ব্লক মার্কেটে লেনদেন ১৯১ কোটি টাকা

স্টকমার্কেটবিডি ডেস্ক :

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) বৃহস্পতিবার ব্লক মার্কেটে মোট ৪৪ কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মোট ২ কোটি ২৬ লাখ ৫৩ হাজার ৪৪৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার আর্থিক মূল্য ১৯১ কোটি ৬৭ লাখ টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ব্লক মার্কেটে সবচেয়ে বেশি টাকার লেনদেন হয়েছে রেনেটা লিমিটেডের শেয়ার। কোম্পানিটি ৬৮ কোটি ৯০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে।

সামিট পাওয়ার ২৩ কোটি ১৭ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে।

বাংলাদেশ ন্যাশনাল ইন্স্যুরেন্স ১৩ কোটি ৫৮ লাখ টাকার শেয়ার লেনদেন করে তালিকার তৃতীয় স্থানে রয়েছে।

ব্লক মার্কেটে লেনদেন করা অন্য কোম্পানিগুলো হচ্ছে- অ্যাডভেন্ট ফার্মা, এশিয়া ইন্স্যুরেন্স, বেক্সিমকো, ব্রাক ব্যাংক, বাংলাদেশ সাবমেরিন কেবলস, বেক্সিমকো ফার্মা, ক্রিস্টাল ইন্স্যুরেন্স, ডিবিএইচ, ইস্টার্ন ব্যাংক, জিবিবি পাওয়ার, জেনেক্স ইনফোসিস, হাইডেলবার্গ সিমেন্ট, আইডিএলসি ফিন্যান্স, যমুনা ব্যাংক, ম্যাকসন্স স্পিনিং,মার্কেন্টাইল ইন্স্যুরেন্স, মীর আখতার হোসেন, এমটিবি, নাহি অ্যালুমিনিয়াম কম্পোজিট, ন্যাশনাল ফিড মিল, নর্দার্ন জুট, এনআরবিসি ব্যাংক, ন্যাশনাল টিউবস, পিএফআই ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ফনিক্স ইন্স্যুরেন্স, পপুলার লাইফ ইন্স্যুরেন্স, প্রগতি লাইফ ইন্স্যুরেন্স, প্রাইম ব্যাংক, প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স, প্রভাতি ইন্স্যুরেন্স, আরডি ফুড, রেনউক যজ্ঞেশ্বর, রবি, রূপালী লাইফ ইন্স্যুরেন্স, সিনোবাংলা ইন্ডাস্ট্রিজ, সোনারবাংলা ইন্স্যুরেন্স, এসপিসিএল, ইউপিজিডিসিএল ও উত্তরা ব্যাংক লিমিটেড।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *