পোশাক রপ্তানি কমেছে যুক্তরাষ্ট্রে, বেড়েছে ইউরোপে

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

দেশের তৈরি পোশাকের প্রধান বাজার ইউরোপ ও আমেরিকায় কমছে রপ্তানি আয়। রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) দেশগুলোতে পোশাক রপ্তানি ৭.০৬ বিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে, আগের অর্থবছরের একই সময়ের তুলনায় প্রবৃদ্ধি হয়েছে মাত্র ৩.৯৯ শতাংশ। তবে ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে।

অন্যদিকে মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে পোশাক রপ্তানিতে ঋণাত্মক প্রবৃদ্ধি হয়েছে ৩.০৫ শতাংশ।

রপ্তানি উন্নয়ন ব্যুরো ও বিজিএমইএ সূত্রে এসব তথ্য জানা যায়। ইপিবি সূত্র আরো জানায়, স্পেন, ফ্রান্স, নেদারল্যান্ডস ও ইতালিতে রপ্তানিতে যথাক্রমে ১৮.০৭ শতাংশ, ২.৫৬ শতাংশ, ১২.৭৩ শতাংশ এবং ৯.৮৮ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে। অন্যদিকে ইউরোপীয় ইউনিয়নের বৃহত্তম রপ্তানি বাজার জার্মানিতে ২০২২-২৩ সালের জুলাই-অক্টোবর সময়ে রপ্তানি ২.০৪ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১১.৪৯ শতাংশ হ্রাস পেয়ে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরে রপ্তানি ১.৮১ বিলিয়ন মার্কিন ডলারে দাঁড়িয়েছে।

বছর ওয়ারি ৩.০৫ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধিসহ ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবর মাসে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি ২.৫৭ বিলিয়ন মার্কিন ডলার ছিল।

একই সময়ে যুক্তরাজ্য ও কানাডায় রপ্তানি যথাক্রমে ১৪.৬৩ শতাংশ (ধনাত্মক) প্রবৃদ্ধি এবং ১.৫৩ শতাংশ ঋণাত্মক প্রবৃদ্ধির সঙ্গে ১.৮ বিলিয়ন মার্কিন ডলার এবং ৪৬২.৮৬ মিলিয়ন মার্কিন ডলারে পৌঁছেছে।

এদিকে ২০২৩-২৪ অর্থবছরের জুলাই-অক্টোবরের মধ্যে অপ্রচলিত বাজারে পোশাক রপ্তানি আগের বছরের একই সময়ে ২.৪৫ বিলিয়ন মার্কিন ডলার থেকে ১৭.০১ শতাংশ বেড়ে ২.৮৬ বিলিয়ন মার্কিন ডলার হয়েছে। প্রধান অপ্রচলিত বাজারগুলোর মধ্যে জাপান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ কোরিয়ায় রপ্তানি যথাক্রমে ২৩.০৩ শতাংশ, ৪৫.৪৪ শতাংশ এবং ২৯.৮৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে। তবে ভারতে পোশাক রপ্তানি ১২.৮ শতাংশ কমেছে।

এ ছাড়া ২০২৩-২৪ সালের জুলাই-অক্টোবরে বিশ্বে মোট রপ্তানি হয়েছে ১৪.৭৮ বিলিয়ন মার্কিন ডলার, যা এক বছর আগের একই সময়ে ১৩.৯৫ বিলিয়ন মার্কিন ডলারের তুলনায় ৫.৯৫ শতাংশ বৃদ্ধি পেয়েছে।

পোশাক রপ্তানির সার্বিক পরিস্থিতি সম্পর্কে বিজিএমইএ পরিচালক ও বাংলাদেশ অ্যাপারেল এক্সচেঞ্জের ব্যবস্থাপনা পরিচালক মহিউদ্দিন রুবেল বলেন, ‘ইউরোপীয় ইউনিয়নে আমাদের পোশাক রপ্তানি যৎসামান্য বেড়েছে। এটি আসলে পর্যাপ্ত নয়। ইউরোপের কয়েকটি দেশে হয়তো সামান্য বেড়েছে কিন্তু ইউরোপের এককভাবে বৃহত্তম বাজার জার্মানিতে প্রায় সাড়ে ১১ শতাংশ রপ্তানি কমেছে—এটা অবশ্যই আমাদের কাছে উদ্বেগের বিষয়।’

স্টকমার্কেটবিডি.কম////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *