ডিএসইতে লেনদেন কমলেও সামান্য বেড়েছে সিএসইতে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) দিনের শেষে সূচকের পতন হয়েছে। এদিন সেখানে লেনদেন আগের দিনের চেয়ে কমেছে। আর চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক কমলেও লেনদেন সামান্য বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সোমবার দিন শেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৮৪.৯১ পয়েন্ট কমে অবস্থান করছে ৫,৩৪৯ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ২১.১৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১২২৬ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৩৯.৩১ পয়েন্ট কমে অবস্থান করছে ২০৩৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬১৫ কোটি ৯৭ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬৮৪ কোটি ৩৬ লাখ টাকা।

ডিএসইতে আজ ৩৪৮টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩১টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ২৩৯টির। আর দর অপরিবর্তিত আছে ৭৮টির।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো- বেক্সিমকো লিমিটেড, রবি আজিয়াটা, বেক্সিমকো ফার্মা, লংকা বাংলা ফাইন্যান্স, লাফার্জ হোলসিম বিডি, রহিমা ফুড কর্পোরেশন, সামিট পাওয়ার, জেবিবি পাওয়ার, বিএটিবিসি ও ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ২৬৩.৪৮ পয়েন্ট কমে অবস্থান করছে ১৫ হাজার ৪৮৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ১৬৬টির ও দর অপরিবর্তিত রয়েছে ৪৮টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৫ কোটি ২৯ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছে ২৪ কোটি ২৫ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে রবি আজিয়াটা ও বেক্সিমকো লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *