দিনশেষে সূচকের অবস্থান কমেছে

low indexনিজস্ব প্রতিবেদক :

দেশের উভয় শেয়ারবাজারে নিম্নমুখী প্রবণতায় লেনদেন হয়েছে। মঙ্গলবার দিনশেষে সূচকের অবস্থান কমেছে। পাশাপাশি লেনদেনও তুলনামুলক কমেছে।

দিনশেষে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক আগের দিনের চেয়ে ২৯ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৮৩৮ পয়েন্টে।

এ সময়ে লেনদেন নেওয়া ৩০৯টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ড। এর মধ্যে দর বেড়েছে ৮৮টির, কমেছে ১৮৬টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৫টির শেয়ার দর।

এদিন লেনদেন হয়েছে ২০২ কোটি ৫২ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড। আগের দিন লেনদেন হয়েছিল ২৬৬ কোটি ৯৬ লাখ টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ মূল্য সূচক একই সময়ে ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১৪ হাজার ৯১৩ পয়েন্টে। এ সময়ে লেনদেন হওয়া ২৪১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ১৩২টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৮টির।

লেনদেন হয়েছে ৭০ কোটি টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ড।

স্টকমার্কেটবিডি.কম/এএআর

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *