স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচক বেড়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। অন্যদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।
সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ২২.৬২ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৪৭১৭ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৭.০৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১০৩১ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৮.৩৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৭৭১ পয়েন্টে।
এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৩২৭ কোটি ৭৩ লাখ টাকা। গতকাল রবিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ২৭৫ কোটি ৫৩ লাখ টাকা।
ডিএসইতে দিনভর ৪০১টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ২৩৬টি শেয়ারের দর বেড়েছে, কমেছে ৯২টির আর অপরিবর্তিত আছে ৭৩টির দর।
এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – লাভেলো আইসক্রিম, বিচ হ্যাচারি, স্কয়ার ফার্মা, সী পার্লস হোটেল, অগ্নি সিস্টেমস, খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ, ব্র্যাক ব্যাংক, মুন্নু সিরামিস, রিলায়েন্স ওয়ান ও ফাইন ফুডস।
অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক সিএএসপিআই সূচক ৯৬.৭৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১৩ হাজার ২০৮ পয়েন্টে।
দিনভর লেনদেন হওয়া ১৯৭টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১২৫টির, কমেছে ৪৫টির ও দর অপরিবর্তিত রয়েছে ২৭টির।
এদিন সিএসইতে লেনদেন হয়েছে ২৯ কোটি ৫ লাখ টাকা। গতকাল সোমবার সেখানে ১১ কোটি ৮৩ লাখ টাকার লেনদেন হয়েছে।
দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে লাভেলো আইসক্রিম।
স্টকমার্কেটবিডি.কম/এসবি