েছে। অনুসন্ধান শেষে প্রাথমিকভাবে ৫২৩ কোটি টাকা আত্মসাতের তথ্য পেল দুদক।

পি কে হালদারের বিপুল অর্থ কেলেঙ্কারির অনুসন্ধান করছেন দুদকের উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান। অ্যান্ড বি ট্রেডিংয়ের নামে ঋণ নিয়ে ৪৪ কোটি টাকা আত্মসাতের ঘটনায় গতকাল দায়ের করা মামলার বাদী ছিলেন তিনি।

স্টকমার্কেটবিডি.কম/জেড

ভারতে মূল্যস্ফীতি ৭ শতাংশ পেরিয়েছে

স্টকমার্কেটবিডি ডেস্ক:

মূল্যস্ফীতির রেকর্ড হচ্ছে দেশে দেশে। বিষয়টি হচ্ছে, প্রতি মাসেই যখন বিভিন্ন দেশের মূল্যস্ফীতির পরিসংখ্যান প্রকাশিত হচ্ছে, তখনই বলা হচ্ছে, এত বছর/মাসের মধ্যে সর্বোচ্চ। এবার সেই তালিকায় নাম লেখাল ভারত। দেশটির কেন্দ্রীয় ব্যাংকের বেঁধে দেওয়া ৬ শতাংশের লক্ষ্যমাত্রাও পেরোল জানুয়ারি মাসে।

দেশটির কেন্দ্রীয় পরিসংখ্যান বলছে, প্রধানত খাদ্যপণ্যের দাম বাড়ায় জানুয়ারি মাসে ভারতের মূল্যস্ফীতি ৬ শতাংশ পেরিয়ে গেছে—সাত মাসে সর্বাধিক। পাইকারি বাজারে অবশ্য ডিসেম্বরের থেকে জানুয়ারিতে সামান্য কমে ১২ দশমিক ৯৬ শতাংশ হয়েছে। তবে সেখানেও বেড়েছে খাদ্যপণ্যের দাম। ভারতে পাইকারি মূল্যস্ফীতি এ নিয়ে টানা ১০ মাস ১০ শতাংশের ওপরে থাকল। ইকোনমিক টাইমস সূত্রে এ খবর পাওয়া গেছে।

সারা বিশ্ব এখন মূল্যস্ফীতির ধাক্কা রীতিমতো কাঁপছে। এর মধ্যে রাশিয়া-ইউক্রেন যুদ্ধ লাগল বটে। তাতে বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম প্রতিদিনই বাড়ছে, আবার কিছুটা কমছে। ব্যারেলপ্রতি ব্রেন্ট ক্রুড তেলের দাম ৯৪ ডলারে উঠেছে। এই পরিস্থিতিতে বাংলাদেশে আবারও পেট্রল-ডিজেলের মূল্যবৃদ্ধির শঙ্কা থেকে যাচ্ছে। জ্বালানির দাম প্রতি ব্যারেল ৮০ ডলার পেরোনোর পর ইতিমধ্যে একবার দাম বাড়ানো হয়েছে। ১০০ ডলার পেরিয়ে গেলে আবারও তা বাড়তে পারে। তখন খাদ্যপণ্যসহ জিনিসপত্রের দাম আরও বাড়বে। সংশ্লিষ্ট মহলের মতে, সাধারণ মানুষের দুর্ভোগ যে আগামী দিনে বাড়তে চলেছে, সেই ইঙ্গিত স্পষ্ট।

তবে ভারতের রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন, মূল্যস্ফীতির হারের গতি নিচের দিকে।

স্টকমার্কেটবিডি.কম/

সারের দাম বাড়ানোর কথা কে বলেছে, প্রশ্ন অর্থমন্ত্রীর

অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

‘সারে ২৮ হাজার কোটি টাকা ভর্তুকি লাগবে, এই ভর্তুকি কমাতে অর্থ মন্ত্রণালয় থেকে চাপ দেওয়া হচ্ছে’, কৃষিমন্ত্রীর এই বক্তব্যে সারের দাম বাড়ানোর ইঙ্গিত রয়েছে। সাংবাদিকদের এ প্রশ্নে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ‘সারের দাম বাড়ানোর কথা কে বলেছে? উনি যদি ইঙ্গিত দিয়ে থাকেন আমার জানা নেই, আপনারা (গণমাধ্যম) কৃষিমন্ত্রীর সঙ্গে আলাপ করুন।

আমরা অর্থ মন্ত্রণালয় থেকে সবসময় দেশের, সরকারের ও জনগণের যে অর্থ এটা আমরা দেখাশোনা করি, এই ম্যানেজমেন্টের দায়িত্ব আমাদের। এখন সবাই যদি সাশ্রয়ী হন, এতে অপ্রয়োজনীয় জিনিস যাতে না কিনে সেটার দায়িত্ব নিয়েই কাজ করতে হবে। দিন শেষে অর্থ মন্ত্রণালয়কে বিভিন্ন উপায়ে অর্থের জোগান দিতে হয়। যদি এভাবে ঘাটতি পড়তে থাকে, তাহলে ঘাটতি পূরণের জন্য ব্যবস্থা নিতে হবে।’

আজ বুধবার অর্থমন্ত্রীর সভাপতিত্বে ভার্চুয়ালি সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠক শেষে দুপুরে এসব কথা বলেন তিনি।

ভর্তুকি কমানোর বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এ মুহূর্তে টোটাল অ্যামাউন্ট কী পরিমাণ লাগবে সেটা আমি জানি না। দাম বাড়ানো বা কমানোর কোনো প্রস্তাব আমাদের কাছে আসেনি। এলে হয়তো জানতে পারতাম বা জানতে পারব আমাদের কী পরিমাণ অর্থ লাগবে। আমার সেজন্য অপেক্ষা করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম/

পেনিনসুলা হোটেলের শেয়ার কিনল সায়মন রিসোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভূক্ত ভ্রমণ ও প্রণোদনা খাতের কোম্পানি দ্যা পেনিনসুলা চিটাগাং লিমিটেডের একজন শেয়ারহোল্ডার শেয়ার ক্রয় সম্পন্ন করেছেন। সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সূত্র জানায়, সায়মন বিচ রিসোর্ট লিমিটেড নামে এই শেয়ারহোল্ডার কোম্পানিটির ২৫ লাখ শেয়ার ক্রয় করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে এই পরিচালক উল্লেখিত পরিমাণ শেয়ার পাবলিক মার্কেট হতে ক্রয় করলেন।

স্টকমার্কেটবিডি.কম/বি

আইসিবির শেয়ার বিক্রি করবে বিডিবিএল

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি ইনভেষ্টমেন্ট করপোরেশন অফ বাংলাদেশ (আইসিবি) লিমিটেডের এক করপোরেট পরিচালক শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছে। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক (বিডিবিএল) লিমিটেড নামে কোম্পানিটির এ করপোরেট পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছে। বিডিবিএলের হাতে আইসিবির মোট ২০ কোটি ৬৪ লাখ ৩৮ হাজার ৪৯২টি শেয়ার রয়েছে।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়। এ করপোরেট পরিচালকের এসব শেয়ার চলমান বাজার দরে পাবলিক মার্কেটে বিক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে বেক্সিমকো; ২য় ফরচুন সুজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বেক্সিমকো লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির ১৩৭ কোটি ৩৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা ফরচুন সুজ লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৫০ কোটি ২৬ লাখ টাকার।

৪৫ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে- বাংলাদেশ শিপিং করপোরেশন (বিএসসি)র ৪৪ কোটি ৬৭ লাখ, সাইফ পাওয়ারটেকের ৩৮ কোটি ৪৬ লাখ, আনোয়ার গ্যালভানাইজিংয়ের ৩২ কোটি ২৮ লাখ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের ৩১ কোটি ২ লাখ, কুইন সাউথ টেক্সটাইলের ১৯ কোটি ৭ লাখ, ফার্মা এইডসের ১৯ কোটি ৬৪ লাখ ও রহিমা ফুড করপোরেশন লিমিটেডের ১৮ কোটি ১২ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/এস

  1. বেক্সিমকো লিমিটেড
  2. ফরচুন সুজ
  3. ওরিয়ন ফার্মা
  4. বাংলাদেশ শিপিং করপোরেশন
  5. সাইফ পাওয়ারটেক
  6. আনোয়ার গ্যালভানাইজিং
  7. ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স
  8. কুইন সাউথ টেক্সটাইল
  9. ফার্মা এইডস
  10. রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

আমরা বিদেশে মাংস রপ্তানি করব: প্রাণিসম্পদ মন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আমরা মাংস বিদেশ থেকে আমদানি করব না। বিদেশে মাংস রপ্তানি করব, সেই প্রত্যয় রয়েছে বলে আশা প্রকাশ করেছেন মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বুধবার দুপুরে রাজধানীর আগারগাঁওয়ে প্রাণিসম্পদ প্রদর্শনী-২০২২’ এর শুভ উদ্বোধন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

অনুষ্ঠানে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী বলেন, আমাদের পরিকল্পনা রয়েছে, আমরা মাংস বিদেশ থেকে আমদানি করব না। বিদেশে মাংস রপ্তানি করব, সেই প্রত্যয় আমাদের রয়েছে। আমাদের মাটি পরিবেশ জলবায়ু এবং প্রাকৃতিক খাবার পশুর জন্য খুবই উপাদেয়। আমাদের দেশে মাটি এত উর্বর যে সেখানে স্বাভাবিকভাবেই ঘাস জন্মায়। সেই কারণে অনেকেই প্রাণিসম্পদ খাতে আগ্রহী হয়ে উঠছেন। আমাদের এখন মৎস্য ও প্রাণিসম্পদ খাতে উন্নয়ন প্রয়োজন।

প্রাণিসম্পদ মন্ত্রী আরও বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রাণী সম্পদ উন্নয়নের দিগন্ত উন্মোচন করে দিয়েছেন। আমরা মাছ মাংস এবং ডিম উৎপাদনে স্বয়ংসম্পূর্ণতা অর্জন করেছি। আজকে বাংলাদেশ মাংস উৎপাদনে এমন পর্যায়ে পৌঁছাচ্ছে যা কল্পনার বাইরে ছিল।

তিনি আরো বলেন, প্রাণিসম্পদ খাতে যে বৈপ্লবিক পরিবর্তন এসেছে, তা জাতি গঠনে ভূমিকা রাখছে। আমাদের বয়স্ক মধ্যবয়স্ক এবং শিশুরা যদি পুষ্টিকর খাবার না পায়, পর্যাপ্ত মাছ মাংস না পায়, তাহলে তাদের মধ্যে রোগপ্রতিরোধ ক্ষমতার সৃষ্টি হবে না। তাদের মধ্যে মেধা ও সৃজনশীলতার বিকাশ ঘটবে না। ফলে আমাদের অর্থনীতি মুখ থুবরে পড়বে।

স্টকমার্কেটবিডি.কম/

দিনশেষে সূচক বাড়লেও কিছুটা কমেছে লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কিছুটা কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) লেনদেন কমলেও সূচক বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতূর্থ কার্যদিবস বুধবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৬.৯২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৭০৪৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১.২০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৫২১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.৩৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২৫৯৮ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১২১৩ কোটি ৬৪ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১২৩১ কোটি ৭ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৭৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৩৯টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৬২টির, আর দর অপরিবর্তিত আছে ৭৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, ফরচুন সুজ, ওরিয়ন ফার্মা, বাংলাদেশ শিপিং করপোরেশন, সাইফ পাওয়ারটেক, আনোয়ার গ্যালভানাইজিং, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স, কুইন সাউথ টেক্সটাইল, ফার্মা এইডস ও রহিমা ফুড করপোরেশন লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ২০ হাজার ৬৩৪ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ৩০৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১১৮টির, কমেছে ১৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৫টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ২৯ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৩০ কোটি ৯৯ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও সাইফ পাওয়ারটেক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

ক্রিস্টাল ইন্স্যুরেন্সের ঋণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বিমা খাতের কোম্পানি ক্রিস্টাল ইন্স্যুরেন্স লিমিটেডের ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ন্যাশনাল ক্রেডিট রেটিং লিমিটেড (এনসিআর)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় বিমাটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এএ-’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-২’।

২০২০ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে এনসিআর।

স্টকমার্কেটবিডি.কম/বি