সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক সহ অন্যান্য সূচকের পতন হয়েছে। গত সোম ও মঙ্গলবার সূচক কিছুটা বাড়লেও তার আগের ৩ দিন সূচকের পতন হয়েছিল। আজ বুধবার সূচকের পতনের সাথে লেনদেন ও অধিকাংশ শেয়ারের দর কমেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে জানা যায়।
বাজার বিশ্লেষণে দেখা গেছে, বুধবার দিনশেষে দেশের প্রধান বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৬৩.৫৮ পয়েন্ট কমে ৪ হাজার ৭১৬ পয়েন্টে অবস্থান করছে এবং শরিয়া সূচক ডিএসইএস ১৪.২৫ পয়েন্ট কমে ১ হাজার ১২৭ পয়েন্ট এবং ডিএস৩০ সূচক ২৪.৬২ পয়েন্ট কমে ১ হাজার ৭৮৮ পয়েন্টে অবস্থান করছে।
দিনশেষে টাকার অংকে লেনদেন হয়েছে ৩০৮ কোটি ৯০ লাখ ৯২ হাজার টাকার শেয়ার ও মিউচুয়াল ফান্ডের ইউনিট
গত কার্যদিবস মঙ্গলবার হয়েছিল ৪৪৯ কোটি ৪৯ লাখ ৯৮ হাজার টাকার। সোমবার ৪১৬ কোটি ৪৭ লাখ ৭৩ হাজার টাকার । টাকার অংকে মঙ্গলবারের চেয়ে আজ বুধবারের লেনদেন ১৪ কোটি ৫৯ লাখ ৬ হাজার টাকা কম।
ডিএসইতে ৩১৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও মিউচুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। এর মধ্যে ৫১ টির দাম বেড়েছে, কমেছে ২৪১টির আর অপরিবর্তিত রয়েছে ২৬টি প্রতিষ্ঠানের শেয়ার।
লেনদেনের শীর্ষ ১০ কোম্পানি হলো- বেক্স ফার্মা, লাফার্জ সুরমা, সিভিও পেট্রোকেমিক্যাল, সাইফ পাওয়ারটেক, ব্র্যাক ব্যাংক, স্কয়ার ফার্মা, গ্রামীণফোন, ফার কেমিক্যাল, ইউনাইটেড এয়ারওয়েজ ও ইউনাইটেড কমার্সিয়াল ব্যাংক।
স্টকমার্কেটবিডি.কম/বিএ