দুই এক্সচেঞ্জেই বেড়েছে সূচক ও লেনদেন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের বড় উত্থাণ হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের তৃতীয় কর্মদিবস বুধবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ৫৩.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫,০৩৫ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৯৪ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ১৮.৮২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৮৯৪ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৬৯০ কোটি ৬২ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৬০১ কোটি ৭৫ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৯৭টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৭৩টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭৮টির আর অপরিবর্তিত আছে ৪৬টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – ব্র্যাক ব্যাংক, বিচ হ্যাচারি, মিডল্যান্ড ব্যাংক, বিএসসি, বারাকা পতেঙ্গা পাওয়ার, লাভেলো আইসক্রিম, ওরিয়ন ইউনফিউশন, সী পার্লস হোটেল, ইন্দো বাংলা ফার্মা ও অগ্নি সিস্টেমস।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ১২৯.৯৬ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ৯৫৯ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৩৩টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৫১টির, কমেছে ৪৮টির ও দর অপরিবর্তিত রয়েছে ৩৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ৪৫ কোটি ৩৫ লাখ টাকা। গতকাল মঙ্গলবার সেখানে ৭ কোটি ২৫ লাখ টাকার লেনদেন হয়েছে।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।

স্টকমার্কেটবিডি.কম/এসবি

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *