স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের প্রথম কর্মদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৪.৯১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭২৪ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ০.২৩ পয়েন্ট কমে অবস্থান করছে ১০২৮ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৯.১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ২৬৩ কোটি ২ লাখ টাকা। গত বুধবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২২৪ কোটি ৪৯ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৩৯২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ১৪৫টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ১৭৯টির আর অপরিবর্তিত আছে ৬৮টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাভেলো আইসক্রিম, ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, এশিয়াটিক ল্যাবরেটরিজ, সী পার্লস হোটেল, ইষ্টার্ণ লূব্রিকেন্টস, শাইনপুকুর সিরামিকস, বিএসসি, বারাকা পতেঙ্গা পাওয়ার ও খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৪৫.৪৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ১৮৫ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৪৬টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭১টির, কমেছে ৫৩টির ও দর অপরিবর্তিত রয়েছে ২২টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১০ কোটি ৮৩ লাখ টাকা। গত বুধবার সেখানে ১০ কোটি ১২ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ।
স্টকমার্কেটবিডি.কম/এসবি