শুরু হয়নি হজের নিবন্ধন; চলছে প্রতারণা

স্টকমার্কেটবিডি প্রতিবেদক :

হজের প্রাক নিবন্ধন কার্যক্রম চলমান থাকলেও করোনা পরিস্থিতির কারণে নিবন্ধন এখনো শুরু হয়নি। এ বিষয়ে প্রতারণা হতে সতর্ক থাকার জন্য ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের পক্ষ থেকে সর্বসাধারণকে অনুরোধ করা হয়েছে।

মঙ্গলবার (১ ফেব্রুয়ারি) ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র তথ্য কর্মকর্তা মোহাম্মদ আনোয়ার হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, দেশের বিভিন্ন স্থানে এক শ্রেণির দালাল চক্র হজের নিবন্ধন চলছে- এমন প্রলোভন দেখিয়ে প্রাক নিবন্ধনকারী হজ গমনেচ্ছুক মুসলিমদের থেকে অর্থ আদায় করছে। কিন্তু প্রকৃতপক্ষে করোনা পরিস্থিতির কারণে হজের নিবন্ধন এখনো শুরু করার সিদ্ধান্ত নেয়নি সরকার। তাই এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

স্টকমার্কেটবিডি.কম/

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *