বিডায় তিন মাসে বিনিয়োগ ৬৫ হাজার কোটি টাকা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষে (বিডা) গেল বছরের তিন মাসে (অক্টোবর-ডিসেম্বর) নিবন্ধিত হয়েছে ৩৮০টি শিল্পপ্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের মোট বিনিয়োগের পরিমাণ ৬৪ হাজার ৮৬৫ কোটি টাকা।

গত অর্থবছরের একই সময়ের তুলনায় বিনিয়োগ বেড়েছে ৪১ হাজার ২৯২ কোটি টাকা। এক বছরে একই সময়ের তুলনায় বিডার বিনিয়োগের পরিমাণ বেড়েছে ১৭৫.২৩ শতাংশ।

সম্প্রতি বিডার পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। সংস্থাটি বলছে, নতুন করে নিবন্ধন পাওয়া ৩৮০টি শিল্পপ্রতিষ্ঠানে ৫৩ হাজার ৯৬৪ জনের কর্মসংস্থান হবে।

বিডার দেওয়া তথ্য মতে, এ তিন মাসে স্থানীয় পর্যায় থেকে ৩৫২টি শিল্প ইউনিটে প্রস্তাবিত বিনিয়োগের পরিমাণ ৫৯ হাজার ৮৪৭ কোটি টাকা, যা ২০২০ সালের একই সময়ের চেয়ে ৪২ হাজার ৩৩৩ কোটি টাকা বা ২৪১.৭১ শতাংশ বেশি।

তবে বিদেশি বিনিয়োগের ক্ষেত্রে কিছুটা কমেছে। বিডার দেওয়া তথ্য মতে, অক্টোবর-ডিসেম্বর তিন মাসে ১১টি শতভাগ বিদেশি ও ১৭টি যৌথ নিবন্ধিত শিল্পে বিনিয়োগের পরিমাণ পাঁচ হাজার ৯ কোটি টাকা। ২০২০ সালের একই সময় তা ছিল ছয় হাজার ৫০ কোটি টাকা। বিনিয়োগ হ্রাস পেয়েছে ১৭.২০ শতাংশ।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *