স্টকমার্কেটবিডি প্রতিবেদক :
সদ্য আইপিও প্রক্রিয়া শেষ হওয়া এনআরবিসি ব্যাংক দেশের শেয়ারবাজারে ৩১তম ব্যাংক হিসাবে লেনদেনে আসছে।
আগামীকাল ২২ মার্চ ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) অধীনে ’এন’ ক্যাটাগরিতে ব্যাংকটির শেয়ার লেনদেন হবে।
সূত্র জানায়, ডিএসইতে কোম্পানিটির ট্রেডিং কোড হবে “NRBCBANK”। আর কোম্পানি কোড হবে ১১১৪৮। এছাড়া ও সিএসইতে স্ক্রিপ্ট কোড হবে “NRBCBANK” এবং স্ক্রিপ্ট আইডি হবে ২২০৩৪।
চতুর্থ প্রজন্মের ব্যাংকটি গত বারো বছরে প্রথম প্রাইভেট কমার্শিয়াল ব্যাংক হিসেবে শেয়ারবাজারে তালিকাভুক্ত হবে। ২০০৮ সালে শেয়ারবাজারে তালিকাভুক্ত সর্বশেষ ব্যাংক ছিল ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক।
ডিএসইর অধীনে ব্যাংকিং খাতের মধ্যে এনআরবিসি ব্যাংক ৩১তম তালিকাভুক্ত ব্যাংক। ব্যাংকিং সেক্টর ডিএসইর মোট বাজার ক্যাপের ১৪.৫০ শতাংশ অবদান রয়েছে। যা খাত অনুযায়ী টেলিকম ও ফার্মাসিটিক্যালসের পরেই।
এনআরবিসি ব্যাংক শেয়ারবাজার থেকে ফিক্সড প্রাইস পদ্ধতিতে ১ কোটি ২০ লাখ শেয়ার ছেড়ে ১২০ কোটি টাকা উত্তোলন করে। গত ১৮ নভেম্বর নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) ব্যাংকটিকে আইপিও অনুমোদন প্রদান করে। এরপর ৩ ফেব্রুয়ারি হতে ৯ ফেব্রুয়ারি পর্যন্ত আইপিও চাঁদা গ্রহণ করে।
ব্যাংকটি এই আইপিও অর্থের সরকারি সিকিউরিটিতে ১১০ কোটি টাকা এবং শেয়ারবাজারের সেকেন্ডারি মার্কেটে ৬ কোটি টাকা বিনিয়োগ করবে। আর আইপিওর প্রক্রিয়ার জন্য ব্যয় হবে ৩ কোটি ৯০ লাখ টাকা।
আর্থিক প্রতিবেদন অনুযায়ী, গত পাঁচ বছরের ভারিত গড় হিসেবে ব্যাংকটির শেয়ার প্রতি আয় বা ইপিএস ১ টাকা ৫৫ পয়সা। আর গত ৩০ জুন, ২০২০ তারিখে ব্যাংকটির সম্পদ পুনঃমূল্যায়ন ব্যতিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) ছিল ১৩ টাকা ৮৬ পয়সা দাঁড়িয়েছে।
ব্যাংকটির আইপিওতে ইস্যু ম্যানেজারের দায়িত্ব পালন করছে এএফসি ক্যাপিটাল লিমিটেড ও এশিয়ান টাইগার ক্যাপিটাল পার্টনারস ইনভেস্টমেন্ট লিমিটেড।
স্টকমার্কেটবিডি.কম/