শেয়ারবাজারে তালিকাভুক্ত নন-ব্যাংকিং আর্থিক খাতের কোম্পানি ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স এন্ড ইনভেস্টমেন্ট লিমিটেডের এক কর্পোরেট স্পন্সর শেয়ার বিক্রয়ের ঘোষণা দিয়েছেন। সোমবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য জানানো হয়েছে।
ন্যাশনাল ব্যাংকের কাছে থাকা ৫১ লাখ ২৩ হাজার ২৯৫টি শেয়ারের মধ্যে ২৯ লাখ ৯৫ হাজার ৪৫৫টি শেয়ার চলমান বাজার দরে বিক্রয়ের আগ্রহ প্রকাশ করেছেন।
ঘোষণার পর ৩১ অক্টোবরের মধ্যে উল্লেখিত পরিমাণ শেয়ার বিক্রয় করবেন বলে কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়।
এ কোম্পানিটি এসব শেয়ার চলমান বাজার দরে ব্লক মার্কেটে বিক্রয় করবেন।
স্টকমার্কেটবিডি.কম/মোদক.