স্টকমার্কেটবিডি ডেস্ক :
শেয়ারবাজারে তালিকাভুক্ত প্রকৌশল খাতের কোম্পানি এসএস স্টিল লিমিটেড আইপিও থেকে উত্তোলিত অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, ঋণ পরিশোধ ও আল ফালাহ স্টিল এন্ড বি-রোলিং মিলস একটি ইস্পাত কোম্পানিতে এসব অর্থ বিনিয়োগের সিদ্ধান্ত নিয়েছে কোম্পানিটি। তবে কোন খাতে আইপিওর কত টাকা খরচ করা হবে তা জানানো হয়নি।
এরই লক্ষ্যে কোম্পানিটি বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করেছে। আগামী ৩ সেপ্টেম্বর বেলা ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে এই ইজিএমটি অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৪ আগষ্ট।
গত জুলাইয়ে আইপিও অনুমোদনের পর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) জানায়, ১০ টাকা অভিহিত মূল্যে আড়াই কোটি শেয়ার ইস্যুর মাধ্যমে শেয়ারবাজার থেকে ২৫ কোটি টাকার মূলধন সংগ্রহ করবে এসএস স্টিল।
সংগৃহীত অর্থে যন্ত্রপাতি ক্রয় ও স্থাপন, ভবন নির্মাণ এবং আইপিওর ব্যয় নির্বাহে খরচ করবে বলে জানিয়েছিল কোম্পানিটি।
স্টকমার্কেটবিডি.কম///