দুই শেয়ারবাজারেই বড় উত্থানে সূচক

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্স‌চে‌ঞ্জের (ডিএসই) দিনশেষে সবগুলো সূচকের বড় ধরণের উত্থান হয়েছে। এদিন সেখানে লেনদেনও আগের দিনের চেয়ে বেড়েছে। এদিন চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচক ও লেনদেন বেড়েছে। ডিএসই ও সিএসই সূত্রে এ তথ্য জানা যায়।

সপ্তাহের প্রথম কার্যদিবস রবিবার দিনশেষে ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স ১৫৩.৪৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬১৩৩ পয়েন্টে। আর ডিএসই শরীয়াহ সূচক ৩১.২৭ পয়েন্ট কমে অবস্থান করছে ১৩৩৯ পয়েন্টে এবং ডিএসই-৩০ সূচক ৪৮.৩২ পয়েন্ট কমে অবস্থান করছে ২১৯৩ পয়েন্টে।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৫৬৭ কোটি ৯৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেনের পরিমাণ ছিল ৪৪১ কোটি ৭৭ লাখ টাকা।

ডিএসইতে দিনভর ৩৮২টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের লেনদেন হয়। এর মধ্যে ৩৬২টির শেয়ারের দর বেড়েছে, কমেছে ৭টির, আর দর অপরিবর্তিত আছে ১৩টির দর।

এদিন ডিএসইতে লেনদেনে এগিয়ে থাকা ১০টি কোম্পানি হলো – বেক্সিমকো লিমিটেড, কেডিএস এক্সেসরিজ, মতিন স্পিনিং মিলস, ওরিয়ন ইনফিউশন, ইন্ট্রাকো রি-ফুয়েলিং, ফরচুন সুজ, স্কয়ার ফার্মা, ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স, সোনালী পেপার এন্ড বোর্ড ও শাইনপুকুর সিরামিকস লিমিটেড।

অন্যদিকে দেশের অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স ৩৭৯.১০ পয়েন্ট কমে অবস্থান করছে ১৭ হাজার ৯৭৬ পয়েন্টে।

দিনভর লেনদেন হওয়া ২৭১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৭টির, কমেছে ২৪০টির ও দর অপরিবর্তিত রয়েছে ১৪টির।

এদিন সিএসইতে লেনদেন হয়েছে ১২ কোটি ৩৫ লাখ টাকা। গত বৃহস্পতিবার সেখানে লেনদেন হয়েছিল ১১ কোটি ১১ লাখ টাকা।

দিনশেষে সিএসইতে লেনদেনের শীর্ষে রয়েছে বেক্সিমকো লিমিটেড ও একমি পেসটিসাইড লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম//

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *