এনআইডি দিয়ে ট্রেনের টিকিট কাটা শুরু আজ

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

সাত শর্তে আজ বুধবার ট্রেনের টিকিট বিক্রি শুরু করছে রেলওয়ে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি) যাচাইয়ের মাধ্যমে আন্তঃনগর ট্রেনের টিকিটিং, চেকিংয়ে পস (পয়েন্ট অব সেলস) মেশিনের প্রবর্তন, অনলাইনে কেনা ও ফেরতের ব্যবস্থা রেখে টিকিট বিক্রি শুরু হচ্ছে।

কালোবাজারি রোধ, বিনা টিকিটে ভ্রমণে জরিমানাসহ ভাড়া আদায় সহজ করতে টিকিটিং ব্যবস্থায় এ তিন সেবা অন্তর্ভুক্ত হচ্ছে। ট্রেনের টিকিট কেনার ক্ষেত্রে এনআইডি বা জন্মনিবন্ধন সংযোজন এবং ট্রেনে পস ডিভাইস হস্তান্তর কার্যক্রম পরিদর্শন আজ সকাল সাড়ে ৮টায় কমলাপুর রেলস্টেশনে যাওয়ার কথা রয়েছে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের।

সাত শর্ত হলো, ১২ থেকে ১৮ বছর বয়সী যাত্রীরা পিতা বা মাতার নাম ও এনআইডি দিয়ে নিবন্ধন করা অ্যাকাউন্ট অথবা জন্মনিবন্ধনের মাধ্যমে নিবন্ধন করা অ্যাকাউন্ট থেকে টিকিট কিনতে পারবে। এক্ষেত্রে টিকিটের ওপরে মুদ্রিত নামের সঙ্গে যাত্রীর সম্পর্ক যাচাইয়ের জন্য ভ্রমণের সময় জন্মসনদের ফটোকপি সঙ্গে রাখতে হবে। পাসপোর্টের মাধ্যমে বিদেশি নাগরিকরা নিবন্ধন করতে পারবেন।

স্টকমার্কেটবিডি.কম///

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *