পাসপোর্টে ডলার এনডোর্সমেন্টে কড়াকড়ি

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভ্রমণ কোটায় বছরে একজনের নামে সর্বোচ্চ ১২ হাজার ডলার সমপরিমাণ বৈদেশিক মুদ্রা পাসপোর্টে এনডোর্সমেন্ট বা অনুমোদন করতে পারে ব্যাংক বা মানিচেঞ্জার। তবে ভালোভাবে যাচাই না করেই অনেকের পাসপোর্টে বেশি এনডোর্সমেন্টের তথ্য পেয়েছে কেন্দ্রীয় ব্যাংক। এ জন্য এ বিষয়ে কাড়াকড়ি আরোপ করেছে বাংলাদেশ ব্যাংক। এখন থেকে পাসপোর্টের পাতার পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনলাইন পদ্ধতিতে যাচাই করতে হবে। গতকাল এ-সংক্রান্ত একটি নির্দেশনা ব্যাংকগুলোর প্রধান নির্বাহীদের কাছে পাঠানো হয়।

সার্কুলারে বলা হয়েছে, আবশ্যিকভাবে পাসপোর্টের পাতায় আগের এনডোর্সমেন্টের পরিমাণ যাচাই করতে হবে। পাশাপাশি বাংলাদেশ ব্যাংকের অনলাইন টিএম ফরেন মনিটরিং সিস্টেম, ইন্টারন্যাশনাল কার্ড মনিটরিং সিস্টেম বা অনলাইন মানি চেঞ্জার মনিটরিং সিস্টেমে যাচাই করে বৈদেশিক মুদ্রা অনুমোদন করতে হবে। একই পঞ্জিকা বছরে নতুন পাসপোর্ট নিলে ব্যয়ের পরিমাণ যাচাই করেই বৈদেশিক মুদ্রা ছাড় করতে হবে।

স্টকমার্কেটবিডি.কম////

লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং; ২য় জেনেক্স ইনফোসিস

স্টকমার্কেটবিডি ডেস্ক :

সপ্তাহের চতুর্ত কার্যদিবস বুধবার দিনশেষে প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পােরেশন লিমিটেড। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা গেছে, এদিন কোম্পানিটির ৭০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে জেনেক্স ইনফোসিস লিমিটেডের শেয়ার লেনদেন হয়েছে ৬২ কোটি ১০ লাখ টাকার।

শাইন পুকুর সিরামিক্স ৫৭ কোটি ৩ লাখ টাকার শেয়ার লেনদেনের মাধ্যমে তৃতীয় স্থানে উঠে এসেছে।

লেনদেনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলোর মধ্যে রয়েছে-অলিম্পিক ইন্ডাস্ট্রিজের ৩৬ কোটি ৬২ লাখ, ওরিয়ন ফার্মার ৩৫ কোটি ৫৩ লাখ, আমরা নেটওয়ার্কসের  ২৭ কোটি ১৬ লাখ, সি পার্লস স্পা এন্ড রিসোর্টের ২৫ কোটি ৯৫ লাখ, ইস্টার্ন হাউজিংয়ের ২২ কোটি ৩৯ লাখ, জেমিনী সী ফুডসের ২০ কোটি ৯৭ লাখ ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেডের ২০ কোটি ৩১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/////

  1. বাংলাদেশ শিপিং কর্পােরেশন
  2. জেনেক্স ইনফোসিস
  3. শাইনপুকুর সিরামিক্স
  4. অলিম্পিক ইন্ডাস্ট্রিজ
  5. ওরিয়ন ফার্মা
  6. আমরা নেটওয়ার্কস
  7. সী পার্লস স্পা
  8. ইস্টার্ন হাউজিং
  9. জেমিনী সী ফুডস
  10. বেক্সিমকো ফার্মা লিমিটেড।

দিনশেষে লেনদেন ও সূচকের উত্থান

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) দিন শেষে সূচকের উত্থান হয়েছে। তবে এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে অনেকটা বেড়েছে। অপরদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের চতুর্ত কার্যদিবস বুধবার ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১০.২৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬২৯৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৫.১০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩৭৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৬.৮৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২২৪১ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৭৪৮ কোটি ৪৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৫৫৩ কোটি  ১৯ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৩৬টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৪৪টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ১২০টির, আর দর অপরিবর্তিত আছে ১৭২টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো –বাংলাদেশ শিপিং কর্পােরেশন, জেনেক্স ইনফোসিস, শাইনপুকুর সিরামিক্স, অলিম্পিক ইন্ডাস্ট্রিজ, ওরিয়ন ফার্মা, আমরা নেটওয়ার্কস, সী পার্লস স্পা এন্ড রিসোর্ট, ইস্টার্ন হাউজিং, জেমিনী সী ফুডস ও বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩১.৫১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮ হাজার ৫৭১ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ১৪৮টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ২৫টির, কমেছে ৬২টির ও দর অপরিবর্তিত রয়েছে ৬১টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২০ কোটি ৬ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেন হয়েছে ৬ কোটি ১৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে সী পার্লস স্পা এন্ড রিসোর্ট ও শাইনপুকুর সিরামিক্স লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম////

গ্যাসের দাম কমানো যায়, হিসাব দেখাল বিজিএমইএ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

ভর্তুকির চাপ কমাতে ফেব্রুয়ারি থেকে গ্যাসের নতুন যে দর ঠিক করেছে সরকার, সব রকম খরচ হিসাবে ধরলেও তা আরও কমানো সম্ভব বলে মনে করছে বিজিএমইএ।

গতকাল মঙ্গলবার ঢাকার উত্তরায় বিজিএমইএর স্থায়ী কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে সমিতির সভাপতি ফারুক হাসান হিসাব দেখিয়ে এই একথা বলেন। স্পট মার্কেট বা খোলা বাজার থেকে চড়া দামে এলএনজি কিনতে গিয়ে চলতি ফেব্রুয়ারি থেকে গ্যাসের দাম সর্বোচ্চ ১৭৮ শতাংশ বাড়ানো হয়েছে সরকারের এক নির্বাহী আদেশে।

আগে যেখানে গ্যাসের দাম ছিল প্রতি ইউনিট ১০ টাকা থেকে ১২ টাকার মধ্যে, এখন শিল্প-বাণিজ্যের গ্রাহকদের ৩০ টাকা দিতে হচ্ছে। বিজিএমইএ সভাপতি বলেন, ‘দেশীয় গ্যাস, আন্তর্জাতিক বাজার থেকে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় এলএনজি গ্যাস এবং খোলা বাজার বা স্পট মার্কেট থেকে তাৎক্ষণিক কেনা এলএনজি গ্যাসের মিশ্রণই জাতীয় গ্রিডের গ্যাস। এই ক্ষেত্রে দেখা যায়, দীর্ঘমেয়াদি চুক্তির গ্যাসগুলোর দাম প্রতি ইউনিট ১২ থেকে ১৩ ডলারের মধ্যে ঘোরাফেরা করে। আর স্পট মার্কেটের এলএনজি এক সময় বেড়ে গিয়ে প্রতি ইউনিট ৭০ ডলারে উঠে গেলেও এখন সেটা কমে ১৭/১৮ ডলারে নেমেছে।’

তিনি বলেন, ‘আমরা বিজিএমইএ থেকে যেটা বলতে চাচ্ছি, তা হচ্ছে আগে যখন বেশি প্রাইস ছিল, সেই সময় গ্যাসের দাম ঠিক করা হয়েছিল। এখন স্পট এলএনজির দামটা অনেক কমেছে।

সংবাদ সম্মেলনে বিজিএমইএ সভাপতি গ্যাসের দামের পাশাপাশি গ্যাস-বিদ্যুৎ খাতের দুর্নীতি নিয়েও সরব হন। তিনি বলেন, ব্যক্তির দুর্নীতির দায়ভার দিন শেষে সাধারণ ভোক্তাদের উপর পড়ে এবং তারা ক্ষতিগ্রস্ত হয়।

স্টকমার্কেটবিডি.কম/বি

জেনারেশন নেক্সটের ১০ লাখ শেয়ার ক্রয়ের ঘোষণা

স্টকমার্কেটবিডি ডেস্ক:

শেয়ারবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি জেনারেশন নেক্সট ফ্যাশন লিমিটেডের এক কর্পোরেট পরিচালক শেয়ার ক্রয়ের ঘোষণা দিয়েছেন। ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।

এ জে কর্পোরেশন লিমিটেড নামে কোম্পানিটির এই পরিচালক ১০ লাখ শেয়ার শেয়ার চলমান বাজার দরে ক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।

ঘোষণার পর ৩০ দিনের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার ক্রয় করা হবে বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।

তবে এই পরিচালক এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে হতে ক্রয় করা হবে।

স্টকমার্কেটবিডি.কম/এম.

রমজানে পণ্য সংকট হবে না : বাণিজ্যমন্ত্রী

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

আসন্ন রমজানে কোনো সমস্যা অর্থাৎ পণ্য সংকট হবে না বলে আশ্বাস দিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘এখন দরকার ডলার সেভ (সংরক্ষণ) করা। আমরা নিত্যপ্রয়োজনীয় পণ্যের মধ্যে যেটি অপরিহার্য, সেটিতেই বেশি জোর দিচ্ছি। তাই রমজানে পণ্য সংকট হবে না।

বুধবার সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে তিনি সাংবাদিকদের এ আশ্বাস দেন।

ফল আমদানিতে সমস্যা হচ্ছে, এলসি (ঋণপত্র) খোলা যাচ্ছে না, ফলের দাম দিনদিন বেড়ে যাচ্ছে; অথচ রোজায় ফলের চাহিদা থাকে ব্যাপক- এ বিষয়ে জানতে চাইলে বাণিজ্যমন্ত্রী জানান, ‘ফল-তো আমাদের দেশে প্রচুর হচ্ছে। এখন আমাদের দেখতে হচ্ছে যাতে বৈদেশিক মুদ্রায় অতিরিক্ত চাপ না পড়ে। এছাড়া দেশে যে ফল উৎপাদন হচ্ছে, সেটিরও একটি মূল্য পাওয়া দরকার।

যে জন্য এটি (এলসি) একটু রেসট্রিক্ট (সীমিত) করা হয়েছে। সময় ভালো হলেই খুলে দেওয়া হবে। ’

স্টকমার্কেটবিডি.কম///

পিপলস লিজিংয়ের লেনদেন বন্ধের সময় ৮১ দফা বাড়লো

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত আর্থিক খাতের কোম্পানি পিপলস লিজিং এন্ড ফাইন্যান্সিয়াল সার্ভিসেস লিমিটেডের শেয়ার লেনদেন বন্ধ রাখার সময় আবারও বেড়েছে। কোম্পানিটিকে আগামীকাল ৯ফেব্রুয়ারি থেকে ৮১ দফায় আরও ১৫ দিন শেয়ার লেনদেন বন্ধ রাখার আদেশ দিয়েছে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা যায়, গত ২০১৮ সালের ১৪ জুলাই থেকে ১২ আগস্ট পর্যন্ত পিপলস লিজিংয়ের শেয়ার লেনদেন বন্ধের ঘোষণা করে ডিএসই। ঢাকা স্টক এক্সচেঞ্জের ৯৩২তম বোর্ড সভায় সেই স্থগিতাদেশই বর্ধিত করে গত ১৩ আগস্ট থেকে ২৭ আগস্ট করা হয়।

এরপর আবারো দ্বিতীয় দফায় ২৮ আগস্ট থেকে ১২ সেপ্টেম্বর পর্যন্ত, ৩য় দফায় গত ১২ সেপ্টেম্বর থেকে ২৬ সেপ্টেম্বর পর্যন্ত, ৪র্থ দফায় ২৭ সেপ্টেম্বর থেকে ১৩ অক্টোবর, ৫ম দফায় ১৩ অক্টোবর থেকে ২৮ অক্টোবর, ৬ষ্ঠ দফায় ২৮ অক্টোবর থেকে ১০ নভেম্বর, ৭ম দফায় ১১ নভেম্বর থেকে ২৫ নভেম্বর ৮ম দফায় ২৬ নভেম্বর থেকে ১০ ডিসেম্বর, ৯ম দফায় ১১ ডিসেম্বর থেকে ২৪ ডিসেম্বর,

২০১৯ সালের ১০ম দফায় থেকে ৩০ দফায় এই লেনদেন বন্ধ রাখা হয়।

৩০ দফায় ২০২০ সালের ২৭ ডিসেম্বর হতে ২০২১ সালের ১১ জানুয়ারি আর ৩১ দফায় ১২ জানুয়ারি হতে ২৭ জানুয়ারি। একই বছরের ৫২ দফায় ২৪ নভেম্বর হতে ৮ ডিসেম্বর, ৫৩ দফায় ৯ ডিসেম্বর হতে ২৩ ডিসেম্বর পর্যন্ত লেনদেন বন্ধ রাখা হয়।

আর ৫৪ দফায় ২০২১ সালের ২৪ ডিসেম্বর হতে ২০২২ সালের ৭ জানুয়ারি থেকে ৭৮ দফায় ২১ ডিসেম্বর থেকে ৯ জানুয়ারি, ৭৯ দফায় ১০ জানুয়ারি হতে ২৪ জানুয়ারি, ৮০ দফায় ২৫ জানুয়ারি হতে ৭ ফেব্রুয়ারি এবং ৮১ দফায় আগামীকাল ৯ ফেব্রুয়ারি থেকে আরো ১৫ দিন পর্যন্ত লেনদেন বন্ধ রাখার ঘোষণা দেয় ডিএসই।

স্টকমার্কেটবিডি.কম/বি

এনবিআরের প্রাক-বাজেট আলোচনা শুরু বৃহস্পতিবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এবারের প্রাক-বাজেট আলোচনা আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে। বিভিন্ন খাতের ব্যবসায়ী সংগঠনের পাশাপাশি পেশাজীবীদের সঙ্গে আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটের কর-সংক্রান্ত বিষয়ে মতবিনিময় করবে এনবিআর। এ আলোচনা চলবে আগামী ২০ মার্চ পর্যন্ত।

আগামীকাল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার মালিকদের সঙ্গে আলোচনার মাধ্যমে প্রাক-বাজেট আলোচনা শুরু করবেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম। রাজধানীর সেগুনবাগিচায় রাজস্ব ভবনের সভাকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। এর পর ধারাবাহিকভাবে শুল্ক, ভ্যাট ও আয়কর বিষয়ে খাতভিত্তিক প্রতিনিধিত্বকারী প্রতিষ্ঠান ও সংগঠনগুলোর সঙ্গে প্রাক-বাজেট আলোচনা হবে। ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর ও সিলেটে আলাদা প্রাক-বাজেট আলোচনা হবে।

দেশের শিল্প বিকাশে বিভিন্ন খাতের প্রতিনিধিরা প্রাক-বাজেট আলোচনায় কর-সংক্রান্ত যেসব প্রস্তাব দেবেন, সেগুলো পর্যালোচন ও যাচাই-বাছাই করে বাজেটে অন্তর্ভুক্ত করার বিষয়ে অর্থ মন্ত্রণালয়কে সুপারিশ করবে এনবিআর।

স্টকমার্কেটবিডি.কম/////

লোকসানে আলহাজ টেক্সটাইল

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারের তালিকাভুক্ত বস্ত্র শিল্প খাতের কোম্পানি আলহাজ টেক্সটাইল লিমিটেডের চলতি বছরের দ্বিতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করা হযেছে। এই প্রান্তিকে কোম্পানিটি মুনাফা থেকে লোকসানে নেমেছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

মঙ্গলবার (৭ ফেব্রুয়ারি) অনুষ্ঠিত বোর্ড সভায় চলতি বছরের এই প্রান্তিকের অনিরীক্ষিত এই আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে কোম্পানিটির পরিচালনা বোর্ড।

কোম্পানিটির দ্বিতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন অনুযায়ী, তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর,২২) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) হয়েছে ০.২১ টাকা। গত বছরের এ সময়ের কোম্পানিটির শেয়ার প্রতি আয় ছিল ০.০৯ টাকা।

এই প্রান্তিকে কোম্পানির শেয়ার প্রতি প্রকৃত সম্পদের মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৯.৪৭ টাকা। যা গত বছরের ৩০ জুন ছিল ৯.৫২ টাকা।

স্টকমার্কেটবিডি.কম/এম