ভারত সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক: সুপ্রিম কোর্ট

স্টকমার্কেটবিডি ডেস্ক :

২০১৬ সালে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন ভারতের কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্ত বৈধ ও সঠিক ছিল। সোমবার একথা জানিয়ে দিয়েছেন দেশটির শীর্ষ আদালত সুপ্রিম কোর্ট।

বিচারপতি এস আব্দুল নাজির, বি আর গবাই, এ এস বোপান্না, ভি রামা সুব্রামনিয়াম, বি ভি নাগরত্না- নিয়ে গঠিত ৫ সদস্যের সাংবিধানিক বেঞ্চের ৪ সদস্যই সরকারের পক্ষে রায় দিয়েছে। একমাত্র নারী বিচারপতি বি ভি নাগরত্নার অভিমত ছিল সরকারের নোট বাতিলের এই সিদ্ধান্ত সঠিক নয়। এই সিদ্ধান্ত নেওয়া উচিত ছিল আরবিআই’এর। এক্ষেত্রে সরকারের হস্তক্ষেপ করার কোনো এখতিয়ার ছিল না। যদিও ৪:১ রায়ের প্রেক্ষিতে নোট বাতিলের সিদ্ধান্ত সঠিক বলে সিলমোহর পড়েছে।

কেন্দ্রীয় সরকারের নোট বাতিলের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে শীর্ষ আদালতে যে পিটিশনগুলি জমা পরে, তা খারিজ করে দিয়ে আদালতের সংখ্যাগরিষ্ঠ বেঞ্চের অভিমত ‘নোট বাতিল এর আগে কেন্দ্র ও রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া (আরবিআই) এর মধ্যে আলোচনা হয়েছিল। এই ধরনের ব্যবস্থা আনার জন্য একটি যুক্তিসঙ্গত সম্পর্ক ছিল। কোন স্বৈরাচারী ভাবধারা এই সিদ্ধান্ত প্রভাবিত হয়নি।

শীর্ষ আদালতের আরো বক্তব্য, ‘নোট বাতিল করার জন্য আরবিআই’এর কোনো স্বাধীন ক্ষমতা নেই। কেন্দ্র এবং আরবিআই এর মধ্যে দীর্ঘ এই আলোচনার পরে নোট বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল এবং অর্থনৈতিক নীতি হওয়ায় এই সিদ্ধান্তটি আর বদল করা যাবে না।’

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *