বাংলাদেশে রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের সুখবর দিল এফএও

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশসহ বিশ্বে রেকর্ড খাদ্যশস্য উৎপাদনের সুখবর দিয়েছে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও)। তারা বলছে, চলতি বছরে বিশ্বে খাদ্যশস্য উৎপাদন প্রায় ১ কোটি ৪০ লাখ টন বা শূন্য দশমিক পাঁচ শতাংশ বাড়তে পারে।

সংস্থাটির সবশেষ পূর্বাভাস বলছে, চলতি মাসে বৈশ্বিক খাদ্যশস্য উৎপাদন ২ হাজার ৯২৫ মিলিয়ন টনে পৌঁছাবে; যা গত জুন মাসের তুলনায় বেশি।

এ তথ্য জানিয়ে ইউক্রেনভিত্তিক সংস্থা ইউকেআর অ্যাগ্রোকনসাল্ট গতকাল সোমবার তাদের ওয়েবসাইটে বলেছে, এফএও তথ্য পেয়েছে, বিশ্বব্যাপী বিশেষ করে ভারত, পাকিস্তান, ব্রাজিল, বাংলাদেশ ও ভিয়েতনামে গম, ভুট্টা ও চালের উৎপাদন আগের ধারণার চেয়ে বেশি হতে পারে। নতুন এই তথ্যের ওপর ভিত্তি করে সংস্থাটি তাদের গত জুনে করা পূর্বাভাস সম্প্রতি সংশোধন করেছে।

গম, ভুট্টা ও চালের উৎপাদন বৃদ্ধির সম্ভাবনাই এই সংশোধনের পেছনে মূল চালক হিসেবে কাজ করেছে। সংশোধিত এই পূর্বাভাস অনুযায়ী, ২০২৫ সালে বিশ্বব্যাপী শস্য উৎপাদন আগের বছরের তুলনায় ২ দশমিক ৩ শতাংশ বেশি হবে, যা সর্বকালের রেকর্ড।

জাতিসংঘের খাদ্য ও কৃষির সবশেষ পূর্বাভাসে বিশ্বব্যাপী গম উৎপাদন জুলাই মাসে শূন্য দশমিক ৭ শতাংশ বাড়িয়ে ৮০৫ দশমিক ৩ মিলিয়ন টনে উন্নীত করা হয়েছে, যা আগের বছরের তুলনায় শূন্য দশমিক ৯ শতাংশ বেশি।

স্টকমার্কেটবিডি.কম/////

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *