তদন্ত প্রতিবেদন পেলেই কয়লা কেলেঙ্কারির হোতাদের ধরা হবে : নসরুল হামিদ

nasrulস্টকমার্কেটবিডি প্রতিবেদক :

অধিকতর তদন্ত প্রতিবেদন পাওয়ার পর বড়পকুরিয়া কয়লা কেলেঙ্কারির হোতাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে। আগামী সপ্তাহে ওই তদন্ত প্রতিবেদন পাওয়া যাবে বলে জানিয়েছেন বিদ্যুৎ জ্বালানি খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।

বুধবার (৮ আগস্ট) নিজ দফতরে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় প্রতিমন্ত্রী এলএনজি আমাদনি, মধ্যপাড়া কঠিন শিলা খনির পাথরসহ ভারতীয় কোম্পানি বিদ্যুৎ উৎপাদন নিয়ে বিস্তারিত কথা বলেন।

বড়পুকুরিয়া কয়লা খনির দুর্নীতি সম্পর্কে প্রতিমন্ত্রী বলেন, ‘প্রধানমন্ত্রীর কার্যালয় অধিকতর তদন্ত করতে একটি কমিটি গঠন করেছে। ওই কমিটির প্রতিবেদন পাওয়ার পর অভিযুক্তদের চিহ্নত করা সম্ভব হবে। দাফতরিকভাবে এদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। আমরা তদন্ত প্রতিবেদনও প্রকাশ করবো। দুর্নীতি মুক্ত একটি জ্বালনি ব্যবস্থা গড়ে তুলতে চাই।’

এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বড়পুকুরিয়ায় উন্মুক্ত খনন করা একটি বড় চ্যালেঞ্জ। এক্ষেত্রে পুনর্বাসন, খনির পানি ব্যবস্থাপনা কঠিন বিষয়। একইসঙ্গে সরকার বেশি কয়লাও উত্তোলন করতে চাইছে। দুই দিকে সমন্বয় করেই বড়পুকুরিয়াতে উন্মুক্ত খনি করার বিষয়ে সিদ্ধান্ত হবে।’

মধ্যপাড়া কঠিন শিলার খনির পাথর গায়েবের বিষয়ে তিনি বলেন, ‘আমরা আনুষ্ঠানিকভাবে কোনও অভিযোগ পাইনি। একটি নীরিক্ষা প্রতিবেদনের ভিত্তিতে এই অভিযোগ এসেছে। আমরা চাই সব ক্ষেত্রে এমন নীরিক্ষা হোক।’

স্টকমার্কেটবিডিকম/বি/জেড

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *