মার্জিনধারীদের তথ্য চায় এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড

mutualfunds_421x236স্টকমার্কেট ডেস্ক :

শেয়ারবাজারে তালিকাভুক্ত মিউচ্যুয়াল ফান্ড খাতের কোম্পানি এশিয়ান টাইগার সন্ধানী লাইফ গ্রোথ ফান্ড লভ্যাংশ বিতরণের জন্য মার্চেন্ট ব্যাংকস ও ডিপোজটরি পার্টিসিপেন্টসদের কাছ থেকে মার্জিনধারীদের তালিকা চেয়েছে। বৃহস্পতিবার ডিএসই’র ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।

গত ৬ আগস্টের ডিএসইর এক খবরকে উদ্ধৃত করে এ তথ্য জানিয়েছে ফান্ডটি। ডিএসই সূত্রে জানা যায়, ইউনিটধারীদের রেকর্ড ডেটের নির্ধারিত হয়েছে ২৪ আগস্ট। বিও একাউন্টস ই-টিআইনের মাধ্যমে রেকর্ড ডেটের পূর্বে তাদের ডিপি আপডেট করতে ইউনিট হোল্ডারদের অনুরোধ জানানো হয়েছে। যারা এসময়ের আপডেট করতে ব্যর্থ হবে তাদের এআইটি ১০ শতাংশের পরিবর্তে ১৫ শতাংশ কেটে নেওয়া হবে।

৩০ আগস্টের মধ্যে ইমেইলের মাধ্যমে (ইনফোএটস্ল্যাস ক্যাপিটাল.কম) এ শেয়ার ইউনিটের বিস্তারিত তথ্য প্রদানের অনুরোধ জানানো হয়েছে। এর আগের সংবাদে ভুলবশত ৩০ আগস্টের স্থলে ২০ সেপ্টেম্বর উল্লেখ করা হয়েছিল।

স্টকমার্কেটবিডি.কম/এম/মোদক.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *