দেশে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে জাতীয় কমিটি গঠন

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশে মুক্তবাণিজ্য এলাকা বা ফ্রি ট্রেড জোন (এফটিজেড) স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। চলতি বছরের মধ্যেই এই মুক্তবাণিজ্য এলাকা স্থাপনের ঘোষণা আসতে পারে।

ইতিমধ্যে এফটিজেড স্থাপনের সম্ভাব্যতা যাচাই, বিশ্বের অন্যান্য দেশের সংশ্লিষ্ট আইন, প্রণোদনা, মডেল প্রভৃতি পর্যালোচনার জন্য জাতীয় কমিটি গঠন করা হয়েছে। ২১ এপ্রিল এই কমিটি গঠন করা হয়।

আজ বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষ (বেজা)। সংস্থাটি জানায়, অর্থনৈতিক অঞ্চলে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, কর্মসংস্থান সৃষ্টি ও দক্ষতা উন্নয়ন, অর্থনীতি ও রপ্তানিতে বৈচিত্র্য আনা ও আঞ্চলিক উন্নয়নসহ নানা কারণে বর্তমান বিশ্বে মুক্তবাণিজ্য এলাকা (এফটিজেড) জনপ্রিয়তা পাচ্ছে।

এমন প্রেক্ষাপটে বাংলাদেশে এফটিজেড স্থাপনের বিষয়টি পর্যালোচনা করতে বেজার উদ্যোগে আট সদস্যের জাতীয় কমিটি গঠন করা হয়েছে। কমিটির সভাপতি বেজার নির্বাহী সদস্য (বিনিয়োগ উন্নয়ন); সদস্যসচিব বেজার পরিচালক (ওএসএস ও সমন্বয়)।

এ ছাড়া বাণিজ্য মন্ত্রণালয়, অর্থনৈতিক সম্পর্ক বিভাগ, শিল্প মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ ও বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) থেকে একজন করে প্রতিনিধি থাকবেন এই কমিটিতে। এই কমিটির কাজ সার্বিকভাবে তত্ত্বাবধান করবেন বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন এবং বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন (আশিক চৌধুরী)।

মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে গঠিত এই জাতীয় কমিটির প্রথম সভা আগামী ৬ মে অনুষ্ঠিত হওয়ার কথা। এতে সভাপতিত্ব করবেন বেজা ও বিডার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী।

বেজা জানিয়েছে, উল্লিখিত কমিটি বাংলাদেশের অর্থনৈতিক অঞ্চল আইন, কাস্টমস আইন, আমদানি ও রপ্তানি আইনসহ সংশ্লিষ্ট সব আইন, বিধি, বিধান পর্যালোচনা করে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনে সহায়ক হয়—এমন আইন, বিধি, নীতিমালা প্রণয়ন বা সংশোধন করবে। যেসব দেশে সফলভাবে এফটিজেড পরিচালিত হচ্ছে সেগুলোর মডেল, আইন, নীতি ও প্রণোদনা—প্রভৃতি বিষয়ে পর্যালোচনা করবে কমিটি। পরবর্তীকালে সে আলোকে বাংলাদেশে এফটিজেড স্থাপনের ক্ষেত্রে অনুসরণীয় কাঠামোর খসড়া প্রস্তুত করা হবে।

কমিটির আরেকটি গুরুত্বপূর্ণ কাজ হবে মুক্তবাণিজ্য এলাকা স্থাপনের সম্ভাব্য উপযুক্ত স্থান নির্বাচন করা এবং সেগুলোর প্রাথমিক সম্ভাব্যতা যাচাই করা। সম্ভাব্য স্থানগুলোর ভৌগোলিক, অবকাঠামোগত ও সরবরাহ (লজিস্টিকস) সুবিধা যাচাই করা। এ ছাড়া এফটিজেড স্থাপনের ক্ষেত্রে সংশ্লিষ্ট অংশীজন নির্ণয় এবং তাদের সঙ্গে প্রয়োজনীয় আলোচনা করবে এ কমিটি। এসবের আলোকে প্রয়োজনীয় সুপারিশ দেবে তারা।

এ বিষয়ে বেজার নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী বলেন, বাংলাদেশকে বৈশ্বিক উৎপাদনকেন্দ্র (ম্যানুফ্যাকচারিং হাব) হিসেবে প্রতিষ্ঠা করার কাজ ইতিমধ্যে শুরু হয়েছে। সে জন্য মুক্তবাণিজ্য এলাকা অন্যতম অনুষঙ্গ। তাঁর আশা, এ লক্ষ্যে গঠিত জাতীয় কমিটি ও সংশ্লিষ্ট সব সংস্থা উদ্যোগী হলে চলতি বছরের মধ্যেই দেশে মুক্তবাণিজ্য এলাকা ঘোষণা করা সম্ভব হবে।

স্টকমার্কেটবিডি.কম////////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *