রিটার্ন দাখিল সাড়ে ২৮ লাখ, আদায় ৪১০০ কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বিশেষ বিবেচনায় ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিলের শেষদিন ছিল ১ জানুয়ারি। এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছেন ২৮ লাখ ৫১ হাজার করদাতা। যার বিপরীতে আয়কর এসেছে ৪ হাজার ১০০ কোটি টাকা।

সোমবার জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ তথ্য জানা গেছে। দেশে বর্তমানে ৮২ লাখের বেশি কর শনাক্তকারী নম্বরধারী (টিআইএন) ব্যক্তি রয়েছেন।

গত বছরের একই সময় হিসাবে এবারের রিটার্ন দাখিল প্রবৃদ্ধির হার ২৩. ৯৮ শতাংশ। আর রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৪.৯৬ শতাংশ।

গত বছর এই সময় পর্যন্ত রিটার্ন দাখিল করেছিলেন ২২ লাখ ৯৯ হাজার ৬২৫ করদাতা। যার বিপরীতে আয়কর এসেছিল তিন হাজার ২৮১ কোটি টাকা।

এছাড়া রিটার্ন দাখিলের জন্য সময় বৃদ্ধির আবেদন জমা পড়েছে ২ লাখ ৫০ হাজারের বেশি।

স্টকমার্কেটবিডি.কম////

২০২৩ সালেই মন্দার কবলে পড়বে বিশ্ব–আইএমএফ প্রধান

স্টকমার্কেটবিডি ডেস্ক :

নতুন বছরে বিশ্ব অর্থনীতির জন্য অশনি এক বার্তা দিল আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ)। সংস্থাটি বলছে, নতুন বছরেই মন্দার কবলে পড়বে বিশ্ব।

আইএমএফের ব্যবস্থাপনা পরিচালক ক্রিস্টালিনা জর্জিয়েভা মন্দার এ আশঙ্কার কথা জানিয়েছেন। ব্রিটিশ গণমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। নতুন বছরের শুরুতেই বিশ্ব অর্থনীতি নিয়ে এমন আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যা উদ্বেগ ছড়াচ্ছে বিশ্বের দেশে দেশে।

ক্রিস্টালিনা জর্জিয়েভা বলেন, নতুন বছর তথা ২০২৩ সালের বিশ্ব অর্থনীতি গত বছরের তুলনায় কঠিন সময় পার করবে। কারণ, যুক্তরাষ্ট্র, চীন ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) অর্থনীতির গতি এরই মধ্যে মন্থর হয়ে গেছে।

স্টকমার্কেটবিডি.কম/////

ডিসেম্বর মাসে রেকর্ড রপ্তানি আয় : ইপিবি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ডিসেম্বরে পণ্য রপ্তানি থেকে আয় আগের বছরের একই সময়ের তুলনায় ৯ দশমিক ৩৩ শতাংশ বেড়ে ৫ দশমিক ৩৭ বিলিয়ন ডলারে দাঁড়িয়েছে, যা বাংলাদেশে ১ মাসে রপ্তানি আয়ের একটি রেকর্ড।

এর আগে সর্বোচ্চ ৫ দশমিক শূন্য ৯ বিলিয়ন ডলার রপ্তানি আয় হয়েছিল ২০২২ সালের নভেম্বরে।

তবে, রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য অনুযায়ী, ডিসেম্বরের আয় ৫ দশমিক ৪২ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রা থেকে ১ দশমিক শূন্য ৩ শতাংশ কম।

তথ্য অনুযায়ী, চলতি অর্থবছরের জুলাই থেকে ডিসেম্বরে প্রথম ৬ মাসে রপ্তানি আয় হয়েছে ২৭ দশমিক ৩২ বিলিয়ন ডলার, যা ২৭ দশমিক ১৯ বিলিয়ন ডলারের লক্ষ্যমাত্রার চেয়ে শূন্য দশমিক ৪৪ শতাংশ বেশি।

জুলাই থেকে ডিসেম্বরের সম্পূর্ণ রপ্তানির তথ্য এখনো প্রকাশ করতে পারেনি ইপিবি।

স্টকমার্কেটবিডি.কম////

১২ কেজি এলপিজির দাম কমল ৬৫ টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভোক্তা পর্যায়ে ১২ কেজি তরল পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ৬৫ টাকা কমেছে। আজ সোমবার দুপুর সাড়ে ১২টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এলপিজি সিলিন্ডারের নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের চেয়ারম্যান (বিইআরসি) আব্দুল জলিল।

বিইআরসি চেয়ারম্যান জানান, জানুয়ারি মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম এক হাজার ২৩২ টাকা নির্ধারণ করা হয়েছে। গত মাসে ছিল এক হাজার ২৯৭ টাকা। সে হিসাবে ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম কমেছে ৬৫ টাকা। আজ সোমবার সন্ধ্যা ৬টা থেকেই নতুন নির্ধারিত দাম কার্যকর হবে।

তবে সরকারি পর্যায়ে সাড়ে ১২ কেজি সিলিন্ডারের দাম পরিবর্তন হয়নি, তাই সেটি আগের মতো ৫৯১ টাকাই রয়েছে।

জ্বালানি খাতের নিয়ন্ত্রক সংস্থা বিইআরসি প্রতি কেজি এলপিজির খুচরা দাম ১০২ টাকা ৭০ পয়সা নির্ধারণ করেছে। সে অনুযায়ী ৫.৫ কেজি, ১২ কেজি, সাড়ে ১২ কেজি, ১৫, ১৬, ১৮ কেজি, ২০, ২৫, ৩০, ৩৫ কেজি এবং ৪৫ কেজি ওজনের সিলিন্ডারগুলোর দাম ঠিক করা হবে। আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য রাখতে সৌদি আরামকো কম্পানির প্রপেন ও বিউটেনের দামের সঙ্গে সমন্বয় করে প্রতি মাসে এলপিজির মূল্য ঘোষণা করে বিইআরসি।

স্টকমার্কেটবিডি.কম////

পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিংয়ের বোনাস লভ্যাংশ বাতিল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত কাগজ ও মুদ্রণ শিল্প খাতের কোম্পানি পেপার প্রসেসিং এন্ড প্যাকেজিং লিমিটেডের শেয়ারহোল্ডারদের জন্য ঘোষিত লভ্যাংশ বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কশিমন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

এর আগে কোম্পানিটি গত বছরের শেয়ারহোল্ডারদের জন্য ৭ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করে।

এই ঘোষিত লভ্যাংশটিকে বাতিল করে দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি।

স্টকমার্কেটবিডি.কম/এম

লেনদেনের শীর্ষে ওরিয়ন ফার্মা; ২য় মুন্নু সিরামিকস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে ওরিয়ন ফার্মা লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৯ কোটি ৮৮ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা মুন্নু সিরামিকস লিমিটেড শেয়ার লেনদেন হয়েছে ৮ কোটি ৩৯ লাখ টাকার।

ইন্ট্রাকো রি-ফুয়েলিং লিমিটেড ৭ কোটি ৯৭ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-  আনোয়ার গ্যালভানাইজিংর ৭ কোটি ৯১ লাখ, ওরিয়ন ইনফিউশনের ৭ কোটি ৮৯ লাখ, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পার ৬ কোটি ৮৬ লাখ, বসুন্ধরা পেপার মিলসের ৬ কোটি ৬৬ লাখ, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির ৫ কোটি ৭৮ লাখ, জেনেক্স ইনফোসিসের ৪ কোটি ৬০ লাখ ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেডের ৩ কোটি ৪৩ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

দেশ গার্মেন্টসের ঝণমান প্রকাশ

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র ও পোশাক শিল্প খাতের কোম্পানি দেশ গার্মেন্টস লিমিটেড ঋণমান প্রকাশ করেছে। সম্প্রতি এই রেটিং প্রকাশ করেছে ওয়াসো ক্রেডিট রেটিং কোম্পানি (বিডি) লিমিটেড (ডাব্লিউসিআরসিএল)। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়।

সূত্রটি জানায়, উক্ত সময় কোম্পানিটির দীর্ঘমেয়াদি ঋণমান এসেছে ‘এ৩’। আর স্বল্প মেয়াদি ঋণমান এসেছে ‘এসটি-৩’।

২০২২ সালের ৩০ জুন সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও হালনাগাদ অন্যান্য আর্থিক উপাত্তের ভিত্তিতে এ সিদ্ধান্তে উপনীত হয়েছে ডাব্লিউসিআরসিএল।

স্টকমার্কেটবিডি.কম///

  1. ওরিয়ন ফার্মা
  2. মুন্নু সিরামিকস
  3. ইন্ট্রাকো রি-ফুয়েলিং
  4. আনোয়ার গ্যালভানাইজিং
  5. ওরিয়ন ইনফিউশন
  6. সী পার্ল বিচ রিসোর্ট
  7. বসুন্ধরা পেপার মিলস
  8. চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স
  9. জেনেক্স ইনফোসিস
  10. বাংলাদেশ মনোস্পুল পেপার লিমিটেড।

ডিএসইতে ১৪৬ ও সিএসইতে ৬ কোটি টাকার লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) সবগুলো সূচক কমেছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে কমেছে অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন কমেছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৭.৪৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৭৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৪.৫৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৫১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ২.১৭০ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ১৪৬ কোটি ৫১ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ১৭৮ কোটি ৪২ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩২৯টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৭টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৫৮টির, আর দর অপরিবর্তিত আছে ১৬৪টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ওরিয়নফার্মা, মুন্নু সিরামিকস, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, আনোয়ার গ্যালভানাইজিং, ওরিয়ন ইনফিউশন, সী পার্ল বিচ রিসোর্ট অ্যান্ড স্পা,বসুন্ধরা পেপার মিলস, চার্টার্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি, জেনেক্স ইনফোসিস ও বাংলাদেশ মনোস্পুল পেপার ম্যানুফ্যাকচারিং কোং লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৪.৬৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১৮ হাজার ২৫৮ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, কমেছে ৫১টির ও দর অপরিবর্তিত রয়েছে ৮৯টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৬ কোটি ১২ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেন হয়েছে ১০ কোটি ৪২ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে প্রাইম ইন্স্যুরেন্স ও ওরিয়ন ফার্মা লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

ভারত সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক: সুপ্রিম কোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৬ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বৈধ ও সঠিক ছিল। সোমবার একথা জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

বিচারপতি এস আব্দুল নাজির, বি আর গবাই, এ এস বোপান্না, ভি রামা সুব্রামনিয়াম, বি ভি নাগরত্না- নিয়ে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের ৪ সদস্যই সরকারের পক্ষে রায় দিয়েছে। একমাত্র নারী বিচারপতি বি ভি নাগরত্নার অভিমত ছিল সরকারের নোট বাতিলের এই সিদ্ধান্ত সঠিক নয়। এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আরবিআই’এর। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার ছিল না। যদিও ৪:১ রায়ের প্রেক্ষিতে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে সিলমোহর পড়েছে।

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে পিটিশনগুলি জমা পরে, তা খারিজ করে দিয়ে আদালতের সংখ্যাগরিষ্ঠ বেঞ্চের অভিমত ‘নোট বাতিল এর আগে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এর মধ্যে আলোচনা হয়েছিল। এই ধরনের ব্যবস্থা আনার জন্য একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিল। কোন স্বৈরাচারী ভাবধারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।

শীর্ষ আদালতের আরো বক্তব্য, ‘নোট বাতিল করার জন্য আরবিআই’এর কোনো স্বাধীন ক্ষমতা নেই। কেন্দ্র এবং আরবিআই এর মধ্যে দীর্ঘ এই আলোচনার পরে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অর্থনৈতিক নীতি হওয়ায় এই সিদ্ধান্তটি আর বদল করা যাবে না।’

স্টকমার্কেটবিডি.কম/////