স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) বাংলাদেশকে চতুর্থ ও পঞ্চম কিস্তির আওতায় মোট ১.৩ বিলিয়ন মার্কিন ডলার ছাড়ে সম্মতি দিয়েছে। আইএমএফ বোর্ডের অনুমোদন সাপেক্ষে এই অর্থ জুন মাসেই একসঙ্গে ছাড় হবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
এর মধ্যে তৃতীয় রিভিউ সফলভাবে সম্পন্ন হওয়ায় বাংলাদেশ চতুর্থ কিস্তির অর্থ ছাড়ের যোগ্যতা অর্জন করে। এরপর সদ্যসমাপ্ত চতুর্থ রিভিউ সফল হওয়ায় পঞ্চম কিস্তির অর্থ ছাড়ের পথও খুলে যায়। রাজস্ব ব্যবস্থাপনা, মুদ্রা বিনিময় হার সংস্কারসহ আর্থিক খাতে কাঠামোগত অগ্রগতির স্বীকৃতি হিসেবে এই কিস্তি ছাড়ে সম্মত হয় আইএমএফ।
চলতি বছরের এপ্রিল মাসে ঢাকায় চতুর্থ রিভিউ অনুষ্ঠিত হয়, যার পরবর্তী আলোচনা হয় যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনে অনুষ্ঠিত ব্যাংক-ফান্ড সভায়। এসব পর্যালোচনার ভিত্তিতে আইএমএফ ও বাংলাদেশ সরকারের মধ্যে স্টাফ লেভেল চুক্তি (SLA) সম্পন্ন হয়।
অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ‘বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির স্থিতিশীলতা ও ভবিষ্যৎ সক্ষমতা নিশ্চিত করতে রাজস্বনীতি, বিনিময় হার ও আর্থিক খাতের কাঠামোগত সংস্কারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ। এই সংস্কার পরিকল্পনা সম্পূর্ণভাবে সরকারের নিজস্ব উদ্যোগ ও জাতীয় স্বার্থের ভিত্তিতে নেওয়া।’
অর্থ মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আইএমএফের এই ছাড়ের পাশাপাশি বাংলাদেশ আরও প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলার বাজেট সহায়তা আশা করছে বিশ্বব্যাংক, এডিবি, এআইআইবি, জাপান, ওপেক ফান্ডসহ বিভিন্ন উন্নয়ন সহযোগীদের কাছ থেকে। এসব সহায়তা জুনের মধ্যেই আসতে পারে বলে আশা করছে সরকার, যা বৈদেশিক মুদ্রার রিজার্ভে দৃশ্যমান স্বস্তি আনবে এবং বিনিময় হারের স্থিতিশীলতায় সহায়ক হবে।
স্টকমার্কেটবিডি.কম////