ফারইস্ট ফাইনান্সের ৬ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিল বিএসইসি

স্টকমার্কেটবিডি ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত নন ব্যাংকিং খাতের কোম্পানি ফারইস্ট ফাইনান্স ও ইনভেস্টমেন্ট লিমিটেডের ৬ জন স্বতন্ত্র পরিচালক নিয়োগ দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

তথ্য মতে, বিএসইসি যে ৬ জন স্বতন্ত্র পরিচালককে নিয়োগ দিয়েছেন, তারা হলেন- ১. সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো: আশরাফুল মকবুল, ২. সোস্যাল ইসলামী ব্যাংক লিমিটেডের সাবেক এএমডি ইহসানুল আজিজ, ৩. সাংবাদিক শেখ নাজমুল হক সৈকত, ৪. ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী প্রফেসর সজিব হোসেন সিএফএ, ৫. ঢাকা বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট কনসালটেন্সির পরিচালক ডঃ মোঃ মোশারফ হোসেন ও ৬. একেএম শহীদুজ্জামান এমবিএ (আইবিএ)।

এদের মধ্য হতে সোনালী ব্যাংক লিমিটেডের সাবেক চেয়ারম্যান মো: আশরাফুল মকবুলকে কোম্পানিটির চেয়ারম্যান হিসাবে নিয়োগ প্রদানের প্রস্তাব করা হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *