ডিজিটাল ব্যাংকার ‘সাক্ষ্য বহি’ বিল সংসদে উত্থাপন

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ডিজিটাল লেনদেনের নথি ও দলিল ‘সাক্ষ্য বহি’ হিসেবে অন্তর্ভুক্ত করে নতুন আইন করতে সংসদে ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ বিল উত্থাপন করা হয়েছে। এতে জেল জরিমানার বিধান রাখা হয়েছে।

সোমবার (১৪ জুন) অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল ‘ব্যাংকার সাক্ষ্য বহি বিল-২০২১’ সংসদে তোলেন। পরে বিলটি এক মাসের মধ্যে পরীক্ষা করে সংসদে প্রতিবেদন দিতে অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানো হয়।

এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

১৮৯১ সালের এ সংক্রান্ত আইন বাতিল করে নতুন আইন করতে বিলটি আনা হয়েছে। বিদ্যমান আইনে ব্যাংকের লেজার বুক, ক্যাশ বুক এগুলোকে সাক্ষ্য বই বলা হয়।
প্রস্তাবিত আইনে ডিজিটাল পদ্ধতিতে যেসব রেকর্ড হবে সেগুলোও ‘সাক্ষ্য বহি’ হিসেবে আইনে বিবেচিত হবে। ব্যাংকগুলোর লেজার বুক, ক্যাশ বুক, লোন ডেসপাস বুক যা আছে- সবই এর অন্তর্ভুক্ত হবে। সূত্র : বাংলা নিউজ২৪

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *