ই-অরেঞ্জের ৭৭কোটি টাকা ফেরত চেয়ে রিটের আদেশ বুধবার

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অর্থ দিয়ে ভাউচার কিনে পণ্য না পাওয়া ই-অরেঞ্জের ৫৪৭ গ্রাহকের আটকে থাকা ৭৭ কোটি ৪৬ লাখ টাকা ফেরত দেওয়ার নির্দেশনা চেয়ে করা রিটের শুনানি শেষ হয়েছে।

মঙ্গলবার (০৫ এপ্রিল) বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদার ও বিচারপতি কাজী মো. ইজারুল হক আকন্দের হাইকোর্ট বেঞ্চ শুনানি শেষে আদেশের জন্য ০৬ এপ্রিল বুধবার দিন ঠিক করেন।

আদালতে আবেদেনর পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী আহসানুল করিম,আইনজীবী সাবরিনা জেরিন ও এম.আব্দুল কাইয়ূম। রাষ্ট্রপক্ষে ছিলেন একেএম আমিন উদ্দিন মানিক।

আফজাল হোসেনসহ ৫৪৭জন গ্রাহক ৩ এপ্রিল এ রিট দায়ের করেন। রিটে টাকা ফেরত এবং কত টাকা বিদেশ পাচার করা হয়েছে তা অনুসন্ধানের নির্দেশনা চাওয়া হয়েছে।

দুর্নীতি দমন কমিশন, বাংলাদেশ ব্যাংক এবং বাণিজ্য সচিবসহ সংশ্লিষ্টদের বিবাদী করা হয়েছে।

পরে আইনজীবী এম.আব্দুল কাইয়ূম জানান, গত বছরের বিভিন্ন সময়ে এসব গ্রাহক অর্থ দিয়ে ভাউচার কিনেছে। কিন্তু পণ্য ডেলিভারি না দিয়ে মালিকপক্ষ কোম্পানি গুটিয়ে পালিয়ে গেছে। এ কারণে অর্থ ফেরত চেয়ে এসব গ্রাহক রিট করেছেন।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *