ইভ্যালিতে প্রতারণার স্বীকার গ্রাহকদের জন্য আপডেট আসছে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

গ্রাহকদের সঙ্গে প্রতারণার অভিযোগে বন্ধ হয়ে গেছে ই কমার্স প্রতিষ্ঠান ইভ্যালি। বেশ কয়েকটি মামলায় প্রতিষ্ঠানটির সিইও মোহাম্মদ রাসেল ও তার স্ত্রী শামীমা নাসরিন কারাগারে আছেন। কিন্তু গ্রাহকের টাকার কী হবে? অসংখ্য গ্রাহক বিনিয়োগকৃত টাকা ফেরত পাওয়ার দিন গুনছেন। তাদের আশার বাণী শোনানোর কেউ নেই। প্রশ্ন উঠেছে, ইভ্যালি কি ডেসটিনির পরিণতি ভোগ করতে যাচ্ছে? গ্রাহকরা কি আর টাকা ফেরত পাবেন না?

গত বছরের ১৮ অক্টোবরের পর থেকে ইভ্যালির ফেসবুক পেইজে কোনো পোস্ট হয় না। ওয়েবসাইট-অফিস সব বন্ধ। গ্রাহকরা কার কাছে টাকা ফেরত চাইবেন বুঝে উঠতে পারছেন না। গত অক্টোবরেই গ্রাহকের করা রিটের পরিপ্রেক্ষিতে সাবেক বিচারপতি সামসুদ্দিন চৌধুরী মানিককে চেয়ারম্যান করে হাইকোর্ট একটি পরিচালনা পর্ষদ গঠন করেছে। সেই পর্ষদ এখন গ্রাহকদের ব্যাপারে কাজ করে যাচ্ছে।

হাইকোর্টের আদেশে ব্যবস্থাপনা পরিচালক হিসেবে নিয়োগপ্রাপ্ত সাবেক অতিরিক্ত সচিব মাহবুব কবির মিলন আজ বৃহস্পতিবার দুপুরে নিজের ফেসবুক পেইজে লিখেছেন, ‘আগামী ২০/০১/২০২২ তারিখ বৃহস্পতিবারের মধ্যে Evaly. com Limited এর নামে রেজিস্ট্রেশনকৃত সকল গাড়ি যাদের নামে বরাদ্দ করা হয়েছিল এবং এখন যাদের দখলে আছে, সেই গাড়িগুলো বর্তমান ইভ্যালি পরিচালনা বোর্ডের নিকট হস্তান্তর করার জন্য অনুরোধ করা হল।’

গ্রাহকদের আশ্বস্ত করে মাহবুব কবির মিলন আরও লিখেছেন, ‘এরপর সবার বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের মামলাসহ অন্যান্য আইনগত ব্যবস্থা নেয়া হবে। উল্লেখ্য ইতোমধ্যে বিআরটিএ কর্তৃপক্ষ হতে গাড়ির বিস্তারিত সকল তথ্য সংগ্রহ করা হয়েছে। ইভ্যালির সমস্যা ও অগ্রগতি সম্পর্কে কিছু তথ্য আগামী সপ্তাহে দেয়া যাবে ইনশাআল্লাহ। আমরা শেষবিন্দু পর্যন্ত চেষ্টা না করে সবাইকে পথে বাসানোর মতো কাজ করব না ইনশাআল্লাহ।’

স্টকমার্কেটবিডি.কম/আহমেদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *